দক্ষিণ কোরিয়ায়
বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক
হলগুলোতে রাতে ইন্টারনেট
ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা
জারি করেছে কর্তৃপক্ষ। রাত ১টা
থেকে ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট
ব্যবহারে এই নিষেধাজ্ঞা জারি

করা হয়। কিছু বিশ্ববিদ্যালয়ে গেম
খেলার সাইটের ওপর বিশেষ
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, রাতে অনলাইনে বড্ড
বেশি সময় নষ্ট করে ছেলেমেয়েরা,
আর তাতে দরকারি ঘুম নষ্ট হয়। আর গেম
খেলে তারা শুধু শুধু সময় নষ্ট করে,
অন্যদেরও যন্ত্রণার কারণ তারা।
এসব বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা।
তবে ছাত্ররা উল্টো বলছে, ক্লাসের
পড়াশোনার জন্য গবেষণা করতেই
বরং তারা ইন্টারনেট ব্যবহার করে।
সূত্র : বিবিসি

Sponsed : TUNERWEB.TK

3 thoughts on "রাতে ইন্টারনেট নিষিদ্ধ ঘোষণা"

  1. hmakash Author says:
    হুম ভাল উদ্যোগ।
  2. Masud Rana Contributor says:
    [size=18pt]Bigger Text[/size] – Bigger Text
  3. Masud Rana Contributor says:
    [/size=18pt]Bigger Text[/size] – Bigger Text

Leave a Reply