এই পোস্ট এনিমে Fan দের জন্য করা। এর বাইরের সকল ভিউয়ার চাইলে পড়তে পারেন নাহয় চলে যান।যারা এনিমে দেখে তারাই কেবল মাত্র এর মজা বুজতে পারে। এর মাধ্যমে বিনোদন+ইংলিশ চর্চা এই দুটোই খুব ভালভাবে হচ্ছে। সাবটাইটেল দিয়ে দেখার মাধ্যমে আপনার ইংরেজি লেভেল কোথা থেকে কোথায় চলে যাবে তা একমাত্র এনিমেখোররা জানে। এখন অনেকে বলতে পারেন মুভি দেখলে সমস্যা কি? এর একমাত্র ভাল আন্সার হতে পারে.. মুভি ১-৩ ঘণ্টার ভেতরে শেষ হয়ে যায়। কিন্তু এনিমে সিরিজ ১-৩ ঘণ্টায় বিনোদন দেয়া শুরু করে। এখন এনিমে দেখা উচিত বলে পোস্ট করিনি। এই পোস্ট হচ্ছে টপ ৩ টি ছোট এনিমে সিরিজ নিয়ে। কেউ যদি এনিমে দেখা শুরু করতে চান তাহলে এগোলো নিয়ে দেখা
শুরু করতে পারবেন।
টপ 3 হিসেবে নিচের ৩টি বেছে নিয়েছি আমি যা হলঃ
- One Punch Man
- Death Note
- Code Geass
- No Game No Life
- My Hero Academy
- Black Clover
- Attack On Titan
ইত্যাদি
রিভিউ
One Punch Man
- IMDB Rating:9/10
- Awards:Top Rated TV #30
- First Episode: October 5,2015
- Total Episode: 12(Season 1)+6(OVA)
- Genres:Animation | Action | Comedy | Sci-Fi
- Download Link:OPM
- রিভিউ:অল্প সময়ে সব থেকে জনপ্রিয় হওয়া সিরিজ এটি। এর কাহিনি এমন এক ব্যাক্তি কে নিয়ে করা যে কিনা মাত্র ৩ বছর ট্রেনিং এর মাধ্যমে এমন শক্তি অর্জন করে যা আর কারো সাথে তুলনা করা যায় না। তার মধ্য এমন পাওয়ার চলে আসে সে যা দিয়ে সে তার যে কোনো শত্রু কে One Punch এর মাধ্যমে পরাজিত করতে পারে। তার এমন পাওয়ার চলে আসার কারণে তার মধ্য থেকে Emotion চলে গেছে। তার মধ্য ভয়/খুশি ইত্যাদি কোনো কিছু নেই। কিন্তু আসলে কি মাত্র ৩ বছরের ট্রেনিং কাউকে এমন শক্তিশালী করে তুলতে পারে? একদম আলাদা ধাচের সিরিজ, এমন সিরিজ আর নেই। যারা এনিমে ফেন আছে তারা এনিমের মধ্য একটি জায়গায় আনন্দ পান যখন সিরিজের হিরো সময়ের
সাথে সাথে শক্তিশালী হয়ে উঠে। কিন্তু এখানে হিরো প্রথম থেকেই এমন শক্তিশালী যে আর বলার মত না।এখন একটি প্রশ্ন এইরকম সিরিজ দেখে কি মজা পাবেন? তা একমাত্র তারাই বলতে পারবে যারা এটি দেখেছে। ব্যাপক বিনোদন নিতে সবার এই সিরিজ দেখা উচিত। এ বছর October এর দিকে এর 2nd Season শুরু হতে পারে। একমাত্র এর ফেন রাই অপেক্ষা করবে এর জন্য। জাপানের সব চেয়ে সুপার হিট সিরিজ এটি।
Death Note
- IMDB Rating:9/10
- Awards: 2 Wins
- First Episode:October 3,2006
- Total Episode: 37
- Genres:Animation|Mystery|Supernatural|Thriller
- Download Link:Death Note
- রিভিউ: যারা এনিমে সিরিজ শুরু করতে চান তারা এই সিরিজ দিয়ে শুরু করতে পারেন। এনিমে জগতের অন্যতম এক সিরিজ এটি। এমন কোনো এনিমে ফেন পাওয়া যাবে না যেকিনা এই সিরিজ দেখেনি কিংবা এই সিরিজ পছন্দ করে না এই সিরিজ কে পছন্দ করার জন্য শুধুমাত্র এর প্রথম এপিসোড দেখলেই হবে। এই সিরিজটি খুবই জটিল কাহিনি নিতে তৈরি করা।একজন Hischool এ পড়া ছাত্র একদিন একটু Notebook কুড়িয়ে পায় যেখানে লেখা Death Note. নোট এর ভেতরে লেখা আছে এই নোট এ যার নাম লেখা হবে সে কিছুক্ষণের মধ্যই মারা যাবে। প্রথমে সে একে মজা হিসেবে নেয়, পরে সে তা ট্রাই করে দেখতে চায় কিন্তু সে ভাবে যদি সত্যি সত্যি কেউ মারা যায় তবে কি হবে। তখন টিভিতে লাইবে দেখা এক ক্রিমিনাল এর নাম সে নোটবুকে লিখে ফেলে এবং হাসতে থাকে নিজের পাগলামী দেখে। কিন্তু কিছুক্ষণ পরে লাইভে তার মৃত্তু দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এর পর থেকে সে অই নোটবোক ব্যবহার করে দেশ থেকে ক্রিমিনাল গোলজে
দুর করতে থাকে। কিন্তু আইনের চোখে সে নিজেই ক্রিমিনাল হয়ে পরে। এবং তাকে থামাতে চলে আসে এক চরম বুদ্ধিমান ডিটেক্টিভ। চোর-পুলিশের খেলার মত তাদের এই চরম উত্তেজনা
সৃষ্টিকারী খেলা প্রতিটি এপিসোড কে আনন্দময় করে তুলে।মাত্র ৩৭ এপিসোড হলেও এই সিরিজ দেখে আপনার মনে হবে আমি কি দেখলাম। এই সিরিজ দেখার পর সবার মনে একটাই প্রশ্ন জাগে তার মত যদি কোন নোটবুক আমি পাই,তাহলে আমি কি করব?
