আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
যারা আমার এখনো পূর্বের তিনটি পোস্ট দেখেননি, তারা দয়া করে এখান থেকে দেখে নিনঃ
প্রথম পোস্ট
দ্বিতীয় পোস্ট
তৃতীয় পোস্ট

আজকের পোস্টটা হয়তো এই টপিকের শেষ পোস্ট।
পরবর্তীতে যদি কোনো প্রকার আপডেট আসে, আপনাদের সাথে সাথেই জানিয়ে দেওয়া হবে।
আজকের পোস্টের মূল বিষয় হলো, পেমেন্ট প্রুভ, সাথে কিছু কথাও বলবো। দুঃখিত, আপনাদের ভেলুএবল সময় নষ্ট করার জন্য।

আপনারা অনেকেই প্রায় আমার ইনভাইটেশনের মাধ্যমে এখানে একাউন্ট করেছেন। অনেকেই পেমেন্ট ও নিয়েছেন। আপনাদের সুবিদার্থে, আমিই প্রথম ট্রিকবিডিতে এই কোম্পানীর দ্বিতীয় আপডেট নিয়ে পোস্ট করেছিলাম। আপনারা সবাই পার্মানেন্ট ভাবেও ইনকাম করতেছেন। অনেকেই বোনাস ও পেয়ে গেছেন।
যাক সে কথা।
আজ আমি আপনাদের মাঝে আমার পেমেন্ট প্রুভস আর বোনাস প্রুভ প্রদান করবো। আপনারা যদি আগ্রহী হোন, তবে প্রথম পোস্টে গিয়ে সাইন আপ করে ইনকাম শুরু করে দেন।
আর কথা নয়, এইবার সরাসরি পেমেন্ট উইথড্র প্রুভস আর বোনাস প্রুভস দেখে আসিঃ

বোনাস প্রুভঃ
আমি গত ৩ দিন আগেই ২য় পোস্টে পার্মানেন্ট আয়ের উপায় বর্ণণা করেছিলাম। দেখে নিন, গত ৩ দিনের বোনাস ক্লাইমের স্ক্রিনশটঃ





পেমেন্ট প্রুভঃ

আপনারা অনেকেই আমার উপর খেপেছিলেন। কেন আমি এম-আই এর স্ক্রিনশট প্রদান করেছি। ভাই সেদিনের জন্য দুঃখিত। ওটা ফ্রেন্ডের ফোনের ছিলো। আজ আপনাদের আমার ফোনের স্ক্রিনশট দেখাচ্ছিঃ


কিছু কথা না বললেই নয়ঃ

আমার জানামতে, ট্রিকবিডিতে এই পোস্টের ২য় আপডেট এনেছি আমি। আপনাদের সুবিদার্থে আমিই এইচএসসি পরীক্ষার পড়া বাদ দিয়ে কষ্ট করে পোস্ট করেছিলাম। কিন্তু আপনাদের থেকে কি পেয়েছি??
আপনাদের অনেকের সেদিনের ব্যবহার আমাকে খুব ব্যথিত করেছিলো। আপনারা বলেছেন একই পোস্ট বার বার কেন? কিন্তু দেখেন, যারা একই বিষয় নিয়ে পোস্ট করেছেন, তারা কিন্তু দ্বিতীয় আপডেট আনেনি। আমিই এনেছিলাম আপনাদের সুবিদার্থে, বিনিময়ে কি পেলাম?
ভাই প্রথম পোস্টটা করার পর আমি খুব বিব্রত হয়েছিলাম, কেননা আমার মনে হয়েছিলো আপনাদের দোষ নেই। এখানে আমারই দোষ ছিলো, কেননা আমি আপনাদের হয়তো বিষয়টা ক্লিয়ার করতে পারিনি। এরপরে আমি ৬ ঘন্টা পর আপনাদের সুবিদার্থে ২য় পোস্ট করি। কিন্তু আমার ভাইয়েরা রিপোর্ট মেরেই যাচ্ছিলেন। কেউ হয়তো পোস্ট পড়েছেন, আবার কেউ না পড়েই রিপোর্ট। যার ফলপ্রসু, আমি ২য় আপডেট আনি (অথচ তার পরের দিন ছিলো আমার পরীক্ষা)। আমি চেয়েছিলাম একটু রিসার্চ করে ভালোটা আপনাদের মাঝে দিতে। কিন্তু আপনাদের অতিরিক্ত তোপের মুখে পড়ে, আমি শিউর নাহয়েও দিতে বাধ্য হয়। পরে আলহামদুলিল্লাহ, আমার আপডেটটা আসলেই সত্য ছিলো। যার প্রমাণ হিসেবে ইতোমধ্যে ৩বার বোনাস ক্লাইমের স্ক্রিনশট আপনারা উপরে দেখেছেন।।
আবার আমাকে অথর থেকেও রিমুভ করা হইয়েছিলো। পরে এডমিন প্যানেল যাচাই করে আমার পদ আবার ফিরিয়ে দেই। আমি কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাচ্ছি ট্রিকবিডির এডমিন প্যানেলের প্রতি।

