Site icon Trickbd.com

আপনার শখের Android মোবাইলটি কি অযথা পড়ে থাকে তাহলে আজ থেকে ব্যস্ত করে দেন নিজে Litecoin আয় না করে বলুন মোবাইলকে আয় করে দিতে বিস্তারিত ভিতরে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম Litecoin বিষয়ক পোষ্ট নিয়ে।
আপনার শখের Android মোবাইলটি কি অযথা পড়ে থাকে তাহলে আজ থেকে ব্যস্ত করে দেন নিজে Litecoin আয় না করে বলুন মোবাইলকে আয় করতে
 
 
ক্রিপ্টকারেন্সি নিয়ে এটা আমার প্রথম পোষ্ট জানিনা আপনারা কিভাবে নিবেন তাও সাহস করে লিখতে বসলাম।
 
আমরা আমাদের প্রতিদিনের জীবনের নিত্য সঙ্গী হিসাবে মোবাইল টাকে বেশী প্রাধান্য দিয়ে থাকি কারন এই ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে চাইলে পুরো বিশ্ব কে হাতের মুঠোয় খুজে পাওয়া যায়। তাছাড়াও যোগাযোগের মাধ্যম বলে কথা হাত ছাড়া কে করতে চায়। কিন্তু সব সময় তো আর মোবাইল টির কাজ থাকেনা আর আমার আজকের এই পোষ্ট ঐ ফ্রি সময়টুকু কে কাজে লাগানোর জন্য।
 
 
হ্যা আপনি চাইলে কোন রকম কাজ না করেই মোবাইল এর মাধ্যমে Litecoin আয় করতে পারবেন।
 
 
কিভাবে করবেন এই জটিল কাজটিঃ 
 
প্রথমত আপনার ইন্টারনেট কানেকশন দরকার পড়বে।
২য় তে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার হলে ভালো হয়।
৩য় তে আপনার Coinbase Account অবশ্যই প্রয়োজন।
৪র্থ আপনার Coinbase এর LiteCoin wallet এড্রেসটি Faucethub এর সাথে সংযুক্ত থাকতে হবে।
 
আপনি যদি নতুন হয়ে থাকেন তবে Coinbase একাউন্ট খুলার পদ্ধতি নিচের লিংক থেকে দেখে নিন।
 
 
আর যারা Faucethub সাইটে Wallet এড্রেস সংযুক্ত করতে পারেন না তারা নিচের পদ্ধতিটা দেখতে পারেন।
নিচের পদ্ধতিতে বিটকয়েন দিয়ে দেখানো হয়েছে কিন্তু Litecoin টাও একই রকম তাই ধারনা নিতে নিচে দেখুন।
 
 
উপরের সব কিছু যদি আপনার কাছে থাকে তবে নিচে আসুন।
এখন আমরা যে কাজটা করবো তা হলো ব্রাউজার Litecoin Miner এখানে আপনাকে কোন টাকা পয়সা দিয়ে প্রিমিয়াম হতে হবে না। তাই যারা ভাবছেন Fake তারা একবার হলেও চেষ্টা করে দেখবেন। 
 
 
 
আর এখানে (0.00000100 LTC) হলেই Withdraw দেওয়া যাবে যা আপনার Faucethub একাউন্টে জমা হবে।768 hashes এ আপনার 0.00000001 LTC জমা হবে।
 
 
এখন আমাদের কাজ হবে যে সাইটে কাজ করবো সেখানে লগইন করা।
 
 
আপনার Faucethub এ সংযুক্ত করা Wallet এড্রেসটি দিন এবং Login এ ক্লিক করুন।লগইন হয়ে গেলে নিচের মত আসবে।
 
আপনি শুধু Start Mining এ ক্লিক করে দিবেন।
 
 
 
ছোট উইন্ডো ওপেন হলে Allow For Session এ ক্লিক করে দিবেন।
 
 
উপরে দেখুন আমার কিছু সময় পরে Withdraw দেওয়ার এমাউন্ট হয়ে গেছে এবার উইথড্রো দেওয়ার পালা।
 
দেখুন Withdraw তে ক্লিক করার পর যে ম্যাসেজ টি দেখাচ্ছে ।
 
 
উপরে দেখুন আমার Faucethub এর পেমেন্ট প্রুফ Instant.
 
শুধু তাই নয় চাইলে সাইট টি থেকে বিটকয়েন অথবা ইথোরিয়াম মাইন করতে পারবেন।
আর হ্যা আমি তো শুধু মোবাইলের কথা বলেছি আপনি পিসি দিয়েও করতে পারবেন ২গুন বেশী গতিতে।

 
হ্যা সাইট টির লিংক নিচে দেওয়া হলো।
 
LTC Miner – রেফারেল সহ
 
LTC Miner – রেফারেল ছাড়া
 
পোষ্টটি যদি ভাল লাগে মন্তব্য আবশ্যক।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং ব্লগ