আসসালামু আলাইকুম! আমি আজকে বলব জাভা মোবাইলে যে অপেরা 4.5 ভারশন থাকে তা দিয়ে জাভা গেম বা এপ্লিকেশনে ডাউনলোড করতে গেলে শুধু ওপেন লিখা আসে কিন্তু ডাউনলোড লেখা আসেনা আমি তার সমাধান দিবো আজকে। প্রথমেই বলে রাখা ভালো যে এই ট্রিক্টা কাজে লাগবে শুধু অপকিজ এক্সটিগেম এই ধরনের ওয়েবসাইট এ।
তাহলে চলুন শুরু করি।
প্রথমেই বলে রাখি যা যা লাগবে। Mini Commander 4.2। Mini Commander Download Link: Commander 4.2 শুধু মিনি কমান্ডার থাকলেই কাজ চলে যাবে।
প্রথমেই আপনার যে আপ্লিকেশন ডাউনলোড করবেন তা যে কোন wapkiz ওয়েবসাইটএ যাবেন বা যে আপ্লিকেশন দরকার সেই আপ্লিকেশন গুগলে সার্চ দেন সার্চ দেওয়ার সময় শেষে wapkiz লিখবেন বা। xtgem লিখবেন। তাহলে সকল ওয়েবসাইট গুল চলে আসেবে। আমি এ-ই টিউটোরিয়ালে wapkiz থেকে Download করা দেখাব। নিচের স্ক্রিনশর্ট ফলোকরুন।
ধাপ 1- প্রথমে গুগলে সার্চ করুন যে কোন নাম দিয়ে।
ধাপ 2- যে কোন একটা ওয়েবসাইট এ প্রবেশ করুন।
ধাপ 3- যে কোন একটা নাম এ-র উপর ক্লিক করুন আর ডাউনলোড পেজে যান।
ধাপ 4- ক্লিক করুন।
ধাপ 5- যদি Download লিখা না আসে তাহলে Back এ ক্লিক করুন। back এ ক্লিক করে Menu বাটনে ক্লিক করুন।
ধাপ 6 – তার পরে Enter Address এ ক্লিক করুন।
ধাপ 7- তার পরে সবশেষে দেখুন jar.html লিখা আছে। jar কেটে zip করুন।
ধাপ 8- ok করে নিচের মতো আসলে ক্লিক দিয়ে Download করুন।
ধাপ 9- Download location ঠিক করুন।
ধাপ 10- এবার মিনি কমান্ডার ওপেন করুন। এবং যে ফাইল লোকেশন এ রাখছেন ডাউনলোড করা ফাইল টা সেখানে যান।
ধাপ 11- ফোনের 6 বাটন চেপে ধরুন 3সেকেন্ড মতো। তাহলে rename করতে দেবে। rename করুন। zip এ-র জায়গায় jar লিখুন।
ধাপ 12- rename করা হয়ে হয়ে গেলে open করুন।
এ-ই টিউটোরিয়াল টা ভালো লাগলে অবশ্য আপনাদের বন্ধু মাঝে share করবেন। যাতে সবাই সমস্যার সমাধান পায়। ধন্যবাদ।
my website wtechnicalbuzz.blogspot.com
You must be logged in to post a comment.
আমারো জানা ছিলো ।
ভালোই ।
টাইটেলে বললেন জাবা ফোনের মেইন অপেরার কথা । আর পোষ্টে অপেরা 4.5 ।
Main অপেরার ভার্শন কত?
অনেক দিন পর জাভা নিয়ে পোস্ট পাচ্ছি বেশ ভালো লাগছে আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে
Change your ID name.
Ok sir,
Good Post
Pic Edit Korcen Ki Phone Diye?
পোষ্টের কিছুই বুঝলাম না আসল ব্যপারটা কি তা একটু বলবেন কি নিয়ে পোষ্টটি করা।
অনেক দিন পর জাবা পোষ্ট চোখে পড়লো । যদিও নিয়মিত ভিজিট করি না ট্রিকবিডিতে, আজ চোখে পড়লো । এগিয়ে
আরে ভাই আপনা যে অ্যাপস এর কথা বললেন তা দিয়ে যেখোনো সাইট থেকে গেম ডাউনলোড করা যায়।ডাউনলোড বাটন লাগেনা অপেন থাকলে হয়
আমি অনেক ফেসবুকে পোস্ট দেখছি। এ-ই সমস্যা কথা বলে তাই ট্রিকবডিতে পোস্ট করলাম
এটা তো অনেক আগে থেকেই জানি। আর আপনি আইডির নাম এমন লিখেছেন কেন। সাইট প্রমোট করছেন নাকি
বিষয় টা আমি বুঝতে পারিনি দুঃখিত?
?
যদিও জাবা ফোন এখন চালানো হয় না । তাও পোস্ট দেখে ভালো লেগেছে ।
Nice
Online new earnings finder sites https://bn-earn.blogspot.com/
Eitao Op4.5
ভাইয়া আপনার ফেসবুক প্রোফাইল ফটোর লিংকটা দিন অথোবা রিকোয়েষ্ট পাঠিয়ে Trickbd লিখে মেসেজ দিবেন প্লিজ আপনার থেকে হেল্প লাগবে https://mobile.facebook.com/photo.php?fbid=197777492406726&id=100065234305392&set=a.190384509812691&eav=AfaMyklP-ZBaD2VBW-pXluoHAgJOoZaA38BjhBaVbxhZjdCbGGrZ7PZZjHDKnTEEvCg&paipv=0&source=44&refid=17&ref=opera_speed_dial
https://www.facebook.com/rakibulislam6666 my facebook
My Site
Valo