Be a Trainer! Share your knowledge.
Home » LifeStyle » মানুষের মস্তিষ্ক নিয়ে কিছু অজানা তথ্য, জেনে নিন বিস্তারিত।

মানুষের মস্তিষ্ক নিয়ে কিছু অজানা তথ্য, জেনে নিন বিস্তারিত।

সকলে কেমন আছেন,
আশা রাখি সকলেই ভালো আছেন,

আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা সঠিক ভাবে কাজ না করলে হয়তো আজকের এই পোষ্টা করা সম্ভব হতো না।

আজকের এই পোষ্ট করার কারন অনেকেই আমরা এই বিষয়টা সম্পর্কে জানি না, তাই আজ এই পোষ্টা শেয়ার করা।

আদিযুগ থেকে মানব মস্তিষ্ক মানুষকে বিস্মিত করে চলেছে। বিজ্ঞানী এবং ডাক্তারা মানব মস্তিষ্ক সম্পর্কে জানতে তাদের জীবনের অনেকটা সময় কোন কোন ক্ষেত্রে পুরো সময় পার করে দিয়েছেন।

এটা কোনো বিস্ময়কর ঘটনা নয় যে মানুষ এই অবিশ্বাস্য রহস্যজনক অঙ্গ সম্পর্কে জেনে কোন
আনন্দ লাভ করছে।

মানবদেহে জমা থাকা মোট কোলেস্টেরলের ২৫% জমা থাকে মস্তিষ্কে। মস্তিষ্কের
প্রতিটি কোষের জন্য কোলেস্টেরল একটি
অত্যাবশ্যকীয় উপাদান। পর্যাপ্ত কোলেস্টেরল ছাড়া মস্তিকের কোষ মারা যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে।

এক বছর বয়স হলে মানুষের মস্তিষ্ক যতটুকু
সংকুচিত হয়, টানা ৯০ মিনিট ঘামলে ওই একই
পরিমাণ সংকোচন ঘটে মস্তিষ্কে।

মানুষের মস্তিষ্ক সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নামক একটি তরলের উপর সদা ভাসমান।

সঠিক সংখ্যাটা এখনো জানা যায়নি, তবে
ধারণা করা হয় আমাদের মস্তিষ্কে প্রায় ৮৬
বিলিয়ন কোষ (ব্রেইন সেল) আছে।

এক সেকেন্ডে একটি নিউরন প্রায় ১ হাজারের
মত স্নায়বিক বার্তা পাঠাতে পারে শরীরের অন্যান্য অংশে।

মস্তিষ্কের সকল নিউরন একই রকমের নয়। একটি মস্তিষ্কেই প্রায় ১০ হাজার ভিন্ন ভিন্ন
ধরনের নিউরনের উপস্থিতি দেখতে পাওয়া যায়।

স্বাভাবিক অবস্থায় একটি মস্তিষ্কের ওজন ৩ পাউন্ড বা ১৪০০ গ্রামের কাছাকাছি হয়ে থাকে।

শুনতে অবাক লাগলেও সত্যি, মানবদেহের

সবচেয়ে চর্বি সমৃদ্ধ অঙ্গ হল মানুষের মস্তিষ্ক।

মস্তিষ্কে অনবরত অক্সিজেনের সরবরাহ থাকতে হয়। পাঁচ মিনিটের জন্যও যদি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে করে ব্রেইন সেল মারা যেতে পারে, আর ফলশ্রুতিতে ব্রেইন ড্যামেজ ও হয়ে যেতে পারে।

কখনো কি খেয়াল করে দেখেছেন শিশুদের
মাথার আকৃতি প্রাপ্তবয়স্কদের থেকে তুলনায় বড় হয়ে থাকে কেন?

এর কারন ক্রমবর্ধমান মস্তিষ্ককে জায়গা করে দেয়ার জন্যই শিশুদের মাথার আকৃতি বড় হয়ে
থাকে।

একটি সাধারণ মানবদেহের মস্তিষ্কের ওজন পুরো দেহের ওজনের প্রায় ২% হয়ে থাকে। কিন্তু দেহ যেই পরিমাণ অক্সিজেন বাইরে থেকে গ্রহণ করে, তার প্রায় ২০% শোষণ করে নেয় মস্তিষ্কই।

মস্তিষ্কের ৭৩% জায়গা জুড়ে আছে শুধুই
পানি। কিন্তু মাত্র ২% পানিশূন্যতাই আপনার
মনোযোগ ও স্মৃতিশক্তির উপর বিরূপ প্রভাব
ফেলার জন্য যথেষ্ট।

বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন, গত ১০ থেকে ২০ হাজার বছর সময়ের মধ্যে মানুষের মস্তিষ্কের আকৃতি একটি টেনিস বলের সমান হ্রাস পেয়েছে!

এছাড়াও বিজ্ঞানীরা গবেষণা করে আরও একটি চমৎকার জিনিস আবিষ্কার করেছেন। মানুষের মস্তিষ্কের যে অংশটি স্মৃতিশক্তির সাথে জড়িত, সেই হিপোক্যাম্পাস নাকি অন্যদের তুলনায় লন্ডনের ক্যাবচালকদের মধ্যে একটু বড় থাকে!!! লন্ডনের ২৫ হাজার অলিগলিতে ক্যাব চালাতে হয় বলেই নাকি তাদের হিপোক্যাম্পাস বড় আকৃতির!

