প্রথমে ট্রিকবিডিতে ক্ষমা চেয়ে
নিচ্ছি এই ধরনের পোস্ট করার জন্য।
আর ইউজার রা আপনাদের ভালো লাগ্লে
একটা কমেন্ট করেন।আর প্লিয যেন
গালি দিয়েন না।
আমি একটা মেয়েকে আজ ৫ বছর ধরে
ভালবাসি। বাট সে আমাকে ভালবাসে
না।
বাট এটাও সত্যি যে আমি অকে চাড়া
বাঁচব না।
আমার বন্ধুরা বলছে যে আমি অকে
পহেলা বইশাখে প্রোপজ করে দেই।
বাট ও কি বলবে আমি খুব ভাল মতো
জানি।

না।।।।।।। বলবে।
এখন আপনারাই বলেন যে আম এখন কি
করব।
তবে একটা কথা সত্যি যে ক্লাসে আমরা
একে অপরের দিকে খুব তাকাই।
কিন্তু কথা বলতে গেলে যেন মনে হয় যে
আমার ওর অনেক বড় শত্রু।
কিন্তু আমি অকে আমার জিবন দিয়ে
ভালববাসি।
একটা কথা তো বলাই হয়নি যে ওর নাম

অন্তি

আর আমার নাম

মেশকাত

।।।।।

I love you onty very much

…….
এখন ভাই আপ্নার একটা গুরুত্তপুর্ণ
কমেন্ট চাই।
যে আমি কি করব। পহেলা বইশাখে ওকে
প্রোপজ করব কিনা।
আর ও যখন না বলবে তখন আমি কি বলব।
কারণ ওকে ছাড়া তো আমি বাচব না।
অনেক কিছুই লিখার ইচ্ছা ছিল।বাট খুব
একটা সময় নেয় আমার।
আশা করি সবাই ভাল থাকবেন।
আর আমার জন্য একটু দুয়া করেন প্লিয।
আরো ধন্যবাদ জানচ্ছি ট্রিকবিডিকে ও
যারা কষ্ট করে পড়লেন তাদেরকে।
আর হ্যা ভাই একটা ভাল উপদেশ মুলক ও
কার্যকরি কমেন্ট করেন প্লিয।

20 thoughts on "এই যে ভাই আপনার কাছে একটা হেল্প চাই।প্লিজ একটা কমেন্ট করুন।"

  1. জামিল Author says:
    প্রোপজ Koran Bro…? R phona khota bolan
    সৌজন্যেঃ AmarRound.Com
  2. Oliur Rahman Contributor says:
    তার ভালো লাগার দিকগুলো একটু খেয়াল করুন ধিরে ধিরে সমাধান বেড়িয়ে আসবে
    1. Meshkat Contributor Post Creator says:
      tnx bro.ami try korbo
  3. Rabby Hasan Contributor says:
    প্রোপোজ করার আগে সে কি ভালোবাসে,কি না বাসে,এগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো।আর ও যেমন চায় ঠিক সেই রকম হওয়ার চেষ্টা করো।আর মেয়েটা যদি ভালো হয় প্রথমে না করবেই।লেগে থাকতে হবে।অনেক বড় বিপদে পড়ছ তুমি।
    1. JIHAD KHAN Author says:
      আমি আপনার সাথে একমত
    2. Meshkat Contributor Post Creator says:
      tnx Rabby Hasan bro.apnar coment ta khub valo laglo
  4. Sykot Author says:
    আরো যে কতো কি দেখতে হবে এই জীবনে।।
    1. Meshkat Contributor Post Creator says:
      dekar ekon onek kisu baki ase..vau
  5. shahin khuka Contributor says:
    মানুষ পারে না বলতে কোন সাবজেক্ট নাই। আমরা সব পারি। আরর একটি মেয়ের মন জয় করতে পারবনা তা কি হয়!!! অবস্যই পারবেন বস। আপনি পুরুষ। আপনি সাহস করে প্রপোজ করে দিন। আর মেয়েদের পিছনে লাইজ্ঞা থাকলে অবস্যই সাকসেস হওয়া জায়। লাইজ্ঞা থাকতে থাকতে ৪ বছর পর আমি আমার মনের মানুষটাকে পাইছি। কখনও হাল ছারিনাই। তাই আজকে আমি সাকসেস্ফুল। আপনি ও লেগে থাকেন তাইলে মাস্ট বি কাজ হবেই। আর মেয়েটির ভাল-মন্দের দিকে খেয়াল রেখে,ভাল লাগা খারাপ লাগার দিকে লক্ষ রেখে প্রপোজ করে দিন কাজ হয়ে জাবে ইনসা-আল্লাহ।
    1. Meshkat Contributor Post Creator says:
      shahin khuka tnx vau.bt ami to 5 year dore lege asi
  6. সুপার লেখক Contributor says:
    প্রপোজ কর। রাজি নাহলে ওর সামনে হাত কেটো( অল্প কেটো) শুধু ও কেন ওর মাও রাজি হবে।।।
    1. Meshkat Contributor Post Creator says:
      সুপার লেখক vai ar koto bar hat katbo
  7. সুপার লেখক Contributor says:
    কত বার কেটেছিলে
    1. Meshkat Contributor Post Creator says:
      8 bar vai
  8. titu Contributor says:
    padarpo pada
  9. Md Robin Author says:
    প্রপোজ কর।
  10. Meshkat Contributor Post Creator says:
    robin vai apni asen kintu

Leave a Reply