***আসসালামু আলাইকুম***
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আপনাদের সামনে এমন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি আপনার শখের ইয়ারফোনের সাউন্ড কিছুটা হলে বাড়াতে পারবেন।
যারা বেশি টাকা দিয়ে নানান ব্রান্ডের ইয়ারফোন কিনেন কিন্তু প্রথমদিক থেকে সাউন্ড কোয়ালিটি থাকে অনেক খারাপ। আর ভলিউম সম্পূর্ণ দিলেও সাউন্ড কোয়ালিটি কমই থাকে।
এটাকে বলা হয় ইয়ারফোন বার্নিং। এমনটা নয় যে আপনি আপনার ইয়ারফোনকে পুড়িয়ে দিবেন। এটা আপনার নতুন ইয়ারফোন থেকে নানান ফ্রিকুয়েন্সি + সাউন্ড দিয়ে ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি বৃদ্ধি করে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
.
প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে নিচের অ্যাপটি ডাউনলোড করতে হবে।
প্লে-স্টোর লিংক
.
তারপর ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করুন।
.
এবার আপনার ইয়ারফোনটি প্লাগ ইন করুন। অর্থাৎ ইয়ারফোনটি ফোনের সাথে সংযোগ করুন।
.
এবার আপনার প্রথমে সাউন্ড ভলিউম ৩০-৪০% এ রাখুন। দ্বিতীয়বার থেকে ভলিউম ৫০-৬০% এ রাখবেন। তারপর “Start” এ ক্লিক করুন। স্ক্রিনশট দেখুন…
.
এখন এভাবে সারা রাত ইয়ারফোনটি রেখে দিন।
আপনার ইয়ারফোন কেনার পর তিন দিনের মধ্যে চল্লিশ ঘণ্টা এটা করতে হবে। আমি রাতে করি এবং ফ্রি সময়ে বার্নিং এ দিই। ইয়ারফোন বার্ন হবার সময় ভুলেও তা কানে পড়বেন না। কারণ বার্ন হবার সময় ইয়ারফোন থেকে নানান ফ্রিকুয়েন্সি এবং সাউন্ড বের হয়। যা আপনার কানের জন্য অনেক ক্ষতিকর। আপনার ইয়ারফোনটি অবশ্যই নতুন হতে হবে।
আর এবার উপভোগ করুন আপনার শখের ইয়ারফোনের বেষ্ট কোয়ালিটি সাউন্ড।
.