Be a Trainer! Share your knowledge.
Home » Mobile Banking » ডলার এন্ডোর্সমেন্ট কি? কিভাবে করবেন জেনে নিন বিস্তারিত!!

ডলার এন্ডোর্সমেন্ট কি? কিভাবে করবেন জেনে নিন বিস্তারিত!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের বিভিন্ন কাজে ব্যাংকিং সেক্টর এর প্রয়োজন পড়ে। বলা হয় প্রায় সবার কোনো না কোনো প্রয়োজনে এটার ব্যাবহার করতেই হয়।

অনেকেই আছেন দেশীয় মুদ্রা এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা এর ব্যাবহার করেন। মূলত ডলার এন্ডোর্সমেন্ট এর মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা ব্যাবহার করতে পারেন।

আজকের পোস্ট এর মাধ্যমে আমি দেখাবো ডলার এন্ডোর্সমেন্ট কি এবং কিভাবে করবেন ।

ডলার এন্ডোর্সমেন্ট কি:

ডলার এন্ডোর্সমেন্ট হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি দেশীয় ব্যাংকের মাধ্যমে দেশের ভেতরে এবং বাইরে সব ধরনের পেমেন্ট করতে পারবেন।

বাংলাদেশে বিশেষ করে যারা বাইরের দেশে যান অথবা বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে পেমেন্ট করে থাকেন তারা মূলত ডলারের মাধ্যমে পেমেন্ট করে থাকেন।

কারণ এক দেশের মুদ্রা অন্য দেশে ব্যবহার করা যায় না বিভিন্ন দেশের বিভিন্ন নিজস্ব মুদ্রা ব্যবস্থা রয়েছে।

কিন্তু ডলার হল এমন এক বৈদেশিক মুদ্রা যেটি সারা পৃথিবীতে ব্যবহার করা যায় এই জন্য দেশের বাইরে গেলে বা অন্যান্য বৈদেশিক পেমেন্ট করতে ডলার ব্যবহার করা হয়।

ডলার এন্ডোর্সমেন্ট করতে কি কি লাগবে:

ডলার এন্ডোর্সমেন্ট করতে হলে আপনার প্রথম শর্ত হলো প্রথমে আপনার একটি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে।

অনেকেই আছেন যারা ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করেন কিন্তু ভিসা কার্ড/মাস্টার কার্ড ব্যবহার করেন না, তারা যদি বিদেশ ভ্রমণ করতে যান তাদের জন্য আমি নির্দেশ করবো অবশ্যই আপনারা ব্যাংক থেকে ভিসা কার্ড/মাস্টার কার্ড ইস্যু করে নিবেন।

যদি আপনার ভিসা কার্ড/মাস্টার কার্ড থাকে তাহলে আপনি বিদেশের এটিএমগুলো থেকে খুব সহজেই টাকা বের করতে পারবেন।

আপনার দ্বিতীয় শর্ত হলো আপনার অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। যদি পাসপোর্ট না থাকে তাহলে কখনোই ব্যাংক আপনাকে ডলার এন্ডোর্সমেন্ট করে দেবে না।

এবং একটি পাসপোর্টে আপনি সর্বোচ্চ ১২০০০ ডলারের কাছাকাছি এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন।

এবং অবশ্যই বাংলাদেশী টাকার রেট অনুযায়ী ডলার আপনাকে ব্যাংক থেকে কিনতে হবে।

ডলার এন্ডোর্সমেন্ট করে আমাদের লাভ কি:

আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে থাকেন এবং যদি আপনার একটি পাসপোর্ট থাকে আপনি ডলার ইন্ডোর্সমেন্ট করে সহজেই ইউটিউব বা ফেসবুক পেজ বুস্ট করতে পারবেন।

বিদেশ থেকে কেনাকাটা করতে পারবেন এবং পেমেন্ট নিয়ে কোন সমস্যা হবে না বিদেশী ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন দেশে বসে।

