টাইটেল দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন?
চলুন, আগে দেখায় কিভাবে এক বারে সমস্ত ফ্রেন্ড রিকুয়েস্ট Accept করবেন।
আমি এই সিস্টেম টার জন্যে কম্পিউটার ব্যবহার করছি।
আসলে বেশ কিছুদিন থেকে খেয়াল করছি ট্রিকবিডি এখন আর কম্পিউটার ইউজার দের জন্যে নেই। তাই কম্পিউটার দিয়েই দেখাচ্ছি।
তাছাড়া আপনার ভালো না লাগলে আপনি পোস্ট টি এড়িয়ে যান, তাহলে ভালো হয়।
আর ভালো লাগলে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিবেন।
কম্পিউটারের Google Chrome ব্রাউজার ওপেন করুন।
এবং আপনার ফেইসবুকে প্রবেশ করুন।
এবার এখানে ক্লিক করুন
দেখুন নিচের পেজের মত পেজ আসবে। যেখানে আপনি দেখতে পাবেন আপনি কত গুলো ফ্রেন্ড রিকুয়েস্ট Accept করেননি।
এই ট্রিক্স এর জন্যে যেই ফেইসবুক ব্যবহার করছি সেটাতে ২টা রিকুয়েস্ট accept করা হয়নি।
আপনাদের আইডি তে যতই Request থাকুক না কেনো, কোনো সমস্যা নেই।
তারপর নিচে থেকে কোড টি কপি করুন।
javascript:for( i = 1;i<document.getElementsByName(“actions[accept]”).length;i++){document.getElementsByName(“actions[accept]”)[i].click();}void(0); |
এবার ব্রাউজারের যে লিংকে প্রবেশ করলেন। মানে যেখানে আপনার pending থাকা ফ্রেন্ড রিকুয়েস্ট গুলো দেখা যাচ্ছে, সেই পেইজের একটা ফাকা জায়গাতে মাউস রেখে ডান দিকে ক্লিক দিন। এবং নিচের Inspect এ ক্লিক করুন। অথবা কি বোর্ডের Ctrl, Shift এবং i একসাথে চাপুন।
তারপর Console এ ক্লিক দিন।
নিচে দেখানো ছবির ফাকা জায়গাতে পেস্ট করুন সেই কোড টি, যে কোড টি আপনি একটু আগেই উপর থেকে পেলেন।
দেখুন আমি Paste করেছি।
এবার কি বোর্ডে Enter চাপুন একবার।
আর দেখুন সমস্ত ফ্রেন্ড রিকুয়েস্ট Accept হয়ে যাচ্ছে।
এটা গেলো একটা ট্রিক্স।
এবার আরেকটি-
আপনি তো অবশ্যই যেনে থাকবেন যে আপনি কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর পর সে যদি Accept না করে তাহলে সেগুলো নিয়ে একটা লিস্ট হয় আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এ।
তাই আপনি এক দিনে অনেক অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালেন, আর এই লিস্ট যদি বড় হয়ে যায়। তাহলে ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড লিমিট করে দেয় FB Team. যার জন্য সেই দিন আর ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন না।
তবে কিছুক্ষণ পর পর যখনই আপনি দেখবেন যে অনেক সেন্ড রিকুয়েস্ট পেন্ডিং আছে। তখনই আপনি সেগুলো Undo করে দিবেন। তারপর আবার ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করবেন। ।
এভাবে সারাদিনে পারেন তো হাজার হাজার ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন। সমস্যা নেই।
কিন্তু অনেক সেন্ড রিকুয়েস্ট পেন্ডিং থাকা গুলো একটি একটি করে Undo করতে গেলে তো অবস্থা শেষ হয়ে যাবে।
তাই আমি ঠিক উপরের মত সিস্টেম দেখাচ্ছি। কিভাবে এক বারে সমস্ত পেন্ডিং সেন্ড ফ্রেন্ড রিকুয়েস্ট Undo করবেন।
চলুন শুরু করি।
এর জন্যেউ আমি Chrome ব্রাউজার ব্যবহার করছি।
আপনারাউ Chrome ব্রাউজার ব্যবহার করুন।
দেখুন নিচের মত পেইজ আসবে, যেখানে আপনি দেখতে পাবেন কতজন আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট Accept করেনাই।
এবার ব্রাউজারের যে লিংকে প্রবেশ করলেন। মানে যেখানে আপনার pending থাকা ফ্রেন্ড রিকুয়েস্ট গুলো দেখা যাচ্ছে, সেই পেইজের একটা ফাকা জায়গাতে মাউস রেখে ডান দিকে ক্লিক দিন। এবং নিচের Inspect এ ক্লিক করুন। অথবা কি বোর্ডের Ctrl, Shift এবং i একসাথে চাপুন।
নিচের কোড টি কপি করুন।
javascript:var inputs = document.getElementsByClassName(‘_54k8 _56bs _56bt’);
for(var i=0; i<inputs.length;i++) { inputs[i].click(); } |
অথবা এখানে থেকে txt ফাইল ডাউনলোড করে নিন।
এবং নিচের ছবি তে দেখানো জায়গাতে কোড টি Paste করুন।
নিচের ছবিতে দেখুন আমি Paste করেছি।
এবার কি বোর্ডে Enter চাপুন একবার।
আর দেখুন সমস্ত সেন্ড করা এবং পেন্ডিং থাকা ফ্রেন্ড রিকুয়েস্ট Undo হয়ে যাচ্ছে।
তো?
আর কি?
হয়ে গেলো।
এতটুকুই ছিলো এই পোস্টের আলোচনা।
(পোস্টের ভিতরে বক্স বানিয়ে সেই বক্সের ভিতরে কিভাবে কোড শেয়ার করতে হয় সেটা কেউ জানলে একটু জানাবেন প্লিজ)
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন
ভুলত্রুটি মার্জনা করবেন।
পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।
- যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
- আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।
আমার ইউটিউব চ্যানেল
100+ ভিডিও। সব রিয়েল। সবার কাজে লাগবে।
ঘুরে আসুন।