বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম,
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তা হলো মাত্র ১টি অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই যেকোনো ছবি DSLR এর মত blur করবেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ,ব্যাকগ্ৰাউন্ড ইরেজ, চুলের রং পরিবর্তন, চেহারার রং পরিবর্তন করবেন।
আমরা DSLR এর মত blur করার জন্য নির্দিষ্ট app ব্যবহার করি আবার background পরিবর্তন করতে অন্য আরেকটি app ব্যবহার করে থাকি।
আর আজকে আমরা মাত্র ১ ক্লিকেই background আলাদা করে যেকোনো ব্যাকগ্ৰাউন্ড যুক্ত করতে পারব।
সেজন্য প্লে স্টোরে গিয়ে আমাদের একটি app ডাউনলোড করতে হবে।
app টি হলো Teleport-photo editor
অথবা এখানে সরাসরি playstore লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করে ওপেন করে নিচের ক্যামেরা অথবা গ্যালারি থেকে ছবি বেছে নিন।
ছবি বেছে নিয়ে টিক অপশনে ক্লিক করুন।
এখন ছবি DSLR এর মত ব্যাকগ্ৰাউন্ড ঝাঁপসা করার জন্য background blur অপশনে গিয়ে ইচ্ছা মত ব্লার করে নিন।
এখন save করতে চাইলে save আইকনে ক্লিক করে সেভ করে নিন।
অথবা একসাথে background পরিবর্তন করতে custom background এ যান।
এখন নিচে থেকে আপনার ইচ্ছা মত ব্যাকগ্ৰাউন্ড ছবি বসিয়ে দিন।
এছাড়া ও আবার background auto পরিবর্তন করতে Background অপশনে গিয়ে background বসান।
ব্যাস background পরিবর্তন হয়েগেলো।
আবার এই app থেকে সহজেই চেহারার, চুলের রং পরিবর্তন করতে পারবেন।
নিচের দেখানো মতো:
ভিন্ন ভিন্ন চুলের রং এ college ও তৈরি করতে পারেন যার এক একটিতে একেক রং যেমন:
আর সবধরণের ছবি Save করতে নিচের দেখানো আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
আজ এ পর্যন্তই । পোস্ট এ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পোস্ট এ বুঝতে না পারলে ভিডিও টি দেখতে পারেন।
আর যদি পোস্ট টি ভালো লেগে থাকে তাহলে সমস্ত ক্রেডিট Trickbd কে দিবেন ।
খোদা হাফেজ।