২৫ বছর বয়সের আগে মানুষের মস্তিস্ক
পুরোপুরিভাবে বিকশিত হয় না। ২৫ বছরে
পদার্পণ করার পর ওই মানুষের মস্তিষ্ককে বলা
হয় সম্পূর্ণভাবে বিকশিত মস্তিষ্ক।

আপনার মস্তিষ্কে নিয়মিত ১২ থেকে ২৫ ওয়াট
বিদ্যুৎ উৎপন্ন হয়, যা দিয়ে একটি কম পাওয়ারের এলইডি বাতি জ্বালানো সম্ভব!!!

প্রতি মিনিটে ৭৫০-১০০০ মিলিলিটার রক্ত মস্তিষ্কের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই
পরিমাণ রক্ত দিয়ে একটি ওয়াইনের বোতল
কিংবা এক লিটারের সোডার বোতল পূর্ণ
করে ফেলা যাবে।

মস্তিষ্কের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার
জন্য প্রায় ৪০০ মাইল সমপরিমাণ ধমনী রয়েছে!

আপনি মাত্র ১৩ মিলিসেকেন্ডের জন্য কোন

একটি বস্তুর দিকে দৃষ্টি দিয়েছেন, এই ১৩
মিলিসেকেন্ডই আপনার মস্তিষ্কের জন্য যথেষ্ট সেই বস্তুটির একটি ইমেজ তৈরি করে ফেলার জন্য!!! একটি চোখের পলক ফেলতেও এর
চেয়ে বেশি সময় লাগে।

একজন নারীর মস্তিকের চেয়ে একজন পুরুষের
মস্তিষ্ক ১০% বড় হয়ে থাকে। তবে মস্তিষ্কের যে অংশটি স্মৃতিশক্তির সাথে জড়িত, হিপোক্যাম্পাস, সেটি আবার পুরুষের তুলনায়
মহিলাদের বড় হয়ে থাকে।

আইনস্টাইনের মস্তিকের ওজন ছিল ২.৭১ পাউন্ড বা ১২৩০ গ্রাম, একটি স্বাভাবিক
মস্তিষ্কের ওজনের চেয়ে প্রায় ১০% কম ও
ছোট। তবে সাধারণ মস্তিষ্কের চেয়ে আইনস্টাইনের মস্তিষ্কে নিউরনের ঘনত্ব বেশি
ছিল।

মানুষের মস্তিষ্ক কোন ব্যথা অনুভব করতে পারে না, কারণ মস্তিষ্কে ব্যাথা অনুভব করার মত কোন স্নায়ু নেই। এ কারণে রোগীকে সচেতন অবস্থায় রেখেও অনেক সময় ব্রেন সার্জারি করা হয়, এবং রোগী কোন ব্যাথাও অনুভব করেন না।

মানুষের মস্তিষ্কের তথ্য সংগ্রহ করে রাখার
ক্ষমতাকে মোটামুটি আনলিমিটেডই বলা চলে। কম্পিউটারের র্যামের মত এর কোন নির্দিষ্ট সীমা নেই।

আশা করি তথ্য গুলো জেনে অনেকেই অবাক হয়েছেন,,,এই রকম অনেক অবাক করার মতো ঘটনা ঘটে চলেছে আমাদের শরীরের মধ্যে তবে তা অনেকেরই অজানা।

বি:দ্র: পোষ্ট করার সময় কিছু কিছু তথ্য ইন্টারনেট ও বই থেকে নেওয়া হয়েছে, তবে সম্পূর্ন পোষ্ট নিজের দৃষ্টিপট থেকে করা। এছাড়াও বানানে কোন ভূল হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সকলকে পোষ্টি পড়ার জন্য।

7 years ago (Mar 24, 2018)

About Author (78)

Sajib Das
author

"জানার কোন শেষ নেই"

Trickbd Official Telegram

21 responses to “মানুষের মস্তিষ্ক নিয়ে কিছু অজানা তথ্য, জেনে নিন বিস্তারিত।”

  1. Md Oshama Bin Nur Contributor says:

    নাইছ পোষ্ট

  2. Labib Author says:

    ভালো পোষ্ট।

  3. djshakilexe Contributor says:

    Vhai, tahole matha betha hole ki dhore nibo?

  4. মামুন Author says:

    ভালো লাগছে

  5. Kmahbub Contributor says:

    Good post!!

  6. xp Imran Contributor says:

    ভাল…. লাগলো

  7. অনেক কিছু নতুন জানতে পারলাম।ধন্যবাদ ভাই

  8. atikraz Contributor says:

    যদি কারো মাথা ফেটে যায় তাহলে কি তার কোন অনুভুতি হয় না ?

  9. Faisal Ahmed Rifen Author says:

    amr moto pagolder mostishko niye ante chai bhai. kno amdr shorire betha onubhuto hoynh?

Leave a Reply

Switch To Desktop Version