টাইটেল দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন?

চলুন, আগে দেখায় কিভাবে এক বারে সমস্ত ফ্রেন্ড রিকুয়েস্ট Accept করবেন।

আমি এই সিস্টেম টার জন্যে কম্পিউটার ব্যবহার করছি।

আসলে বেশ কিছুদিন থেকে খেয়াল করছি ট্রিকবিডি এখন আর কম্পিউটার ইউজার দের জন্যে নেই। তাই কম্পিউটার দিয়েই দেখাচ্ছি।

তাছাড়া আপনার ভালো না লাগলে আপনি পোস্ট টি এড়িয়ে যান, তাহলে ভালো হয়।

আর ভালো লাগলে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিবেন।


কম্পিউটারের Google Chrome ব্রাউজার ওপেন করুন।

এবং আপনার ফেইসবুকে প্রবেশ করুন।

 

এবার এখানে ক্লিক করুন

দেখুন নিচের পেজের মত পেজ আসবে। যেখানে আপনি দেখতে পাবেন আপনি কত গুলো ফ্রেন্ড রিকুয়েস্ট Accept করেননি।

এই ট্রিক্স এর জন্যে যেই ফেইসবুক ব্যবহার করছি সেটাতে ২টা রিকুয়েস্ট accept করা হয়নি।

আপনাদের আইডি তে যতই Request থাকুক না কেনো, কোনো সমস্যা নেই।

তারপর নিচে থেকে কোড টি কপি করুন।

 

javascript:for( i = 1;i<document.getElementsByName(“actions[accept]”).length;i++){document.getElementsByName(“actions[accept]”)[i].click();}void(0);

 

 

এবার ব্রাউজারের যে লিংকে প্রবেশ করলেন। মানে যেখানে আপনার pending থাকা ফ্রেন্ড রিকুয়েস্ট গুলো দেখা যাচ্ছে, সেই পেইজের একটা ফাকা জায়গাতে মাউস রেখে ডান দিকে ক্লিক দিন। এবং নিচের Inspect  এ ক্লিক করুন। অথবা কি বোর্ডের Ctrl, Shift এবং i  একসাথে চাপুন।

 

 

তারপর Console এ ক্লিক দিন।

 

 

নিচে দেখানো ছবির ফাকা জায়গাতে পেস্ট করুন সেই কোড টি, যে কোড টি আপনি একটু আগেই উপর থেকে পেলেন।

 

দেখুন আমি Paste করেছি।

এবার কি বোর্ডে Enter চাপুন একবার।

আর দেখুন সমস্ত ফ্রেন্ড রিকুয়েস্ট Accept হয়ে যাচ্ছে।

এটা গেলো একটা ট্রিক্স।
এবার আরেকটি-
আপনি তো অবশ্যই যেনে থাকবেন যে আপনি কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর পর সে যদি Accept না করে তাহলে সেগুলো নিয়ে একটা লিস্ট হয় আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এ।

তাই আপনি এক দিনে অনেক অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালেন, আর এই লিস্ট যদি বড় হয়ে যায়। তাহলে ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড লিমিট করে দেয় FB Team. যার জন্য সেই দিন আর ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন না।

তবে কিছুক্ষণ পর পর যখনই আপনি দেখবেন যে অনেক সেন্ড রিকুয়েস্ট পেন্ডিং আছে। তখনই আপনি সেগুলো Undo করে দিবেন। তারপর  আবার ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করবেন। ।

এভাবে সারাদিনে পারেন তো হাজার হাজার ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন। সমস্যা নেই।

কিন্তু অনেক সেন্ড রিকুয়েস্ট পেন্ডিং থাকা গুলো একটি একটি করে Undo করতে গেলে তো অবস্থা শেষ হয়ে যাবে।

তাই আমি ঠিক উপরের মত সিস্টেম দেখাচ্ছি। কিভাবে এক বারে সমস্ত পেন্ডিং সেন্ড ফ্রেন্ড রিকুয়েস্ট Undo করবেন।

চলুন শুরু করি।

এর জন্যেউ আমি Chrome ব্রাউজার ব্যবহার করছি।

আপনারাউ Chrome ব্রাউজার ব্যবহার করুন।

এখানে ক্লিক করুন।

দেখুন নিচের মত পেইজ আসবে, যেখানে আপনি দেখতে পাবেন কতজন আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট Accept করেনাই।

 

এবার ব্রাউজারের যে লিংকে প্রবেশ করলেন। মানে যেখানে আপনার pending থাকা ফ্রেন্ড রিকুয়েস্ট গুলো দেখা যাচ্ছে, সেই পেইজের একটা ফাকা জায়গাতে মাউস রেখে ডান দিকে ক্লিক দিন। এবং নিচের Inspect  এ ক্লিক করুন। অথবা কি বোর্ডের Ctrl, Shift এবং i  একসাথে চাপুন।

 

তারপর Console এ ক্লিক দিন।

 

নিচের কোড টি কপি করুন।

 

javascript:var inputs = document.getElementsByClassName(‘_54k8 _56bs _56bt’);

for(var i=0; i<inputs.length;i++) {

inputs[i].click();

}

অথবা এখানে থেকে  txt ফাইল ডাউনলোড করে নিন।

এবং নিচের ছবি তে দেখানো জায়গাতে কোড টি Paste করুন।

 

 

 

নিচের ছবিতে দেখুন আমি Paste করেছি।

 

এবার কি বোর্ডে Enter চাপুন একবার।

আর দেখুন সমস্ত সেন্ড করা এবং পেন্ডিং থাকা ফ্রেন্ড রিকুয়েস্ট Undo হয়ে যাচ্ছে।

তো?

