Be a Trainer! Share your knowledge.
Home » LifeStyle » স্বপ্ন সম্পর্কিত কিছু মজার কিছু তথ্য !!!!!!!!!!!

স্বপ্ন সম্পর্কিত কিছু মজার কিছু তথ্য !!!!!!!!!!!

০১ . সাইকলজিষ্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার
অর্থ আপনি হয়ত অন্য কারো স্বপ্নে জীবিত।

০২. আপনি কখনই একসাথে নাক ডাকতে এবং স্বপ্ন
দেখতে পারবেন না।

০৩ . গড়ে একজন মানুষ বছরে ১৪৬০টি স্বপ্ন দেখে।
অর্থাৎ প্রতি রাতে গড়ে প্রায় ৪ টি।

০৪. আমাদের মষিÍষ্ক কোন চেহারা তৈরী করতে
পারে না। আমরা স্বপ্নে যে সব চেহারা দেখি
তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনও না
কখনও দেখেছি। আমাদের জীবনে আমরা পথে
ঘাটে অসংথ্য চেহারা দেখি যা মনে রাখতে
পারি না। কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড তা

ধরে রাখে এবং স্বপ্নে তা দেখায়।

০৫ . প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। যদি আপনি মনে
করেন আপনি স্বপ্ন দেখেন না তার অর্থ হয় আপনি
তা মনে রাখতে পারেন না নয়ত আপনি জটিল
কোন মানসিক রোগে ভুগছেন।

০৬. মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে
কাটায়।

০৭ . সাধারনত গর্ভবতী মহিলারা অন্যান্যদের
চেয়ে বেশী স্বপ্ন মনে রাখতে পারে। তার কারণ ,
গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের
পরিবর্তন হয়।

০৮ . স্বপ্ন দেখার ৫ মিনিটের মধ্যে আমরা তার
৫০শতাংশ ভুলে যাই , ১০ মিনিটের মধ্যে ভুলে যাই
প্রায় ৯০ শতাংশ।

০৯. আমরা সাধারনত প্রায় ৯০ থেকে ১৮০ মিনিট

স্বপ্ন দেখি যেখানে, গড়ে একটি স্বপ্নের
স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। সবচেয়ে লম্বা
সময় স্বপ্ন দেখি সকালে যার স্থায়িত্ব ৩০ থেকে
৪৫ মিনিট।

১০ . সাধারণত শিশুরা দুঃস্বপ্ন বেশি দেখে।

সৌজন্যআমার সাইট

8 years ago (Jul 30, 2016)

About Author (20)

Nihan
author

যা জানি তা জানাব। আর যা জানি না তা জানার জন্য চেস্টা করব। সব সময় সঠিক পোস্ট করব। My youtube channel name : Sozib vlog

Trickbd Official Telegram

3 responses to “স্বপ্ন সম্পর্কিত কিছু মজার কিছু তথ্য !!!!!!!!!!!”

  1. AGU NISHAT Contributor says:

    ভাই এক এবং তিন নাম্বার এই দুটো ভুল ও ১০০% ভোয়া।

  2. Aasif Contributor says:

    আমি জানতাম সপ্নের স্থায়িত্ত ২-৩ সেকেন্ড হয় কিন্তু আপনি লিখলেন ১০-১৫ মিনিট!!! ভাল করে দেখবেন এটা।। ধন্যবাদ।

Leave a Reply

Switch To Desktop Version