Avengers এর মুভি মানেই অন্যরকম ফ্যান দের অন্যরকম হাইপ।

এই হাইপ এর জন্য মুভির টিকেট নিতে মোটামোটি উসাইনবোল্ট এবং জন সিনা এই দুইজনের ই প্রতিভার প্রয়োজন পরে।

যাদের এই ধরনের প্রতিভা নাই, তাদের জন্য ও টিকেট এর ব্যবস্থা রয়েছে। সে জন্য আপনাকে বিল গেটস হওয়া লাগবে, এক গ্রুপে দেখলাম ৪৫০ টাকার টিকেট ২০০০ টাকা করে বিক্রি করতেছে মানুষজন।

 

আজকে আপনাকে যে সলুশ্যন দিবো এতে আপনার উসাইন বোল্ট, জন সিনা অথবা বিল গেটস এর মতো হওয়া লাগবে না টিকেট কেনার জন্য, ঘরে বসেই রাজার হালে ২০% ডিসকাউন্ট এ পাবেন Avengers End Game 3D এর টিকেট।

তবু ও আপনার কিছু ব্যসিক জিনিষ থাকা লাগবে।

১। বিকাশ একাউন্ট

২। স্মার্ট ফোন

৩। ধৈর্য

আপনার ফোনে যদি বিকাশ অ্যাপ টি ইন্সটল করা না থাকে তবে প্রথমেই নিচের লিংকে ক্লিক করে সাইন আপ করে বিকাশ অ্যাপ টি ইন্সটল করে নিন

Signup and Install Bkash App

বিকাশ অ্যাপ ইন্সটল করা থাকলে সরাসরি অ্যাপ এ চলে যান।

প্রথমেই বিকাশ এ যতোগুলো টিকেট নিবেন ততো পরিমাণ টাকা রাখুন, টিকেট এর প্রাইজ হল এবং সিট অনুযায়ী কম বেশী হয়। তবে বেশীর ভাগ হলেই ৪৫০-৫০০ টাকার মধ্যে টিকেট পেয়ে যাবেন (যার উপর বিকাশ এর ২০% ক্যাশব্যাক রয়েছে)

অ্যাপটি চালু করার পর ই দেখতে পাবেন নিচের দিকে “মুভি টিকেট” নামক একটি অপশন আছে সেটিতে প্রবেশ করুন

Buy movies ticket from bKash

তারপর থিয়েটার লিষ্ট থেকে BLOCKBUSTER Cinemas select করুন

Buy movies ticket from bKash

ভিতরে প্রবেশ করার পর মুভি লিস্ট থেকে “Avengers End Game 3d(3D)” বাছাই করুন

Buy movies ticket from bKash

তারপর আপনার কাঙ্ক্ষিত সময়, হল সবকিছু ঠিক করে  “Pay Now” এ ট্যাপ করুন, তারপর আপনার বিকাশ নম্বর এ একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, ভেরিফিকেশন কোড এবং পিন দিয়ে টাকা পে করে সাথে সাথে টিকেট এর সাথে ২০% ক্যাশব্যাক লুফে নিন (একটি বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন)

Buy movies ticket from bKash

মূলত আপনার ধৈর্য এর পরীক্ষা এখান থেকেই শুরু, সার্ভার ব্যস্ত থাকলে বার বার “An error occoured, Please try again ” এই টাইপ ইরোর খেতে পারেন, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে কয়েকবারের মাঝেই টিকেট এর জন্য পে করতে পারবেন ।

 

আজকে এই পর্যন্তই, াআপনার মুভিখোর বন্ধুদের সাথে পোষ্ট টি শেয়ার করে তাদের জীবন টা াআরেক্টু সহজ করে দিতে ভুলবেন না 😉

25 thoughts on "২০% ডিসকাউন্টে ঘরে বসে Avengers EndGame 3D এর টিকেট নিন"

  1. Avatar photo Abdus Sobhan Author says:
    Ata Kon Kon Division a Avilable??
  2. Avatar photo JIBON HASAN Author says:
    Just Osam Post Vai
  3. Astar Author says:
    @Rana vai

    প্লিজ, আমার পোস্টগুলো রিভিউ করুন & আমাকে অথর করুন। প্রায় ১ মাস আগে ট্রেইনার রিকুয়েস্ট দিয়েছি। সাপোর্ট টিমকে মেইলও করেছিৃ। আর যদি অথর না করা হয়, প্লিজ একটা রিপলাই দিয়েন।

