Be a Trainer! Share your knowledge.
Home » LifeStyle » [খেলাধূলা] মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি টেইলর, যা বললেন

[খেলাধূলা] মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি টেইলর, যা বললেন

সুপার টেনের শেষ ম্যাচে শনিবার
কলকাতা ইডেন গার্ডেনে
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কঠিন
পরীক্ষায় ফেলে দেন মুস্তাফিজুর
রহমান। এদিন তিনি পাঁচ কিউই ব্যাটসম্যানকে
বোকা বানিয়েছেন। আর কিছুদিন পর
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে
মুস্তাফিজের সতীর্থ হবেন রস
টেইলর। তাই মুস্তাফিজকে সতীর্থ
হিসেবে পেয়ে দারুণ খুশি
নিউজিল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান।

খেলা শেষে সংবাদ সম্মেলনে
টেইলর স্বীকার করেন, প্রথমবারের
মতো মুস্তাফিজকে খেলতে যাওয়া
যে কারোর জন্য খুব কঠিন একটা কাজ।
টেইলর বলেন, ‘দেখুন, এই ম্যাচে
সে কঠিন সময়ে বল করতে এসে
প্রতিবার উইকেট নিয়েছে। আজ খুব
ভালো বল করেছে। তার ইউনিক একটা
অ্যাকশন আছে। আর সেটা সে খুব
স্মার্টলি ব্যবহার করে।’
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে
সাসেক্সের হয়ে খেলবেন
মুস্তাফিজ। এই দলে আছেন রস
টেইলরও। সাসেক্সে ২০ বছর বয়সী
মুস্তাফিজের সঙ্গে খেলার সম্ভাবনায়
খুশি কিউই এই ডানহাতি ব্যাটসম্যান,
‘সাক্সেসের জন্য সে সত্যিই খুব
ভালো চুক্তি। কিছু দিন পর হয়তো আমরা
এক সঙ্গে খেলব।’

নতুন নতুন সংবাদ ও তথ্য যানতে আমাদের এখানে আসুন

8 years ago (Mar 27, 2016)

About Author (43)

MH Naeem
contributor

501!D BoY একেবারে সলিড পোলা

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version