আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?

সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা।

আনেকদিন ধরে এই টিউনটি করবো ভাবছিলাম, সময়ের অভাবে দিয়ে পারি নাই।

আজ তাই একটু সময়ের ফাকে লিখে ফেললাম।

আপনারা হয়তো অনেক এডসেন্স বিক্রেতাদের কাছ থেকে শুনে থাকবেন USA/UK এর কথা। মানে তাদের কাছ থেকে যেকোন দেশের Account কিনতে পারেন।

কিন্তু দেশি থাকতে বিদেশি দিয়ে লাভ কি? তাই না?

একসময় একটা পোস্ট পরছিলাম। পোস্টটি এই রকম “আপনি যদি USA/UK গুগোল এডসেস্ন ব্যবহার করেন তবে আপনাকে প্রতি ক্লিকের মুল্য নুন্নতম 0.10$ প্রদান করা হবে কিন্তু বাংলাদেশি ঠিকানায় একই ক্লিকের মুল্য ০.০১ সেন্ট পাবেন।”

কথাটা এখনকার সময়ে পুরোপুরি অযোগ্য।

আমি নিজেও একজন এডসেন্স সেলার তাই বিষয়গুলো পুরোপুরিভাবে বোঝানোর চেষ্টা করবো।

পূর্বে ঐ পোস্ট অর্থাৎ USA=0.10$  এবং BD=0.01$ এটা এখন কোন বিষয় নয়। এখন CPC=Cost Per Click নির্ভর করে আপনার কিওয়ার্ড এর উপর। আপনি যদি একটি কি ওয়ার্ড নিয়ে কাজ করেন যেমন= “What is Google Adsense” আর এই কিওয়ার্ড এর সিপিসি CPC এক এক দেশে এক এক রকম।

অর্থাৎ এই কিওয়ার্ড এ যদি বিদেশি ভিসিটর আপনার ব্লগে ঢুকে Ad এ ক্লিক করে তাহলে আপনি 0.30$ পাবেন (0.30$ বোঝানোর জন্য দেওয়া)।আবার একই কিওয়ার্ড এ যদি অন্যান্য দেশের ভিসিটর আপনার ব্লগে ঢুকে তাহলে আপনি 0.10$ পাবেন। অর্থাৎ CPC নির্ভর করে যে কোন দেশের ভিসিটরের উপর। তাই আপনি যদি আপনার ব্লগের আয় বাড়াতে চান তাহলে বিদেশি/দেশি এডসেন্সের দিকে নজর দিয়ে ভিসিটর এর উপর নজর দিন। বিদেশি ভিসিটর আপনার ব্লগে ঢুকান।

এবার আসি দেশি/বিদেশি এডসেন্সের সুবিধা/অসুবিধার কথায়।

সুবিধা (দেশি এডসেন্স BD Adsense)

১) পিন ভেরিফাই করতে কাউকে টাকা দেওয়া লাগবে না।

২)নিজ অ্যড্রেসে পিন লেটার হাতে পাবেন।

৩)নিজের নাম্বার দিয়ে Account ভেরিফাই করতে পারবেন।

৪)এছাড়াও আরো অনেক সুবিধা আছে।

BD এডসেন্সের কোন আসুবিধা নেই.

 

অসুবিধা (বিদেশি এডসেন্স USA/UK/Canada)

১)পিন ভেরিফাই করার জন্য টাকা দিয়ে অ্যাড্রেস কিনতে হয়।

২)বিদেশি নাম্বার দিয়ে Account ভেরিফাই করতে হয়।

৩)কোন প্রকার ঝামেলা হলে আপনাকে বিদেশি Information দিতে হবে (Id Card,Bill. etc)

মোটামুটি এইগুলোই অসুবিধা।

তাই দেশি/বিদেশি এডসেন্সের কোন পার্থক্য নেই শুধু কিছু সুবিধা আসুবিধা আছে।

তাই আপনি যদি আপনার আয় বেশি করতে চান তাহলে বিদেশি ভিসিটর আপনার ব্লগে নিয়ে আসুন।

আজ এই পর্যন্ত।

কোথাও কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

বিজ্ঞাপন:

আপনার ব্লগে এডসেন্স যোগ করে আজই আয় শুরু করুন।

যারা এডসেন্স Approve করাতে পারেন না তার চাইলে আমার কাছ থেকে এডসেন্স ক্রয় করে সাইটে চালাতে পারেন।

সল্প মূল্যে এডসেন্স কিনতে ফেইসবুকে যোগাযোগ করুন Samin Sadat

24 thoughts on "USA/UK নাকি BD এডসেন্স? কোনটা ব্যবহার করবেন? গুগোল এডসেন্স সম্পর্কিত কিছু কথা"

  1. BlaCk & WhitE (TaNjiD) Author says:
    Adsen create korte… website lagee?.. ami app ea adsen add korte chai but account create korte prbl hoccee… help
    1. Masraful Author says:
      আপনার adsense অবশ্যই approved হতে হবে তাহলেই হবে
    2. BlaCk & WhitE (TaNjiD) Author says:
      একটা পোস্ট করেন প্লিজ
    3. Masraful Author says:
      প্রথমে Youtube এ কাজ করে Adsense Approve করেন এরপর Admob এ Sign করে Ad Unit Create করেন
    4. BlaCk & WhitE (TaNjiD) Author says:
      হাইরে?। এপ এর জন্য adsen create করা যায় না?
    5. Sohag Srz Contributor says:
      Vai Amar Sathe Fb te Jogajog koro.. 🙂
      .. easy and free fb.com/sohagsrz
  2. Samin Sadat Author Post Creator says:
    ha adsense create korte website lage.
    ami app e adsense add korate pari na vai. only website
    1. Nazmulrana Contributor says:
      Vai, apni app monetization ar jonno google admob use korte paren
  3. mdraselheart Contributor says:
    Wap4dollar ki payment dey?
    1. Kobir Contributor says:
      Hmmmm,,,12 hours er moddei……
  4. MOSHAROOF98 Author says:
    ame akta online app creat korchi atai google er add dite chai akto halp korben….
    1. Nazmulrana Contributor says:
      Vai, app kothai theke app create korcen
    2. MOSHAROOF98 Author says:
      ame nijey create korchi pc dia
    3. Nazmulrana Contributor says:
      Apni ki ‘android Studio’ use korcen
    4. Nazmulrana Contributor says:
      Vai, apnar app builder ki admob ad supported. Jodi hoi tahole google er ad dite parben
  5. MOSHAROOF98 Author says:
    fb.me/mosharoof98 contact me
  6. Alamkhan Contributor says:
    amare website ar post a jodi visitor click kora abong ads(banner na)dakhano hoy jamone app download ar ads jodi visitor downlod link a click na kora home page a asa t ar jonno ki amare income hoba??
  7. Alamkhan Contributor says:
    amare website ar post a jodi visitor click kora abong ads(banner na)dakhano hoy jamone app download ar ads jodi visitor downlod link a click na kora home page a asa t ar jonno ki amare income hoba??please janane??
  8. mahamud79 Contributor says:
    country change kore foreign theke bd te kivabe dibo??
    1. Samin Sadat Author Post Creator says:
      adsense e county change kora jay na
  9. S. Rayhan Contributor says:
    Adsense account
    ও Admob Account..
    account creation korbo Ki kore.. ?

Leave a Reply