Site icon Trickbd.com

এই যে ভাই আপনার কাছে একটা হেল্প চাই।প্লিজ একটা কমেন্ট করুন।

Unnamed

প্রথমে ট্রিকবিডিতে ক্ষমা চেয়ে
নিচ্ছি এই ধরনের পোস্ট করার জন্য।
আর ইউজার রা আপনাদের ভালো লাগ্লে
একটা কমেন্ট করেন।আর প্লিয যেন
গালি দিয়েন না।
আমি একটা মেয়েকে আজ ৫ বছর ধরে
ভালবাসি। বাট সে আমাকে ভালবাসে
না।
বাট এটাও সত্যি যে আমি অকে চাড়া
বাঁচব না।
আমার বন্ধুরা বলছে যে আমি অকে
পহেলা বইশাখে প্রোপজ করে দেই।
বাট ও কি বলবে আমি খুব ভাল মতো
জানি।

না।।।।।।। বলবে।
এখন আপনারাই বলেন যে আম এখন কি
করব।
তবে একটা কথা সত্যি যে ক্লাসে আমরা
একে অপরের দিকে খুব তাকাই।
কিন্তু কথা বলতে গেলে যেন মনে হয় যে
আমার ওর অনেক বড় শত্রু।
কিন্তু আমি অকে আমার জিবন দিয়ে
ভালববাসি।
একটা কথা তো বলাই হয়নি যে ওর নাম

অন্তি

আর আমার নাম

মেশকাত

।।।।।

I love you onty very much

…….
এখন ভাই আপ্নার একটা গুরুত্তপুর্ণ
কমেন্ট চাই।
যে আমি কি করব। পহেলা বইশাখে ওকে
প্রোপজ করব কিনা।
আর ও যখন না বলবে তখন আমি কি বলব।
কারণ ওকে ছাড়া তো আমি বাচব না।
অনেক কিছুই লিখার ইচ্ছা ছিল।বাট খুব
একটা সময় নেয় আমার।
আশা করি সবাই ভাল থাকবেন।
আর আমার জন্য একটু দুয়া করেন প্লিয।
আরো ধন্যবাদ জানচ্ছি ট্রিকবিডিকে ও
যারা কষ্ট করে পড়লেন তাদেরকে।
আর হ্যা ভাই একটা ভাল উপদেশ মুলক ও
কার্যকরি কমেন্ট করেন প্লিয।