Site icon Trickbd.com

[Anime Top 3] খুব অল্প সময়ে হিট হওয়া ৩ টি এনিমে সিরিজের রিভিউ দেখে নিন.[Anime Series]

Unnamed

এই পোস্ট এনিমে Fan দের জন্য করা। এর বাইরের সকল ভিউয়ার চাইলে পড়তে পারেন নাহয় চলে যান।যারা এনিমে দেখে তারাই কেবল মাত্র এর মজা বুজতে পারে। এর মাধ্যমে বিনোদন+ইংলিশ চর্চা এই দুটোই খুব ভালভাবে হচ্ছে। সাবটাইটেল দিয়ে দেখার মাধ্যমে আপনার ইংরেজি লেভেল কোথা থেকে কোথায় চলে যাবে তা একমাত্র এনিমেখোররা জানে। এখন অনেকে বলতে পারেন মুভি দেখলে সমস্যা কি? এর একমাত্র ভাল আন্সার হতে পারে.. মুভি ১-৩ ঘণ্টার ভেতরে শেষ হয়ে যায়। কিন্তু এনিমে সিরিজ ১-৩ ঘণ্টায় বিনোদন দেয়া শুরু করে। এখন এনিমে দেখা উচিত বলে পোস্ট করিনি। এই পোস্ট হচ্ছে টপ ৩ টি ছোট এনিমে সিরিজ নিয়ে। কেউ যদি এনিমে দেখা শুরু করতে চান তাহলে এগোলো নিয়ে দেখা
শুরু করতে পারবেন।
টপ 3 হিসেবে নিচের ৩টি বেছে নিয়েছি আমি যা হলঃ

  1. One Punch Man
  2. Death Note
  3. Code Geass
তাছাড়াও এক্সট্রা হিসেবে নিচের এনিমে সিরিজ সাজেস্ট করতে পারি তা হলঃ

রিভিউ

One Punch Man


Death Note


Code Geass


এনিমে ফেন রা এই সিরিজ গোলো দেখেছে আশা করি এবং যারা এখনো কোনো এনিমে দেখেননি তারা এগোলো দিয়ে শুরু করতে পারেন। আমার দেয়া বাকি লিস্ট থেকেও যেকোনো এনিমে চাইলে বাছাই করে দেখতে পারেন।সবগোলোই টপ লেভেলের এনিমে। আজ এই পর্যন্ত, ভাল থাকবেন আশা করি
এনিমে ফেন যারা আছেন তারা চাইলে মেসেঞ্জারে এনিমেখোর গ্রুপে জয়েন হতে পারেন। এনিমে নিয়ে আড্ডা,লেটেস্ট নিউজ ইত্যাদি সব সহজেই জানতে পারবেন।
Group Link:Messenger