পোষ্টের শুরুতেই এডমিন এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন এই পোষ্ট টি কোন টিপস বা ট্রিক এর না তাই। আসলে গতকাল ভিডিও টি দেখে খুব ভালো লাগলো তাই শেয়ার করা। আশা করি আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে।
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্ত খুলনার বিল্লাল। বিখ্যাত সব পপ গানের সাথে খুলনার রেল গেটের সামনে মাইকেল জ্যাকসনকে অনুকরন করে নাচ দেখান তিনি। তার চুল পোশাক অনেকটা মাইকেল জ্যাকসনের মতই। তার নাচের ভাঙ্গী যেন সবারই নজর কাড়ে। শুধু নাচ দেখানোই তার কাজ নয়। সেই নাজের ফাকে তিনি বিক্রি করেন ঘটি গরম চানাচুর।
দুপুরের পরে তার নাচ দেখতে ও চানাচুর খেতে ভীর জমায় শত শত মানুষ । নাচের তালে বেস ছন্দ নিয়ে তিনি সবার জন্য চানাচুর পরিবেশন করেন। এভাবে তিনি নাচ দেখিয়ে চানাচুর বিক্রি করে দিনে তার লাভ হয় পাচ শত টাকা।
এই মানুষটাকে চানাচুরওলা বলতে আমার নিজেরই সংকোচ হচ্ছে! অসাধারন একটি ভিডিও। ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করবেন। চানাচুরওলা নয়, তিনিও একজন শিল্পী।
ভিডিও দেখুন নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd.Com এর সাথেই থাকুন।
You must be logged in to post a comment.
বাংলাদেশে প্রতিভার কোন দাম নাইরে ভাই।
যে খানে প্রতিভার দাম নাই সেইখানে প্রতিভাকে মুল্যবান করতে পারাও একটা প্রতিভা।
কি আর বলব :'( But tnx Adnan. Bro এত সুন্দর একটা জিনিস ডেখানোর জন্ন।
Sry দেখানোর জন্ন
ধন্যবাদ সবাইকে।
Right… Bangladesh is very harmful country…
আসলেই প্রতিভার কোন দাম নাই । তা নাহলে কিশোর আলোর লেখা এখানে আসত না । বিশ্বাস না হলে এই মাসের কিশোর আলোর ১১ নং পেইজটা দেখুন । কিশোর আলো ম্যাগাজিনটি পাবেন আপনার নিকটস্থ লাইব্রেরিতে ।