চিকিৎসার ক্ষেত্রে দেশের বাইরে গেলে সেখানে চিকিৎসার ব্যয় প্রদান করতে পারবেন ডলারের মাধ্যমে।

তাই যদি আপনার একটি পাসপোর্ট থাকে আর যদি বিদেশ ভ্রমণ করতে চান অবশ্যই এসব বিষয় মাথায় রাখবেন। এবং ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়ে যাবেন অবশ্যই।

ডলার এন্ডোর্সমেন্ট এর ক্ষেত্রে বাংলাদেশের কোন কোন ব্যাংক সবচেয়ে ভালো:

যদি আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে চান আপনাকে আমি সাজেশন করব ব্র্যাক ব্যাংক।

তাদের সার্ভিস যথেষ্ট ফার্স্ট এবং তারা অনেক দ্রুত ডলার এন্ডোর্সমেন্ট করে দেয়।

এছাড়াও ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক , আইএফআইসি ব্যাংক, সোনালী ব্যাংক, মধুমতি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউসিবি ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলোর ডলার ইনডোর্সমেন্ট সুবিধা গুলো প্রদান করে থাকে।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য এরকম নিত্যনতুন বিভিন্ন সব আপডেট পেতে trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

2 years ago (Jan 09, 2023)

About Author (281)

MD Musabbir Kabir Ovi
author

নিজে যতটুকু জানি, ঠিক তত টুকু সবাইকে জানানোর চেষ্টা করি

Trickbd Official Telegram

26 responses to “ডলার এন্ডোর্সমেন্ট কি? কিভাবে করবেন জেনে নিন বিস্তারিত!!”

  1. Rakib Efsad Contributor says:

    অসাধারণ পোস্ট !

  2. Sohel Rana Contributor says:

    aj passports nei bole

  3. Mahadi Hasan Author says:

    আগে নিজে ভালোভাবে জানুন এরপরে শেয়ার করুন। একটি পাসপোর্টে ২ হাজার না, সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত ইন্ডোর্সমেন্ট করা যায়। এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করা যায় আবার পরবর্তী বছর ১২ হাজার। তারপর অনলাইনে কেনাকাটায় কিছু লিমিটেশন ও আছে।

    যাই হোক, পোস্টে উল্লেখ করছেন ২০০০ ডলারের কাছাকাছি ইন্ডোর্স করতে পারবে, আর ছবিতে ৬০০০ ডলার ইন্ডোর্স করা?

    • MD Musabbir Kabir Ovi Author Post Creator says:

      দুঃখজনক বিষয় টাইপিং জটিলতায় ১ কেটে গেছে আমি ১২০০০ লিখেছিলাম পরে দেখি ২০০০ হয়ে গেছে। ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য

  4. MD Hasan Xhmed Author says:

    ভালো পোষ্ট।

  5. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:

    তথ্যবহুল পোস্টেটি করার জন্যে ধন্যবাদ।

  6. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:

    আপনাকেও ধন্যবাদ ।

  7. Emrus Legend Author says:

    খুবই গোছানো পোস্ট।

    বর্তমানে এন্ডোর্স করাতে গেলে অনেক ঝামেলা।
    ডলার সংকট দেখিয়ে দিতে চায় না।
    এখন ভিসা ছাড়াও অনেক ব্রাঞ্চ ও ব্যাংকে এন্ডোর্স করায় না।
    আবার ইসলামি ব্যাংকে সম্ভবত ৪ হাজার ডলারের বেশি দিচ্ছেনা এখন।

    প্রায় সব ব্যাংকেই এভাবে চলছে।

  8. Asif Contributor says:

    এখন আগের মত সহজে ডলার এন্ডোর্স করা যায় না ।

  9. Asif Contributor says:

    হ্যাঁ । এটি ঠিক বলেছেন ।

Leave a Reply

Switch To Desktop Version