আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।
অনেকেই redotpay নতুন অ্যাকাউন্ট করার পরও 4$ ডলার দিয়ে কার্ড নিতে পারছেন না। কারণ নিজের একাউন্টে একটি ইনভাইটেশন লাগবে। যখন আপনারা কার্ড নিতে যাচ্ছেন । ঠিক তখন আপনাদের নিচের স্ক্রিনশটের মতন দেখাচ্ছে।

তো আজকের পোস্টের দেখাবো এই একটি ইনভাইটেশন কিভাবে নিতে পারবেন। এবং সফলভাবে চার ডলারে কাটতে নিতে পারবে।
আর যারা আমার রেফারে একাউন্ট করে কার্ড নিতে যাবেন। তারা চার ডলার ৪০০ টাকায় পাবেন। কারণ এই মুহূর্তে Redotpay থেকে আমি একটি বিশেষ ছাড় পেয়েছি। তাই যারা কার্ড নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবে টেলিগ্রাম ও ফেসবুকে।
যারা নতুন তারা যেভাবে কার্ড নিবেন
ও যেভাবে একাউন্ট করবেন নিচে দুটি লিংক দেওয়া হল:

চার ডলারের কার্ড নেওয়ার নিয়ম : 11.11 সেলে Redotpay Visa কার্ড ৬০% ছাড় নিন ৪ ডলারে। এই কার্ড দিয়ে Facebook boost করা যায়।

একাউন্ট খুলাও ভেরিফাই করার নিয়ম: এখান থেকে আমার রেফার একাউন্ট  করুন

১. চলুন তাহলে পোস্টটি শুরু করা যাক। প্রথমে Redotpay এপ্সে ঢুকে। ঠিক আমার দেখানো স্থানে প্রবেশ করুন।

২. এবার নিচে দেখানো Invite অপশনে প্রবেশ করুন:

৩. এখান থেকে ইনভাইটেশন লিংকটি কপি করুন। আমার দেখানো স্থান থেকে:

৪. এখন এই লিংকটি আপনার পছন্দের যেকোনো ব্রাউজার দিয়ে ঢোকার চেষ্টা করুন:

৫. ঢোকার পর ঠিক নিচের মতন একটা অপশন আসবে। যেখানে আপনাকে একটি ইমেইল দিতে বলবে।

৬. এখানে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের ইমেইল দিতে পারেন। অথবা আমার মতন এই ট্রিকস ফলো করতে পারেন। প্রথমে গুগল সার্চ করুন temp mail লিখে। তাহলে নিচের মতন একটু ওয়েবসাইট পাবেন।

৭. ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে ইমেইলটি কপি করুন:

৮. এবার কপি করা ইমেইলটি এখানে বসান , আর get now code ক্লিক করুন। তাহলে একটি কোড আপনার ইমেইলে পাবেন

৯. দেখুন ঠিক এমন একটি মিল আসবে এর ভিতর প্রবেশ করে কোডটি কপি করুন।

১০. এবার আগের পেজে ফিরে এসে কোড টি বসান
এবং get 5$ এ ক্লিক করুন। দেখুন আপনার একটি ইনভাইটেশন কমপ্লিট হয়ে গিয়েছে।

ঠিক এইভাবে খুব সহজেই ইনভাইট টি নিতে পারবেন এবং ৪ ডলের কার্ডটি সহজে নিতে পারবেন।

আর যারা কম টাকে কার্ড নিতে চান তারা অবশ্যই আমার রেফার কোড টি ব্যবহার করে আমাকে টেলিগ্রাম ও ফেসবুকে মেসেজ করুন। সে তার লিংক দেওয়া হল

আমার ফেসবুক : Facebook

Telegram: Telegram Me

পোস্টটি বুঝিতে অসুবিধা হলে ভিডিওটি দেখুন
Video link

7 thoughts on "Redotpay 11.11 সেল এর 4$ এ Card নিতে পারছেন না, তাদের ১টি Invite করতে বলতেছে তার সমাধান। কার্ড নিন খুব সহজে।"

  1. Bob Contributor says:
    এই ব্যাপার হাঃ 🤣🤣😂😂!!
  2. mdronykhan75612 Contributor says:
    আমি একাউন্ট করলে কি কোনো বোনাস পাবো? আর কাউকে রেফার করলে কত ডলার বোনাস পাবো?
  3. Ramen Contributor says:
    আমার রেফারে অ্যাকাউন্ট করলে আমি ফ্রিতে কার্ড একটিভ করে দিব –
    My fb link- https://www.facebook.com/anik.ray.196895
  4. cawen82950 Contributor says:
    Vai keu fake refer korben na, id ban hote pare
    1. Md. Omar Faruk Author Post Creator says:
      This is not fake refer,,
      এটা শুধু একটি টেকোনিক

Leave a Reply