Site icon Trickbd.com

রাতে ইন্টারনেট নিষিদ্ধ ঘোষণা

Unnamed

দক্ষিণ কোরিয়ায়
বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক
হলগুলোতে রাতে ইন্টারনেট
ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা
জারি করেছে কর্তৃপক্ষ। রাত ১টা
থেকে ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট
ব্যবহারে এই নিষেধাজ্ঞা জারি

করা হয়। কিছু বিশ্ববিদ্যালয়ে গেম
খেলার সাইটের ওপর বিশেষ
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, রাতে অনলাইনে বড্ড
বেশি সময় নষ্ট করে ছেলেমেয়েরা,
আর তাতে দরকারি ঘুম নষ্ট হয়। আর গেম
খেলে তারা শুধু শুধু সময় নষ্ট করে,
অন্যদেরও যন্ত্রণার কারণ তারা।
এসব বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা।
তবে ছাত্ররা উল্টো বলছে, ক্লাসের
পড়াশোনার জন্য গবেষণা করতেই
বরং তারা ইন্টারনেট ব্যবহার করে।
সূত্র : বিবিসি

Sponsed : TUNERWEB.TK