আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই??
কিছু দিন আগে বলেছিলাম ট্রিকবিডি থেকে চলে যাচ্ছি।। কিন্তু আপনাদের মায়ায় পরে গেলাম। তাই আবার ও পোস্ট লিখতে বসে পরলাম।।
আশা করি সবাই ট্রিকবিডির সাথে থাকবেন সব সময়,।
ত আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি পোস্ট এ চলে আশি।।
google Adsence কি সত্যি সত্যি চিঠি পাঠায় এই নিয়ে আজ পোস্ট লিখতে বসলাম। এবং কিভাবে ঠিকানা দিলে দ্রুত চিঠি পাবেন। ঢাকা এবং ঢাকার বাইরে, এবং গ্রামে।
চলুন তাহলে পোস্ট এ চলে আসি।
কাল বিকালে আমার USA Adsence এর চিঠি পাইলাম।
আমার এক রিলেটিভ এর মাধ্যমে চিঠিটা মাত্র ১১ দিন এ রিসিভ করেছি।
এবং এই একাউন্টা ভেরিফাই করে ফেললাম
ভেরিভাই এর আগে উপরের স্কিনশর্ট
এই নিয়ে আমি আমার ৩টা adscenc এর চিঠি হাতে পায়েছি।।
সে গুলোর কিছু ছবি
উপরের ছবি গুলো আমার প্রথম BD Adsence এর ছবি যা আমি মার্চ ২০১৮ সালে হাতে পেয়েছিলাম মাত্র ১ মাস এর মধ্যে…
আর নিচের ছবি গুলো আমার BD ২য় Adsence এর ছবি যা আমি ২০ নভেম্বরে হাতে পাই
এই পেতে আমার ২ মাস ১০ দিন লেগেছে শুধু একটি ভুল এর জন্য।। টেলিকম বানান ভুল এর জন্য এমনটা হয়েছিল।।
এখন কাজের কথায় আসি।।
- উপরে পিকচার গুলো দেখে বুঝে গিয়েছেন গুগল সত্যি চিঠি আপনার ঠিকানায় চিঠি পাঠায়।
- চিঠি পাওয়ার জন্য আপনার Address অবশ্যয় সঠিক ভাবে দিতে হবে। দোকান, স্কুল, কলেজ এর ঠিকানা দিলে খুব তারা তারি চিঠি হাতে পাবেন।
- নিজের বাড়ির ঠিকানা দিলে হয়ত এট্টু সময় লাগতে পারে।।
- ঠিকানা বসানোর সময় পোস্ট কোড টা স্টহিক ভাবে বসাবেন।। এটা সব থেকে গুরুত্বপুর্ব বিষয়।, পোস্ট কোড ভুল করলে চিঠি হাতে পাবেন না।। তাই পোস্ট কোড সঠিক ভাবে বসাবেন। পোস্ট এর মাধ্যমে আপনার এলাকা কে আইডেন্টিফাই করা হয়। তাই এটা খুব গুরুত্বসহকারে দিবেন।
- তার পর আপনার এলাকার রাস্তা বা গ্রাম নাম্বার দিবেন । যদি না থেকে তা হলে দিবেন না। দোকান হলে দোকান কোথায় অবস্থিত সেই বাজার এর নাম দিবেন।।
- স্কুল বা কলেজ হলে আপনার পিন্সিপাল স্যার এর কাছ থেকে স্কুল এর ঠিকানা সংগ্রহ করে তা বসিয়ে দিবেন,
- সর্বশেষে আপনার বিভাগ এর নাম দিবেন।। চাইলে আসন নম্বর উল্লেখ করতে পারেন আমার মত।আমি যেমন ঢাকা ২০ দিয়েছি।। এই দিয়ে সাভার এর কিছু অংশ ও ধামরাই সম্পূর্নরুপে বোঝানো হয়েছে।। না চাইলে নাও দিতে পারেন।। শুধু বিভাগ এর নাম এর আগে আপনার উপজেলা বা থানার ঠিকানা দিবেন।
- গ্রাম হলে অবশ্যয় পোস্ট অফিস এর নাম উল্লেখ করবেন…
- ঠিকানার প্রথম লাইনে আপনার দোকান বা স্কুল এর নাম বা গ্রামের নাম দিবেন
- ২য় লাইনে গ্রাম হলে সেটা কোন পোস্ট অফিস তা উল্লেখ করবেন। দোকান বা স্কুল হলে এটার প্রয়োজন নাই যদি স্কুল সনাম ধন্য হয়। তানাহলে পোস্ট অফিস এর নাম দিয়ে দিবেন।
- তার পর উপজেলে বা থানার নাম পরিশেষে বিভাগ ও পোস্ট কোড বসিয়ে দিবেন।।
আশা করি এই প্রসেস অনুসরণ করলে চিঠিটা দ্রুত হাতে পাবেন।।
এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়া হবে। সেজন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেখানে আমি পোস্ট অফিসের পিয়ন এর সাথে সরাসরি কথা বলব এবং তিনি কি উত্তর দেই সেগুলো আমাদের আমি জানবো। তাই আপনারা এই পোস্টটি আপনার প্রশ্নগুলো কমেন্ট করতে থাকুন। আমি সে সকল প্রশ্ন পিওন কাছে জিজ্ঞেস করবো। এবং এর উত্তর দেয়ার চেষ্টা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন,,,
Subscribe Channel Link
যেকোনো সমস্যা সমাধান এর জন্য যোগাযোগ করুন, Facebook
ধন্যবাদ।।