Site icon Trickbd.com

[For Android] অনলাইন হাজার কাজের মধ্যে যেকোন কাজ- বিনিময়ে সীমাহীন আয় (ScreenShot সহ ৩য় পোস্ট)

আসসালামু আলাইকুম, আগে এ নিয়ে ২ টি পোস্ট দিয়েছি, খেয়াল রাখুন, আজকের পোস্টে মাঝে মাঝে এই ২ টি কাজে লাগবে,


[১ম পোস্ট]] এবং  [২য় পোস্ট]


২ টি পোস্ট ই  কম্পিউটার / ল্যাপটপ এর জন্য  । আজকের পোস্ট এন্ডয়েড এর জন্য। যেহেতু আগের পোস্টে অনেকে রিকোয়েস্ট করেছে। আর সবার পিসি ও থাকবে এমন নয়।  আবার কাজ জানলেই হবেনা – ফোনে কি কাজ পারা যাবে সেই কাজ করতে হবে, যেমন – ইংরেজিতে ব্লগ লেখা, বিভিন্ন ফোরাম, ব্লগ, বা সোশাল সাইটে কমেন্ট এসব কাজ করা যাবে। ফোনে লোগো ডিজাইন, শার্ট ডিজাইন, ওয়েবসাইটের  কাজ  ইত্যাদি করা হবেনা। মজার বিষয়  হলো পিসি তে যেমন ওয়েবসাইট ও ডিজাইনের কাজ এর অভাব হয়না, ফোনে আপনিই (যদি ইংরেজি ভালো জানেন আর্টিকেল লেখা ও কমেন্ট করার কাজ করলে কাজ করে পারবেন না। কারণ হলো, যেসব কাজ সবাই মোটামুটি পারে (যেমন- লোগো, ভিডিও এডিট, ফটো এডিট) এ সব কাজ খুব  কম পাওয়া যায়, আর ব্লগ লেখা ইংরাজি লেখার কাজ সবাই পারেনা, সাইটের কাজ সবাই পারেনা। এজন্য যে পারে সেই এই কাজ পায় । আর “বিনিময়ে সীমাহীন আয়”  বললাম এজন্য যে, একজনের কাজ করে দিতে পারলে সে আপনাকে ডেইলি কাজ দিবে। আর ব্লগ লেখার কাজ ৫০০ শব্দে ৫ ডলার (কোন কপি পেস্ট করলেই সমস্যা হতে পারে) ।


যাহোক অনেক কথা বললাম, এখন সংক্ষেপে এন্ড্রয়েডে কাজ করার প্রথম পোস্ট শেয়ার করছিঃ


প্রথমে এই লিংকে ক্লিক  তারপর সাইট এর উপরে ডান পাশে > start selling > SIGN up এ ক্লিক করুন, ইমেইল ও পাসোয়ার্ড দিয়ে একাউন্ট খুলে নিন, (only gmail/yahoo,কোন ফালতু ইমেইল, আউটলুক, হটমেইল দিয়ে হবেনা , আর (কোন সাইটে রেজিস্টেশন না করতে জানলে আপনার আয় করতে অনেক দেরি হতে পারে, তবে অসম্ভব নয়)। একাউন্ট খুলতে না জানলে এই পোস্ট এর শুরুতে দেয়া ১ম লিংক  অনুসরণ করুন, সাইন আপে ক্লিক করার পর নিচের মত চিত্র আসবে।  ওয়াইফাই ব্যাবহার করা যাবেনা, পারসোনাল মডেম বা পার্সোনাল সিম ব্যাবহার করতে হবে, আপনার কোন বন্ধু আপনার ফোন দিয়ে আইডি খুল্লে ২ জনই বাতিল হবেন। আর সেই ফোনে হবেনা, নিজেও ২ টা আইডি খুলবেন না। 


এরপর আপনার ইমেইলে গিয়ে সবুজ লিংকে ক্লিক অরে ইমেইল ভেরিফাই করে নিনঃ


তারপর আবার start selling  ক্লিক করুন, আর নিচের মত সব তথ্য পূরণ করে দিন,  


ভাষা ও যোগ্যতা এড করুন , যা যা কাজ পারেন তা এড করুন, যেমন – ফটোশপ, ওয়েবসাইট, এস, ই, ও, ফেসবুক, আর্টিকেল , ব্লগ  ইত্যাদি দিন । মাঝের টা

বিগিনার দিবেন না।

একতা এড করলে সাজেশন আসবে,তাতে ক্লিক করে আর এড করতে পারেন,

উপরে কালো বোর্ডের নিচে একটা লাইন আছে এখানে দেখতে পাবেন কোন কোন কাজ আছে এই সাইটে করার মতো।


তার পর নিচে ফটো দিন, আমি একটা উদাহরণ দিছি, নিজের ফটো দেয়া ভালো, তার নিচে আপনার অভিজ্ঞতা (নিজের সাফাই) লিখে সেভ এন্ড কন্টিনিউ দিন.  আমি ভেতরে একটা অংস বাদ দিছি তা হলো লিংক একাউন্ট, এইখানে দেখবেন ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইত্যাদি এড করার যায়গা, কিন্তু ভুলেও তার একটিও এড করবেন না। পরে কোন সময় ও এড করবেন না। কারণ আপনার ফেসবুকে কিছু হলে তার প্রভাব এখানে পড়বে (এটা সব সাইটে হয়)


তারপর এরকম একটা পোস্ট বক্স আসবে, এটাই আপনার কাজ এর বিজ্ঞাপন রচনার স্থান,

এটা প্রথম গিগ এজন্য এভাবে করতে হবে, পরের বার থেকে গিগ বানাতে হলে আপনাকে যেতে হবে profile name > selling > my gig > create new gig , আর এরপর বিস্তারিত দেখতে এই পোস্টের প্রথমে দেয়া ১ম লিংক, বা প্রথম পোস্ট দেখুন।


আজ এ পর্যন্তই, একাউন্ট করতে থাকুন।  কোন প্রয়োজনে কমেন্ট করুন, কমেন্টে প্রশ্ন করুন , আমি সকল প্রশ্নের উত্তর দিই ইনশাআল্লাহ্‌।।, আর এতে অন্যেরা উপকৃত হবে, ফোনে বা ফেসবুকে কথা বললে এখানে জানানো হবেনা, অন্যেরাও জানবেনা।


দেখতে পারেন  আমার ছোট কুটির ব্লগ সাইট (Click) শীতকাল তাই বরফ পড়ছে 🙂