***আসসালামু আলাইকুম***


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আপনাদের সামনে এমন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি আপনার শখের ইয়ারফোনের সাউন্ড কিছুটা হলে বাড়াতে পারবেন।
যারা বেশি টাকা দিয়ে নানান ব্রান্ডের ইয়ারফোন কিনেন কিন্তু প্রথমদিক থেকে সাউন্ড কোয়ালিটি থাকে অনেক খারাপ। আর ভলিউম সম্পূর্ণ দিলেও সাউন্ড কোয়ালিটি কমই থাকে।
এটাকে বলা হয় ইয়ারফোন বার্নিং। এমনটা নয় যে আপনি আপনার ইয়ারফোনকে পুড়িয়ে দিবেন। এটা আপনার নতুন ইয়ারফোন থেকে নানান ফ্রিকুয়েন্সি + সাউন্ড দিয়ে ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি বৃদ্ধি করে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
.
প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে নিচের অ্যাপটি ডাউনলোড করতে হবে।


প্লে-স্টোর লিংক
ডিরেক্ট ডাউনলোড লিংক

.
তারপর ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করুন।
.
এবার আপনার ইয়ারফোনটি প্লাগ ইন করুন। অর্থাৎ ইয়ারফোনটি ফোনের সাথে সংযোগ করুন।
.
এবার আপনার প্রথমে সাউন্ড ভলিউম ৩০-৪০% এ রাখুন। দ্বিতীয়বার থেকে ভলিউম ৫০-৬০% এ রাখবেন। তারপর “Start” এ ক্লিক করুন। স্ক্রিনশট দেখুন…



.
এখন এভাবে সারা রাত ইয়ারফোনটি রেখে দিন।
আপনার ইয়ারফোন কেনার পর তিন দিনের মধ্যে চল্লিশ ঘণ্টা এটা করতে হবে। আমি রাতে করি এবং ফ্রি সময়ে বার্নিং এ দিই। ইয়ারফোন বার্ন হবার সময় ভুলেও তা কানে পড়বেন না। কারণ বার্ন হবার সময় ইয়ারফোন থেকে নানান ফ্রিকুয়েন্সি এবং সাউন্ড বের হয়। যা আপনার কানের জন্য অনেক ক্ষতিকর। আপনার ইয়ারফোনটি অবশ্যই নতুন হতে হবে।
আর এবার উপভোগ করুন আপনার শখের ইয়ারফোনের বেষ্ট কোয়ালিটি সাউন্ড।
.
আজ এ পর্যন্ত। কোথাও না বুঝলে কমেন্ট এ জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই উত্তর দিবো।

প্রয়োজনে ম্যাসেঞ্জারে আমি

28 thoughts on "[HOT] এবার আপনার শখের হেডফোনের সাউন্ড কোয়ালিটি বাড়িয়ে নিন ভিন্ন এক উপায়ে, হেডফোন বার্নিং করে (বিস্তারিত পোস্টে)"

    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  1. YASIR-YCS Author says:
    হুম। আগে এইরকম শুনিনি। অবাক লাগ্ল।
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      এবার শুনলেন তো? কাউকে তো একদিন এটাকে রিভিউ করতেই হতো। নাহলে সবাই জানবে কি করে?
  2. My_idiea Contributor says:
    এটা কিরাম কিরাম লাগলো ব্র

    আমার ফোন লাভা, আমি কি আইফোনের কাজ করবে এমন বানাতে পারবো,

    ব্যাপার টা এরকম হয়ে গেলো না ।

    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      ভাইয়া, আপনি মনে হয় ব্যাপারটি বুঝে উঠতে পারেননি।
    2. My_idiea Contributor says:
      তাছাড়া আর কি
    3. Razibul Hasan Badhon Author Post Creator says:
      এই পদ্ধতিতে আপনি আপনার ইয়ারফোনের সাউন্ড বৃদ্ধি করতে পারবেন। কারণ এর ফ্রিকুয়েন্সি সাউন্ড কোয়ালিটিকে ক্লিয়ার করে।
  3. MHMahin Contributor says:
    Airphone akdom new but use hoyese 10 din ar moto. Atate ki hobe?
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      হুম, হবে।
    2. MHMahin Contributor says:
      ✌☺
  4. Sobuzbd24 Contributor says:
    ajon kotha batra
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      এটায় আজব কি হলো? না জেনে কথা বলেন কেন?
  5. Razibul Hasan Badhon Author Post Creator says:
    ধন্যবাদ, ভাইয়া।
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      সবাই এ ব্যাপারে জানেনা ভাইয়া।
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  6. Nabil Mahmud Author says:
    onek age techtunes e eta niye post dekhesilam kaj kore kina kokhono try korini.
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      ওহ ভালো। তবে এটি ১০০% কাজ করে। আমার ইয়াফোনেও ট্রাই করেছি। সাউন্ড আগের থেকে উন্নতি হইছে।
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
    2. Md Contributor says:
      এমন ভালো ভালো পোষ্ট নিয়মিতো চাই।
    3. Razibul Hasan Badhon Author Post Creator says:
      আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে উপস্থিত হবো।

Leave a Reply