Site icon Trickbd.com

২০% ডিসকাউন্টে ঘরে বসে Avengers EndGame 3D এর টিকেট নিন

Avengers এর মুভি মানেই অন্যরকম ফ্যান দের অন্যরকম হাইপ।

এই হাইপ এর জন্য মুভির টিকেট নিতে মোটামোটি উসাইনবোল্ট এবং জন সিনা এই দুইজনের ই প্রতিভার প্রয়োজন পরে।

যাদের এই ধরনের প্রতিভা নাই, তাদের জন্য ও টিকেট এর ব্যবস্থা রয়েছে। সে জন্য আপনাকে বিল গেটস হওয়া লাগবে, এক গ্রুপে দেখলাম ৪৫০ টাকার টিকেট ২০০০ টাকা করে বিক্রি করতেছে মানুষজন।

 

আজকে আপনাকে যে সলুশ্যন দিবো এতে আপনার উসাইন বোল্ট, জন সিনা অথবা বিল গেটস এর মতো হওয়া লাগবে না টিকেট কেনার জন্য, ঘরে বসেই রাজার হালে ২০% ডিসকাউন্ট এ পাবেন Avengers End Game 3D এর টিকেট।

তবু ও আপনার কিছু ব্যসিক জিনিষ থাকা লাগবে।

১। বিকাশ একাউন্ট

২। স্মার্ট ফোন

৩। ধৈর্য

আপনার ফোনে যদি বিকাশ অ্যাপ টি ইন্সটল করা না থাকে তবে প্রথমেই নিচের লিংকে ক্লিক করে সাইন আপ করে বিকাশ অ্যাপ টি ইন্সটল করে নিন

Signup and Install Bkash App

বিকাশ অ্যাপ ইন্সটল করা থাকলে সরাসরি অ্যাপ এ চলে যান।

প্রথমেই বিকাশ এ যতোগুলো টিকেট নিবেন ততো পরিমাণ টাকা রাখুন, টিকেট এর প্রাইজ হল এবং সিট অনুযায়ী কম বেশী হয়। তবে বেশীর ভাগ হলেই ৪৫০-৫০০ টাকার মধ্যে টিকেট পেয়ে যাবেন (যার উপর বিকাশ এর ২০% ক্যাশব্যাক রয়েছে)

অ্যাপটি চালু করার পর ই দেখতে পাবেন নিচের দিকে “মুভি টিকেট” নামক একটি অপশন আছে সেটিতে প্রবেশ করুন

Buy movies ticket from bKash

তারপর থিয়েটার লিষ্ট থেকে BLOCKBUSTER Cinemas select করুন

Buy movies ticket from bKash

ভিতরে প্রবেশ করার পর মুভি লিস্ট থেকে “Avengers End Game 3d(3D)” বাছাই করুন

Buy movies ticket from bKash

তারপর আপনার কাঙ্ক্ষিত সময়, হল সবকিছু ঠিক করে  “Pay Now” এ ট্যাপ করুন, তারপর আপনার বিকাশ নম্বর এ একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, ভেরিফিকেশন কোড এবং পিন দিয়ে টাকা পে করে সাথে সাথে টিকেট এর সাথে ২০% ক্যাশব্যাক লুফে নিন (একটি বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন)

Buy movies ticket from bKash

মূলত আপনার ধৈর্য এর পরীক্ষা এখান থেকেই শুরু, সার্ভার ব্যস্ত থাকলে বার বার “An error occoured, Please try again ” এই টাইপ ইরোর খেতে পারেন, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে কয়েকবারের মাঝেই টিকেট এর জন্য পে করতে পারবেন ।

 

আজকে এই পর্যন্তই, াআপনার মুভিখোর বন্ধুদের সাথে পোষ্ট টি শেয়ার করে তাদের জীবন টা াআরেক্টু সহজ করে দিতে ভুলবেন না 😉