Code Geass
- IMDB Rating:8.7/10
- Awards: 4 wins
- First Episode:October 5,2006
- Total Episode: 25
- Genres:Animation|Mystery|Supernatural|Thriller
- Download Link:Code Geass
- রিভিউ:এই সিরিজ কে তুলনা করতে চাইলে প্রথমে যে সিরিজ এর নাম মাথায় আসবে তা হল Death Note.সিরিজ দুটো প্রায় দেখতে একই রকম মনে হলেও এর কাহিনি ভিন্য কিন্তু একই ধাচের। তাই বলে মজা পাবেন না এমন হতে পারে না। Death Note এর মত এই সিরিজের হিরো/ভিলেইন যাই বলেন এক ধরণের পাওয়ার পায়। এখানে হিরো অথবা ভিলেইন এর পাওয়ার হচ্ছে সে যে কাউকে হিপ্নোটাইস করে ফেলতে পারবে এবং তাকে দিয়ে ইচ্ছে মত কাজ করিয়ে নিতে পারবে।শুনতে কিছুটা Death Note এর মতই লাগে। ব্রিটানিয়ান এবং জাপানীদের মধ্য হওয়া যুদ্ধের কাহিনি নিয়ে এই সিরিজ তৈরি করা। এই সিরিজের হিরো এক ব্রিটানিয়ান প্রিন্স যার মাকে হত্যা করার পরে তার বোন অন্ধ হয়ে যায় এবং তার বাবার সাথে জগড়া দিয়ে সে বাড়ি ছেড়ে চলে আসে। সে তার বাবাকে মায়ের মৃতুর জন্য দায়ী করে। এই সিরিজে ব্রিটানিয়ান দের কে দেখানো হয় জাপানীদের বিরুদ্ধে অত্যাচার করতে। এখানে তাদের কে 11
বলা হয়। দেশের এই বিশৃংখলা দেখে সিরিজের হিরো খুবই কষ্ট পায়। এবং সে এর সমাধান চাই। ঘটনাচক্রে সে তার পাওয়ার পায় এবং তার দেশকে এবং ১১ দেরকে সকল প্রকার অত্যাচার থেকে মুক্তি দিতে প্রতিশ্রুতি নেই।সিরিজে হিরোর বুদ্ধি এবং সিরিজের কাহিনি দেখে আপনি চমকে যাবেন যেমন্টা হবে Death Note দেখার সময়। বিভিন্য নিউজ থেকে জানা গেছে এই সিরিজ বর্তমানে আবারো চালু হতে পারে।
এনিমে ফেন রা এই সিরিজ গোলো দেখেছে আশা করি এবং যারা এখনো কোনো এনিমে দেখেননি তারা এগোলো দিয়ে শুরু করতে পারেন। আমার দেয়া বাকি লিস্ট থেকেও যেকোনো এনিমে চাইলে বাছাই করে দেখতে পারেন।সবগোলোই টপ লেভেলের এনিমে। আজ এই পর্যন্ত, ভাল থাকবেন আশা করি
এনিমে ফেন যারা আছেন তারা চাইলে মেসেঞ্জারে এনিমেখোর গ্রুপে জয়েন হতে পারেন। এনিমে নিয়ে আড্ডা,লেটেস্ট নিউজ ইত্যাদি সব সহজেই জানতে পারবেন।
Group Link:Messenger
Attack On Titan Season 3 Er Jonno Wait Korchi.?