Site icon Trickbd.com

আমার দেখা অন্যতম সেরা সায়েন্স ফিকশন “ইনসেপশন” মুভির রিভিউ ( INCEPTION ) মাথা নষ্ট করার মত সিনেমা

পরিচালকঃ Christopher Nolan
অভিনয়ঃ
Leonardo DiCaprio, Joseph Gordon-Levitt, Tom Hardy, Marion Cotillard, Cillian Murphy, Ken Watanabe, Dileep Rao, Ellen Page and Michael Caine.

IMDB :
http://www.imdb.com/title/tt1375666/

IMDB Rating : 8.8
My Rating : 9.2

ইনসেপশন এই মুভির নাম শুনেননি এরকম মানুষ কী কেউ আছে ? আশা করি নেই । যদি থাকে তাহলে আমি মুভি দেখা এক্কেবারে বাদ দিয়ে দিবো :/

মুভির কাহিনী ইচ্ছা করলে ৩-৪ লাইনে বলা যায় অথবা একেবারেই বলা যায় না । আসলে এই মুভি নিয়ে কিছু বলতে গেলে তা স্পয়লার হয়ে যাবে । তারপরও বলার জন্য কিছু বলছি ।

কাহিনী সংক্ষেপ : ডমিনিক কোব ( লিওনার্দো ডিক্যাপ্রিও ) একজন অন্যরকম চোর । মানে সাধারন চোরেরা মানুষের বাসা , অফিস কিংবা ব্যাংকে হামলা চালায় আর কব মানুষের স্বপ্নে হামলা চালায় । মানুষের স্বপ্নের মধ্যে গিয়ে নানারকম অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে পারে । একজন জাপানি ব্যবসায়ী সায়টো ( কেন ওয়াটানেব ) কোবকে এমন একটা অফার দেয় যা কোবের পক্ষে ফিরিয়ে দেয়া সম্ভব হয় না । বিনিময়ে সে কারো মন থেকে কোনো তথ্য চায় না , চায় ইনসেপশন । অর্থাত্‍ ভিকটিমের মনে অনেকটা জোর করে একটা ভাবনা বা অনুভূতি ঢুকিয়ে দিতে হবে । এই অসাধ্য সাধন করার জন্য কোব বেছে বেছে একটা টিম গঠন করে । এবার শুরু হবে মিশন ইনসেপশন । কোব এবং তার দল সফল হবে নাকী ব্যর্থ হবে ??? এই অসাধ্য কাজটি সম্পন্ন করার জন্য কোব এবং তার দলের প্ল্যান কি ???

জানতে হলে তাড়াতাড়ি দেখে ফেলুন ইনসেপশন ।

এই মুভির কাস্ট বিশাল । এই মুভিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও , মারিওন কটিলার্ড , জোসেফ গর্ডন লেভিট , টম হার্ডি , এলেন পেজ , কেন ওয়াটানেব , কিলিয়ান মারফি , দিলিপ রাও এবং মাইকেল কেইন ।

লিওনার্দো এই সময়ের অন্যতম সেরা অভিনেতা । খুব বেশি মুভিতে অভিনয় তিনি করেন না । আর যেগুলোতে করেন সেগুলো কেমন হয় তা নিয়ে আর নতুন করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না । লিওনার্দো যেভাবে এই মুভিতে ইমোশনগুলি ফুটিয়ে তুলেছেন , তা না দেখলে আপনি বুঝবেন না । মারিওন তেমন সুযোগ পান নি , যেটুকু পেয়েছেন তা ভালোভাবেই পালন করেছেন । বিশেষ করে তার চরিত্রে একটা বেদনার ভাব খুব ভালোভাবে লক্ষ্য করেছি । এই মুভিতে আর ২ জনের অভিনয় আমার অসম্ভব ভালো লেগেছে । একজন হচ্ছেন টম হার্ডি । তার এক্সপ্রেশনগুলাই যথেষ্ঠ তার অভিনয় প্রতিভা দেখানোর জন্য । আর গর্ডন যে আগামিতে হলিউডে রাজত্ব করতে যাচ্ছে এ ব্যাপারে আমার মনে হয় কোনো সন্দেহ নেই ।

