Site icon Trickbd.com

USA/UK নাকি BD এডসেন্স? কোনটা ব্যবহার করবেন? গুগোল এডসেন্স সম্পর্কিত কিছু কথা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?

সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা।

আনেকদিন ধরে এই টিউনটি করবো ভাবছিলাম, সময়ের অভাবে দিয়ে পারি নাই।

আজ তাই একটু সময়ের ফাকে লিখে ফেললাম।

আপনারা হয়তো অনেক এডসেন্স বিক্রেতাদের কাছ থেকে শুনে থাকবেন USA/UK এর কথা। মানে তাদের কাছ থেকে যেকোন দেশের Account কিনতে পারেন।

কিন্তু দেশি থাকতে বিদেশি দিয়ে লাভ কি? তাই না?

একসময় একটা পোস্ট পরছিলাম। পোস্টটি এই রকম “আপনি যদি USA/UK গুগোল এডসেস্ন ব্যবহার করেন তবে আপনাকে প্রতি ক্লিকের মুল্য নুন্নতম 0.10$ প্রদান করা হবে কিন্তু বাংলাদেশি ঠিকানায় একই ক্লিকের মুল্য ০.০১ সেন্ট পাবেন।”

কথাটা এখনকার সময়ে পুরোপুরি অযোগ্য।

আমি নিজেও একজন এডসেন্স সেলার তাই বিষয়গুলো পুরোপুরিভাবে বোঝানোর চেষ্টা করবো।

পূর্বে ঐ পোস্ট অর্থাৎ USA=0.10$  এবং BD=0.01$ এটা এখন কোন বিষয় নয়। এখন CPC=Cost Per Click নির্ভর করে আপনার কিওয়ার্ড এর উপর। আপনি যদি একটি কি ওয়ার্ড নিয়ে কাজ করেন যেমন= “What is Google Adsense” আর এই কিওয়ার্ড এর সিপিসি CPC এক এক দেশে এক এক রকম।

অর্থাৎ এই কিওয়ার্ড এ যদি বিদেশি ভিসিটর আপনার ব্লগে ঢুকে Ad এ ক্লিক করে তাহলে আপনি 0.30$ পাবেন (0.30$ বোঝানোর জন্য দেওয়া)।আবার একই কিওয়ার্ড এ যদি অন্যান্য দেশের ভিসিটর আপনার ব্লগে ঢুকে তাহলে আপনি 0.10$ পাবেন। অর্থাৎ CPC নির্ভর করে যে কোন দেশের ভিসিটরের উপর। তাই আপনি যদি আপনার ব্লগের আয় বাড়াতে চান তাহলে বিদেশি/দেশি এডসেন্সের দিকে নজর দিয়ে ভিসিটর এর উপর নজর দিন। বিদেশি ভিসিটর আপনার ব্লগে ঢুকান।

এবার আসি দেশি/বিদেশি এডসেন্সের সুবিধা/অসুবিধার কথায়।

সুবিধা (দেশি এডসেন্স BD Adsense)

১) পিন ভেরিফাই করতে কাউকে টাকা দেওয়া লাগবে না।

২)নিজ অ্যড্রেসে পিন লেটার হাতে পাবেন।

৩)নিজের নাম্বার দিয়ে Account ভেরিফাই করতে পারবেন।

৪)এছাড়াও আরো অনেক সুবিধা আছে।

BD এডসেন্সের কোন আসুবিধা নেই.

 

অসুবিধা (বিদেশি এডসেন্স USA/UK/Canada)

১)পিন ভেরিফাই করার জন্য টাকা দিয়ে অ্যাড্রেস কিনতে হয়।

২)বিদেশি নাম্বার দিয়ে Account ভেরিফাই করতে হয়।

৩)কোন প্রকার ঝামেলা হলে আপনাকে বিদেশি Information দিতে হবে (Id Card,Bill. etc)

মোটামুটি এইগুলোই অসুবিধা।

তাই দেশি/বিদেশি এডসেন্সের কোন পার্থক্য নেই শুধু কিছু সুবিধা আসুবিধা আছে।

তাই আপনি যদি আপনার আয় বেশি করতে চান তাহলে বিদেশি ভিসিটর আপনার ব্লগে নিয়ে আসুন।

আজ এই পর্যন্ত।

কোথাও কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

বিজ্ঞাপন:

আপনার ব্লগে এডসেন্স যোগ করে আজই আয় শুরু করুন।

যারা এডসেন্স Approve করাতে পারেন না তার চাইলে আমার কাছ থেকে এডসেন্স ক্রয় করে সাইটে চালাতে পারেন।

সল্প মূল্যে এডসেন্স কিনতে ফেইসবুকে যোগাযোগ করুন Samin Sadat