Site icon Trickbd.com

জাভা ফোনের main opera তে কোনকিছু ডাউনলোড করতে গেলে open লিখা আসে কিন্তু ডাউনলোড লেখা আসেনা এর সমাধান!

Unnamed


জাভা ফোনের main opera তে কোনকিছু ডাউনলোড করতে গেলে open লিখা আসে কিন্তু ডাউনলোড লেখা আসেনা এর সমাধান!

আসসালামু আলাইকুম! আমি আজকে বলব জাভা মোবাইলে যে অপেরা 4.5 ভারশন থাকে তা দিয়ে জাভা গেম বা এপ্লিকেশনে ডাউনলোড করতে গেলে শুধু ওপেন লিখা আসে কিন্তু ডাউনলোড লেখা আসেনা আমি তার সমাধান দিবো আজকে। প্রথমেই বলে রাখা ভালো যে এই ট্রিক্টা কাজে লাগবে শুধু অপকিজ এক্সটিগেম এই ধরনের ওয়েবসাইট এ।

তাহলে চলুন শুরু করি।

প্রথমেই বলে রাখি যা যা লাগবে। Mini Commander 4.2। Mini Commander Download Link: Commander 4.2 শুধু মিনি কমান্ডার থাকলেই কাজ চলে যাবে।

প্রথমেই আপনার যে আপ্লিকেশন ডাউনলোড করবেন তা যে কোন wapkiz ওয়েবসাইটএ যাবেন বা যে আপ্লিকেশন দরকার সেই আপ্লিকেশন গুগলে সার্চ দেন সার্চ দেওয়ার সময় শেষে wapkiz লিখবেন বা। xtgem লিখবেন। তাহলে সকল ওয়েবসাইট গুল চলে আসেবে। আমি এ-ই টিউটোরিয়ালে wapkiz থেকে Download করা দেখাব। নিচের স্ক্রিনশর্ট ফলোকরুন।

ধাপ 1- প্রথমে গুগলে সার্চ করুন যে কোন নাম দিয়ে।

google search now

ধাপ 2- যে কোন একটা ওয়েবসাইট এ প্রবেশ করুন।

ধাপ 3- যে কোন একটা নাম এ-র উপর ক্লিক করুন আর ডাউনলোড পেজে যান।

ধাপ 4- ক্লিক করুন।

ধাপ 5- যদি Download লিখা না আসে তাহলে Back এ ক্লিক করুন। back এ ক্লিক করে Menu বাটনে ক্লিক করুন।

ধাপ 6 – তার পরে Enter Address এ ক্লিক করুন।

ধাপ 7- তার পরে সবশেষে দেখুন jar.html লিখা আছে। jar কেটে zip করুন।

ধাপ 8- ok করে নিচের মতো আসলে ক্লিক দিয়ে Download করুন।

java game
java jar

ধাপ 9- Download location ঠিক করুন।

ধাপ 10- এবার মিনি কমান্ডার ওপেন করুন। এবং যে ফাইল লোকেশন এ রাখছেন ডাউনলোড করা ফাইল টা সেখানে যান।

ধাপ 11- ফোনের 6 বাটন চেপে ধরুন 3সেকেন্ড মতো। তাহলে rename করতে দেবে। rename করুন। zip এ-র জায়গায় jar লিখুন।

ধাপ 12- rename করা হয়ে হয়ে গেলে open করুন।

এ-ই টিউটোরিয়াল টা ভালো লাগলে অবশ্য আপনাদের বন্ধু মাঝে share করবেন। যাতে সবাই সমস্যার সমাধান পায়। ধন্যবাদ।

my website wtechnicalbuzz.blogspot.com