আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ! আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আনাদের জন্য নিয়ে এসেছি জাভা সাপোর্টেড ফিচার ফোন! এটাতে আপনি নোকিয়ার স্বাদ নিতে পারবেন। ছোটবেলায় দেখতাম লোকেরা নোকিয়ার দারুন সব বাটন মোবাইল ব্যবহার করতো। সেই নোকিয়া এখন তলানিতে পড়ে গেছে,খুঁজে পাওয়াও মুশকিল। নোকিয়া মোবাইলের আদলে তৈরী হচ্ছে অনেক বাটন মোবাইল। তখন নোকিয়া মানেই হলো হরেক রকমের গেমস খেলা। সেই সব গেমস এখন আপনারা এসকল মোবাইলে খেলতে পারবেন,ইন্টারনেটে ব্রাউজ করতে পারবেন। তাও অপেরা মিনি ব্রাউজারে,, তো চলুন মোবাইটি একনজর দেখে আসা যাক।

Symphony D54+

*–> Dual sim card supported.
*–> 2G network with maximum speed.
*–> 2.4″ inch Disply, 240×320 display resolution.
*–> Ram 16 mb, Rom 16 mb, 32 Gb Sd card supported.

*–> 0.3 mp camera with light.
*–> Mp3, Mp4 supported and audio video record. Wireless Fm Radio. Blacklist, Call Recorder etc.
*–> 1000 Mah Li-ion Battery.
*–> extra features is Magic Voice.

এই মোবাইলে ব্যাটারী অনেক কম দেওয়া হয়েছে,তবে মোবাইল অনুযায়ী ঠিক আছে। টুকটাক গেম খেলা আর ব্রাউজিংও যদি করেন তাও ১দিন ব্যকআপ পাবেন।
স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিছুটা ভালো আছে, স্পিকারে অনেক সাউন্ড, অবসরে বসে বসে গান শুনতে পারবেন। ইকুয়ালাইজার রয়েছে, হ্যাডফোনে গান শোনার সময় গানের বেইচ এবং বিট চেন্জ বা কম বেশি করতে পারবেন।


Magic Voice নামের একটি ভয়েস চেন্জার আছে, কল-এ কথা বলার সময় গলার স্বর বা আওয়াজ বদলে দিতে পারবেন। ৫ রকমের আওয়াজ এখানে পেয়ে যাবেন। বয়স্কের গলার আওয়াজ, ছোটদের গলার আওয়াজ, রোবটের গলার আওয়াজ সহ আরো ২ টি আছে।
মোবাইল’টির দাম হচ্ছে ১৫০০ টাকা মাত্র।
তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। পরে দেখা হবে, ধন্যবাদ,

আল্লাহ হাফেজ..!!

17 thoughts on "দামে কম_মানে ভালো! এমনি একটি ফিচার ফোন বাজারে এনেছে সিম্পনী! চলুন বিস্তারিত জেনে নিই।"

  1. পোষ্টে দাম-ই উল্লেখ নাই।
  2. mithu8099 Author Post Creator says:
    ওহহ দুঃখিত,,, দাম ১৫০০৳
  3. Jihad903 Contributor says:
    Faltu mobile. Java khub durbol. Blutooth on korle mobile restart hoy.
  4. Abdus Sobhan Author says:
    Tobe 1ta kahini ache, phner vhitore likha thake phone ta made in chaina naki made in bangladesh.

    Made in bangladesh ta purai faltu, made in chaina tai dekhe sune kina valo.
    Tobe ei phn ta khub besi pauya jaina.

  5. mithu8099 Author Post Creator says:
    দারাজ বা অনলাইন শপ থেকে না কিনে আপনার এলাকার কোনো দোকান অথবা শো-রুম থেকে কিনুন। এখানে দেখছেন ১৭০০, অন্য জায়গায় দেখবেন ১৯০০, পরের পেজে দেখাবে ২২০০,, ?
  6. mithu8099 Author Post Creator says:
    আমরা অনলাইন থেকে সেসব জিনিসই কিনি যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়না। কিন্তু আপনার পার্শ্ববর্তী টেলিকমে গিয়ে যদি মোবাইলটা না পান,তবে দোকানির কাছে অর্ডার দিতে পারবেন, তিনি আপনাকে যেখান থেকেই হোক ব্যবস্হা করে দেবে
  7. Danger Rafi Author says:
    ei model ta valoi…but onek agei stock out hoye gese. dam prai 1500 something chilo… bazaar a available nai akhon…
  8. mithu8099 Author Post Creator says:
    ২১ সালের দিকে কিনেছিলাম ১৫০০ দিয়ে। অনেক ভালো মোবাইলটা, চার্জ টিকতো ভালো, অপেরা মিনি চালাতাম বেশি বেশি। ছোটবেলার কথা মনে করে অনেক জাভা গেমসও খেলেছি। আমার এন্ড্রয়েড টাতে শুধু গান শুনতাম একটু, বাকি সময়টায় এই মোবাইল ইউজ করতাম.। ৬ মাস আগে আরেকজনকে দিয়ে দিচি ব্যবহার করার জন্য। ২+ বছর হয়ে গেছে, এখনো কোনোরকম সমস্যা দেখা দেয়নি
  9. NURNOBE Contributor says:
    যদি কেও ফেসবুক এর মেসেন্জার অ্যাপ টা চালু করতো
    1. mithu8099 Author Post Creator says:
      সরাসরি অ্যাপ চলেনা,
  10. অবুজ ছেলে Contributor says:
    phonta valo but only vxp app support kora
    1. mithu8099 Author Post Creator says:
      .jar file support kora.
  11. Md Saiful Islam Rahat Contributor says:
    ২০২১ সাল থেকে ব্যাবহার করছি।ঢাকা একটা শো রুম থেকে কিনছিলাম খুবই ভালো মোবাইলটা।
  12. mithu8099 Author Post Creator says:
    হে, আমিও ২০২১ সাল থেকে ব্যবহার করছি, এখনো ভালো আছে, বিন্দুমাত্র সমস্যা হয়নি…।
  13. moklesurBD Contributor says:
    God Phn Ta Valo Rtsp Suported Online Video Play Hoy Ei Phonta Te..
    1. Saeeb Roni Contributor says:
      sotty naki

Leave a Reply