Site icon Trickbd.com

অনলাইন ক্রিয়েটিভ কাজের বিনিময় আয় – ২ টি পুর্ণ টিউটোরিয়াল আপনাদের জন্য

কিছু প্রাথমিক কথা বরাবরই বলে থাকি/ আপনি কোন কাজ টি পারেন> তাই ভাল ভাবে  করতে পারলেই তা থেকেই আয় করতে পারবেন। আর এই কাজ সমূহের যত সাইট আছে তাদর ভেতর এটাই একমাত্র সাইট যেখানে দ্রুত ও ঘন ঘন কাজ পাওয়া যায়, পরীক্ষা দেওয়া বা প্রোফাইল ভ্যালিডিটির ঝামেলা নাই, মাস্টারকার্ড এর ঝামেলায় না গেলে ডাচ বাংলা/বিকাশ এড করে টাকা আনা যায়। তাছাড়া মাস্টারকার্ড ফি মাসে ৩ ডলার, এটি এম এ উঠাতে ৩ ডলার, বহু ঝামেলা। এ বিষয়ে বিস্তারিত আগের পোস্টেই বলেছি যার লিংক নিচে দিলাম,, আপনাদের এই উপকারের জন্য আমার  পেয়োনিয়ার রেফারাল লিংক দিলাম না, কারণ আমার রেফারালে আপনারা একাউন্ট  করলে এই ডাচ বাংলা/বিকাশ সুবিধা পাবেন না। পেয়োনিয়ারে আগেই একাউন্ট করলে এই সুবিধা পাবেন না। বিস্তারিত নিচের লিংকে দেখুন। সকল কমেন্টের উত্তর দিই তাই কোন হেল্প এ কমেন্ট দিন।


এই বিষয়ে আমার আগের পোস্টঃ সম্পুর্ণ বাংলা টিউটোরিয়াল দেখুন এই লিংকে ক্লিক করে।


বলার অপেক্ষা রাখেনা এই সাইট এ মেধা ও কাজের ফলে আয় করা যায়  আর তা মাসে ১ থেকে ৪ লাখ পর্যন্তও হতে পারে, যে অনলাইনে , বা ক্রিয়েটিভ কাজে যত দক্ষ , তার আয় তত বেশী এটাই স্বাভাবিক।


যাহোক ভিডিও ২ টির লিংকঃ

১. কিভাবে নিজের কাজ (গিগ) তৈরি করবেন?

২. কিভাবে তৈরি করা কাজ ক্রেতা দের কাছে অফার করবেন?


আর একটা কথা, যাহোউক নিজের প্রোফাইলে গিয়ে সব আপডেট করবেন, শুধু নিজের প্রোফাইলে ব্লগের লিংক বা ইউটিউব লিংক দিতে পারেন , মেসেজ বা ফোরাম বা অন্য কোথাও না। হা গিগ ডিস্ক্রিপশনেও দিতে পারেন। তবে নিচের ছবির মত চিত্রে কোন ইনফো এড করবেননা, অর্থত ফেসবুক, ইমেইল, টুইটার গুগল ইত্যাদি এড না করা/ কারণ হলো আপনার ফেসবুক বা ইমাইল ব্লক হইলে যেকোন আরণিং সাইটেই ইফেক্ট পড়ে।

পরবর্তি ধাপ – টাকা উঠানো। মনে রাখুন একবার বুঝলে সব ই সহজ, আর বুঝতে দরকার ১ বার মনোযোগ।