Site icon Trickbd.com

[পর্ব ৪] ডাউনলোড করে নিন Loki Series এর সিজন ১ এর চতুর্থ এপিসোড হিন্দি ডাবিং সহ! (সদ্য মুক্তিপ্রাপ্ত) ? সাথে Krack (2021) মুভির নতুন ও আরো উন্নত হিন্দি ডাবিং লিংক! ⚡️

আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

এখন আপনাদের জন্য নিয়ে এসেছি সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ Loki এর সিজন ১ এর তৃতীয় এপিসোডের  লিংক (হিন্দি ডাবিং সহ) ও আমার হালকা রিভিউ। যারা আগের এপিসোড গুলো দেখেন নি তাদের জন্যঃ  Episode 1 Link       Episode 2 Link       Episode 3 Link

Loki(2021)

Genre: Sci-fi

Imdb: 8.9/10

Google: 95% liked this web series

 

 

 

চতুর্থ এপিসোডে টাইম ভ্যারিয়েন্স অথোরিটি (TVA) এর গোপন রহস্য ফাঁস হয়ে যায়।

যেভাবে শুরু আর শেষ করছে একেকটা এপিসোড, লোকি নিঃসন্দেহে কমিকবুক সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট হওয়ার পথে। এখন শুধু ভাবছি কখন আসবে পরের এপিসোড!

গত পর্বে আমরা দেখেছি লকির মেয়ে ভ্যারিয়েন্টের মাধ্যমে লকি অনেক অজানা তথ্য জানতে পারে। তারা যে নতুন গ্রহে যায় সেটা ধ্বংস হওয়া শুরু করে। সেখানেই গত পর্বের সমাপ্তি ঘটে।

 

 

 

এই পর্বে তাদের পুনরায় TVA (The Time Variance Authority) তাদের কে ওই গ্রহ থেকে নিয়ে গিয়ে গ্রেফতার করে। অন্যদিকে TVA এর অন্যতম কর্মকর্তা MOBIUS লকির মাধ্যমে ও কিছু প্রমাণ দেখে জানতে পারে যে সেও আসলে একজন ভ্যারিয়েন্ট! সে তার আগের লাইফ সম্বন্ধে জানতে পারে কিছুটা। এরপর কি হবে? TVA এর সমস্ত রহস্য কি বের করতে পারবে লকি?   জানতে হলে দেখে ফেলুন এপিসোড ৪ !

এই TVA নিয়ে অনেক কাহিনী আসছে সামনে, যা দেখলে অবাক হওয়া ছাড়া উপায় নেই। প্রতিটি মূহুর্তে থ্রিলার, সাসপেন্স। সাথে বোরিংনেস দূর করতে আছে হালকা কিছু কমেডি ও।

 

 

একটা অন্যরকম সাসপেন্স ও টান টান উত্তেজনা রাখা হয়েছে এই এপিসোডে। মার্ভেলের মুভি লাভারদের জন্য আমি বলবো এটা মাস্ট ওয়াচ। অভিনয়ের ক্ষেত্রে সবাই দিয়েছেন নিজেদের সেরা পারফরম্যান্স। আর ভি এফ এক্স এর কথা তো বললামই না।মার্ভেল আর ডিজনি এর ভি এফ এক্স কেমন হয় তা তো সবারই জানা।

আরেকটা কথা দিয়ে রিভিউ শেষ করতে চাই। Loki Falls in love with Sylvie!

আর দেরি না করে দেখে ফেলুন। আর আগের এপিসোড গুলো না দেখে থাকলে আমার উপরে লিংক দেয়া আছে আগের এপিসোডের। সেখান থেকে দেখে ফেলুন।

 

 

Download Links (Dual Audio)

480p (160 MB)Direct Download Link        Server 2

720p (218 MB): Direct Download Link         Server 2

720p (430 MB): Direct Download Link        Server 2

1080p (470 MB): Direct Download Link

1080p (850 MB): Direct Download Link      Server 2

1080p (2.2 GB): Direct Download Link        Server 2

4K (7.3 GB) :  Direct Download Link            Server 2

[Download Link Credits: Mlwbd, Hubdrive]

 

আগামী এপিসোড ৭ তারিখ বুধবার আসবে।

 

Krack (2021) Full New Hindi Dubbing (Version 2) Link

 

 

কয়েকদিন আগে রাভি তেজা ও শ্রুতি হাসান অভিনীত ক্র্যাক মুভির যে হিন্দি ডাবিং রিলিজ হয়েছিল সেটায় রাভি তেজার ডাবিং টা খাপছাড়া ছিলো। অনেকের কাছেই পছন্দ হয়নি । তাই জি সিনেমা চ্যানেলটি নতুনভাবে উদ্যোগ নিয়ে মুভিটির ডাবিং প্রিমিয়ার করে এবং এই নতুন ডাবিং এ রাভি তেজার ভয়েস টা অসধারণ হয়েছে। সাধারণত প্রতিবার যিনি রাভি তেজার ডাবিং করেন (নাম অমর বাবারিয়া) তিনিই এবার নতুন ভাবে জি সিনেমার উদ্যোগে ডাবিং করেছেন। তাই যারা দেখেন নি তাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে এই নতুন ডাবিং এ মুভিটি উপভোগ করার জন্য।

মুভি রিভিউঃ এখানে ক্লিক করে দেখে নিন

 

Krack (2021) Movie New Hindi Dubbing (Version 2) Download Links [Dual Audio]

480p (550 MB):  Direct Download Link         Server 2

720p (840 MB):  Direct Download Link         Server 2

720p (1.6 GB) :    Direct Download Link          Server 2

1080p (3.3 GB):   Direct Download Link       Server 2

 

ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন।কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা  এই লিংকে  ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না।

[Download Link Credits: Mlwbd, Hubdrive]

 

মজার মজার Memes ও পোস্ট পেতে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপেঃ হাসির পাঠশালা

 

আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।