আর কি?

হয়ে গেলো।

এতটুকুই ছিলো এই পোস্টের আলোচনা।

(পোস্টের ভিতরে বক্স বানিয়ে সেই বক্সের ভিতরে কিভাবে কোড শেয়ার করতে হয় সেটা কেউ জানলে একটু জানাবেন প্লিজ)


 

বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন

https://youtu.be/gysg1LXcY6Y

ভুলত্রুটি মার্জনা করবেন।


পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।

  • যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
  • আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।

 

আমার ইউটিউব চ্যানেল

100+ ভিডিও। সব রিয়েল। সবার কাজে লাগবে।

ঘুরে আসুন।

ফেইসবুকে আমি

আল্লাহ হাফেজ

27 thoughts on "[FB] সমস্ত ফ্রেন্ড রিকুয়েস্ট Accept করুন এক বারেই। সাথে আরো একটা ট্রিক্স। Using Computer"

  1. Avatar photo Parves Hossain Rabby Author says:
    Bro fb te message din. Code dicci.. Ekhane dite parci na.. https://facebook.com/parveswb
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      ok
    2. Avatar photo Tuhin Author Post Creator says:
      knock koreci. check ur fb inbox.
      my fb:-
      fb.com/tn6472
  2. Avatar photo রিয়াদ Author says:
    মোবাইল ট্রিক দিলে ভালো হয়
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      আসরাফ উদ্দিন vai hoyto mobile er post korben.
    2. Avatar photo ⚠ Error Format Author says:
      Moblie trick Onk ace trickbd te.
    3. Avatar photo Tuhin Author Post Creator says:
      error ভাই?
      মোবাইল ট্রিক্স নিয়ে পূর্বের দু’একটা পোস্টের লিংক এখানে দিয়ে দেন।
      তাহলে আর অন্তত তারা এ বিষয়ে পোস্ট করবে না, যারা এই পোস্ট টি সম্পর্কে অবগত।
    4. Avatar photo ⚠ Error Format Author says:
      Nai..?? Ami jantam ace..bcz onk agei ami dekci mone hocce.. So
    5. Avatar photo Tuhin Author Post Creator says:
      এই দেখুন, আপনি জানেন এই বিষয়ে পোস্ট আছে। তবুও আপনি খুঁজে বের করতে পারছেন না।
      তাহলে জারা জানেন না। তাদের জন্য পোস্ট করার দরকার আছে কিনা এ বিষয়ে কি মনে হচ্ছে ভাই?
  3. Avatar photo Ashraf uddin Author says:
    vai ei ta aro sohoj vabe hoy jemon browser er link jekane take sekane past dile.
    mobile er jonno desktop mode on korlei hoy onumoti dile posT korbo
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      ami to onumoti dewar keu na vai. tobuo amar dik theke mone hocce apni post korle oneker e onek upokar hobe.
    2. Avatar photo S.a. Salman Contributor says:
      ভাই করেন
    3. Avatar photo Ashraf uddin Author says:
      কেমনে করি ভাই আমি কোড ইউজ করলে এইগুলা করতে হবে আর ট্রিকবিডিতে এই নিয়ে পোস্ট ও আছে এখন আমি ভাবছি আমারটা সহজ হবে কিন্তু ভাই আমি অনেকে খারাফ কমেন্ট কর‍তে পারে।
    4. Avatar photo Tuhin Author Post Creator says:
      onnoder ceye apnar ta sohoj hole oto vabar dorkar nei
    5. Avatar photo Ashraf uddin Author says:
      ???
      টানা আটদিন এক্সাম আছে।
      যদি এক্সামের ফাকে পারি।
      নতুবা এক্সামের পর।
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      hmmm
  4. Avatar photo Liton Molla Contributor says:
    পোষ্ট টা ফেসবুক ক্যাটেগরি তে দিলে ভালো হত ব্রো
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      আচ্ছা। আমি তাই ই করছি।
      ধন্যবাদ ভাই।
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      tnx
  5. Avatar photo MD Mizan Author says:
    আপনার মত ট্রেইনারকে চুমু দিয়ে রাখা উচিত ট্রিকবিডিতে।
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      এভাবে বইলেন না ভাই।
      আমি ছোটোখাটো একজন সাধারণ মানুষ।
      আমার জন্য দোয়া করবেন ভাই।
      আমি আপনাদের দোয়া কামনা করছি।
  6. Avatar photo SR_Muktar Contributor says:
    বসস কেন জামি কাজ করতেছেনা
    যদি উত্তর পাইতাম একটো ডিসকাস করতাম

Leave a Reply