  4. sonnasi Subscriber says:
    dhorjo dhoira asi… r koydin jak tarpor torrent thekei namiye dkhbo ?
  5. sonnasi Subscriber says:
    dhorjo dhoira asi… r koydin jak tarpor torrent thekei namiye dkhbo ?
    1. Avatar photo Jem Subscriber says:
      link ta diyen
  6. oppu raj Contributor says:
    Vaiya please amar post review korun ami sure 100% valo lagbe amar post gula 2 ta post ache plz ektu dekhunn onek din hoye geche post korechi vaiya ami pry 2 bocor dhore aci apnader sathe r thakbona jodhi author na koren request roilo vaiya ek bar sudhu dekhun amar post email korechi tao kuno reply nei vaiya
  7. Avatar photo Huzaipha12 Contributor says:
    আচ্ছা ভাইয়া টিকেট না হয় কিনলাম, কিন্তু হল এ যাওয়ার পর টিকেট কি মোবিল থেকে দেখাবো? আর কোন হল এ এর টিকেট সেটা কি বাছাই কর যায়
  8. Avatar photo AZAD AHMED Contributor says:
    ভাইজান,আমি টিউনার রিকুয়েস্ট করেছি।প্লিজ চেক করে দেখে সম্ভব হতে আমাকে টিউনার এড দিন।
  9. Avatar photo blackhat Contributor says:
    টরেন্টে আজকের এই মুভি দেখা শেষ ???
  10. Avatar photo Abdus Sobhan Author says:
    Please Review My Posts Also…
  11. Avatar photo rex boy Contributor says:
    Rana bro, trickbd apps kaj korchr na. apnader apps…thik korun.
  12. Avatar photo Nazmul Islam Contributor says:
    bro. Please review my post
  13. Avatar photo hamim007 Contributor says:
    vaiya ami ekthi post korechilam movie review nie post thi korthe amar onek kostho hoechilo kinthu amar post ti akhono pending e pls post ti approve korun
  14. Avatar photo Rasel Tips Contributor says:
    রানা ভাই আমাকে অথর করেন
  15. Avatar photo Rasel Tips Contributor says:
    রানা ভাই আমি বড় কমেন্ট করতে পারছি না
  16. Avatar photo Rasel Tips Contributor says:
    বড় কমেন্ট করলে কমেন্ট পাবলিশ হচ্ছে না
  17. Sadikur R. Mejan Sadikur Rahman Author says:
    আমি ছাদিকুর রহমান।
    ভাই আমি বর্তমানে ট্রিকবিডির কন্ট্রিবিউটার।
    আমি ট্রেইনার হওয়ার জন্য ট্রিকবিডির আপনাদের সাইট এ অনেক দিন এ মোট মানসম্মত ৯টা পোস্ট করেছি।
    ১দিন আগে আমি ট্রেইনার রিকুয়েষ্ট করেছি আবার মেইল ও করেছি, তবে এখনো আমাকে কিছু বলা হয় নি।
    দয়া করে আমাকে একটু মেইলে বলে দেন যে, আমার পোস্ট গুলো যদি খারাপ হয় তাহলে বলেন আমি আরো পোস্ট করব তবুও, ট্রিকবিডির ট্রেইনার হবো।
    আর পোস্ট গুলো ভালো হলে আমাকে ট্রেইনার করে ট্রিকবিডিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিন।
    দয়াকরে আপনারা আমাকে আপনাদের সাইট এর আউথর করে নিন।
    আমার ইউজার নাম্মঃ https://trickbd.com/author/sadikurrahman

    ধন্যবাদ!

  18. Avatar photo Sojib Contributor says:
    Rana vai ami 11 post nije korlam but apnara amake trainer to durer kotha post approve korlen na kno ar ami je post korci tate amar mote keo bolte parbe na j post ar man vlo hoy nai…
  19. Avatar photo Md. Sujon Mia Contributor says:
    Rana viya,,,,, ami 5 ta post kire trainer request koresi. 2 mas holo kono respons paini. Supoort e mail koresi, taw respons pai ni. Official youtube e comment kiresi taw resoons paini. Ajkew ekta post korlam. Aoni plz dekhun.
  20. Avatar photo Md. Sujon Mia Contributor says:
    Vi amader jonno kono podokkhep nen, trainer request koresi 4 month age. ,mail koresi 3 mas age. kono respos nai. 5 tar beshi post kora ace. aouthor na hote pari, post review er jonno waite korte korte buro hoiya gelam.

Leave a Reply