Site icon Trickbd.com

দামে কম_মানে ভালো! এমনি একটি ফিচার ফোন বাজারে এনেছে সিম্পনী! চলুন বিস্তারিত জেনে নিই।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ! আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আনাদের জন্য নিয়ে এসেছি জাভা সাপোর্টেড ফিচার ফোন! এটাতে আপনি নোকিয়ার স্বাদ নিতে পারবেন। ছোটবেলায় দেখতাম লোকেরা নোকিয়ার দারুন সব বাটন মোবাইল ব্যবহার করতো। সেই নোকিয়া এখন তলানিতে পড়ে গেছে,খুঁজে পাওয়াও মুশকিল। নোকিয়া মোবাইলের আদলে তৈরী হচ্ছে অনেক বাটন মোবাইল। তখন নোকিয়া মানেই হলো হরেক রকমের গেমস খেলা। সেই সব গেমস এখন আপনারা এসকল মোবাইলে খেলতে পারবেন,ইন্টারনেটে ব্রাউজ করতে পারবেন। তাও অপেরা মিনি ব্রাউজারে,, তো চলুন মোবাইটি একনজর দেখে আসা যাক।

Symphony D54+

*–> Dual sim card supported.
*–> 2G network with maximum speed.
*–> 2.4″ inch Disply, 240×320 display resolution.
*–> Ram 16 mb, Rom 16 mb, 32 Gb Sd card supported.

*–> 0.3 mp camera with light.
*–> Mp3, Mp4 supported and audio video record. Wireless Fm Radio. Blacklist, Call Recorder etc.
*–> 1000 Mah Li-ion Battery.
*–> extra features is Magic Voice.

এই মোবাইলে ব্যাটারী অনেক কম দেওয়া হয়েছে,তবে মোবাইল অনুযায়ী ঠিক আছে। টুকটাক গেম খেলা আর ব্রাউজিংও যদি করেন তাও ১দিন ব্যকআপ পাবেন।
স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিছুটা ভালো আছে, স্পিকারে অনেক সাউন্ড, অবসরে বসে বসে গান শুনতে পারবেন। ইকুয়ালাইজার রয়েছে, হ্যাডফোনে গান শোনার সময় গানের বেইচ এবং বিট চেন্জ বা কম বেশি করতে পারবেন।


Magic Voice নামের একটি ভয়েস চেন্জার আছে, কল-এ কথা বলার সময় গলার স্বর বা আওয়াজ বদলে দিতে পারবেন। ৫ রকমের আওয়াজ এখানে পেয়ে যাবেন। বয়স্কের গলার আওয়াজ, ছোটদের গলার আওয়াজ, রোবটের গলার আওয়াজ সহ আরো ২ টি আছে।
মোবাইল’টির দাম হচ্ছে ১৫০০ টাকা মাত্র।
তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। পরে দেখা হবে, ধন্যবাদ,

আল্লাহ হাফেজ..!!