ক্রিস্টোফার নোলান ইনসেপশন বানাতে চাচ্ছিলেন প্রায় দশ বছর আগে থেকে । কিন্তু স্টোরিকে ঠিকমত গুছিয়ে উঠতে পারেন নাই বলে এবং যে পরিমান অর্থ প্রয়োজন তা কোনো প্রডাকশন হাউজ বহন করতে রাজি ছিলো না বলে ব্যাটম্যান সিরিজের প্রতি মনোনিবেশ করেন । ইতিমধ্যে তিনি পরিচালক হিসেবে আরো পরিনিত হয়েছেন । নোলান শুধু এই মুভির পরিচালক নন , স্টোরিও তার নিজের । লেখক হিসেবে ১০ এর মধ্যে ১৫ পাওয়া দরকার তার সম্পূর্ণ ইউনিক এই আইডিয়ার জন্য ।

আমরা আশেপাশে যা দেখছি তাকী সত্যিই আসল নাকি অন্যকিছু ??? এর আগে নোলান মেমেন্টো দিয়ে দর্শকদের একটা ধাক্কা দিয়েছিলেন । তাছাড়া আমার জানামতে এই থিম , ( মানে আমরা যা দেখছি তা বাস্তব কীনা ) নিয়ে দ্য ম্যাট্রিক্স সিরিজ বানানো হয়েছিলো । ম্যাট্রিক্স দেখা হয়নি বলে বলতে পারছি না ইনসেপশন ম্যাট্রিক্সকে ছাড়িয়ে যেতে পেরেছ কীনা । পরিচালক হিসেবে প্রধান অভিনেতাদের কাছ থেকে খুব ভালোভাবেই তাদের সেরাটা বের করে নিতে পেরেছেন নোলান । বিশেষ করে লিওনার্দো আর কটিলার্ডের ইমোশনাল দৃশ্যগুলো সত্যিই আপনাকে ছুয়ে যাবে । মুভির টেকনোলজিকাল দিকগুলোও ছিল এক্কেবারে পারফেক্ট ।

বর্তমানে সিক্যুয়েল , প্রিক্যুয়েল , রিমেক , সিরিজের মুভি দেখতে দেখতে আমরা যখন কিছুটা বিরক্ত ঠিক তখনই নোলান আমাদের অরিজিনাল একটা মাস্টারপিস উপহার দিয়েছেন ।

এটাকে শুধু ফ্যান্টাসি কিংবা সাইন্স ফিকশন বললে ভুল হবে । মুভির প্রধান চরিত্র লিওনার্দো এত বড় ঝুকিঁ নিয়েছিল শুধুমাত্র তার সন্তানদের ফিরে পাওয়ার জন্য এবং তার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য । এইদিক থেকে মুভিতে একটা ইমোশনাল ছাপও আছে ।

আমি জানি অনেকে এই মুভির অনেক বড় ফ্যান । আবার অনেকে বলেন এই মুভির চেয়ে খারাপ মুভি নাকি আর নাই । অনেকে আবার না ভালো লাগলেও মুখ রক্ষার খাতিরে মুভিটির প্রশংসা করেন । আসলে ইনসেপশন মুভিটি তেমন কঠিন কিছু না । বিশেষ করে সায়েন্স ফিকশন লাভারদের কাছে তো এটা ডালভাত । আমি প্রত্যেক কেই মুভিটি ২ বার দেখার জন্য অনুরোধ করব । প্রথমবার দেখার জন্য এবং দ্বিতীয়বার ভালোভাবে বোঝার জন্য ।

আমিও এই পন্থা অবলম্বন করেছি । প্রথমবার মুভিটি সাবটাইটেল ছাড়া শুধুমাত্র দেখার জন্য দেখেছি এবং দ্বিতীয়বার খুব মনোযোগ দিয়ে দেখেছি । ফলে , সবকিছু আমার কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে এবং সত্যি কথা আমার মনে হয় আমার দেখা সেরা সায়েন্স ফিকশন এটাই ।

একটা মুভিকে যে একাধারে মানসম্পন্ন এবং ব্যবসাসফল বানানো যায় তা নোলান আরেকবার প্রমান করলেন ইনসেপশনের মাধ্যমে । মুভিটি IMDb টপ ২৫০ এর মাঝে ১৪ নম্বরে রয়েছে । আশা করি মুভিটি সবাই খুব ভালোভাবে দেখবেন এবং উপভোগ করবেন ।

ডাওনলোড লিংক লাগলে বলবেন। এখানে দিলাম না কারন অনেকেই বলছে আমি এর মাধ্যমে নাকি আমার সাইটের প্রচারনা করব। সেই জন্য।