আমি দুঃখিত, কিছু ফালতু কথা বলে আপনাদের সময় নষ্ট করেছি। আসলে ভাই কথা গুলা ফালতু হলেও একজন অথরের মনের দুঃখটাই এখানে তুলে ধরা হয়েছে।
আপনাদের নিকট আকুল আবেদন, পোস্ট যাচাই না করে, আপনারা পোস্ট ঠিকভাবে না পড়ে প্লিজ কোনো রকম ভুলভাল একশন নিবেন না। যাচাই করে তারপর একশন নিবেন। কেননা একটা পোস্ট করতে কতটা শ্রম আর সময় ব্যয়ী করতে হয়, সেটা হয়তো আপনাদের অনেকের ধারণাই নেই। রিপোর্ট করাটা অনেক সহজ কিন্তু এরমধ্যে কি পরিমাণ দুঃখ থাকে, সেটা একমাত্র তিনিই বুঝেন যিনি শ্রমটুকু আর সময়টুকু নিয়ে ধারণা পোষণ করেন।

আজ আর নয়। পরবর্তীতে আপনাদের মাঝে আবারো ফিরে আসবো, অন্য কিছু নিয়ে। তত দিন পর্যন্ত ভালো থাকুন।

আল্লাহ হাফেজ!


যাওয়ার আগে জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যায়, আমার পোস্টটা থেকে যদি শেখার কিছুই না থাকতো বা আমি একই পোস্ট করেছি বিধায় যদি মহাভারত অশুদ্ধ হয়ে যেতো, তবে এই ৭১ জন কি মনে করে আমার ইনভাইট গ্রহণ করেছেন? তারা কেন অন্যদের পোস্ট ফলো না করে আমারটা করলো??
জবাব কি দিতে পারবেন? ? আপনাদের জবাব দেখার আশায় রইলাম।

ধন্যবাদ।


19 thoughts on "(আপডেট-৪/শেষ পোস্ট) দেখে নিন ByteHub দিয়ে পার্মানেন্ট আয়ের কিছু প্রুভ আর পেমেন্ট প্রুভ"

    1. Avatar photo Tushan Author Post Creator says:
      ☺
  1. Avatar photo Semu Contributor says:
    Only abal chara kew post e report dei na. Ora kichu janeo na abar janar chestaw kore na
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      ☺ ☺
  2. Avatar photo Danger Rafi Author says:
    Aj fully satisfied… But akta kotha bollei noy seidin apnar post a je comment gula kora hoyechilo seta manush hishebe shavabik.bcz kew kono kharap mean koreni.kew boleche post age kora hoheche r Kew boleche as er kotha even amiyo but payment proof a jeye suddenly as change hoye gele esob prosno mine astei pare…
    Best of luck and keep it up
  3. Avatar photo Tushan Author Post Creator says:
    প্রথমেই আমি দুঃখত ভাইয়া! ওইদিন আপনার সাথে দুর্ব্যবহার করা হইয়েছিলো । আসলে আপনি একটা পোস্ট করলেন, কিন্তু যদি দেখেন মানুষ না পড়েই রিপর্ট দিচ্ছে, ব্যাপারটা নিশ্চয়ই আপনার কাছে কষ্টের হবে। তাই না?
    আর হ্যা ভাইয়া, আপনার কথাটা যুক্তিমূলক। পেমেন্ট প্রুভ কেন অন্য ফোনের। কিন্তু আমি পোস্টে সেটা বলেও দিয়েছিলাম। যাই হোক, ধন্যবাদ ভাইয়া একটা সুন্দর মন্তব্যের জন্য।
  4. Avatar photo Oryhn Rayhan Contributor says:
    amay ehono payment den ni

    dollar all transfer kore diy c.. ??.. bollen j dici but ehono dew ni?

  5. খান সাহেব Contributor says:
    1.29 ase ata tulbo kivabe
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      0.02 hole withdraw hbe
    2. Avatar photo Tushan Author Post Creator says:
      Sob coin gula ether e exchange koren…. Kore ether jodi 0.02 holeei withdraw hobe
  6. Avatar photo Musfiq R. Salman Contributor says:
    ভাই ফোন Root account করা যায় না।কি করবো।
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      Apni ekdm valo kore follow koren
  7. Avatar photo ibrahim_khalil Contributor says:
    apnar facebook link ta din to
  8. Avatar photo Tushan Author Post Creator says:
    Ekhanei jiggess korun
  9. Avatar photo Ridoy Mahmud Contributor says:
    Good post, carry on bro,, apnar post gular majhe trusted kisu pai sobsomoy…
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই 🙂 ❤
  10. Avatar photo Muhammad Hasan Contributor says:
    reffer bonous ki dey ekhono? ba free spin ki dey?
  11. Avatar photo habib adnan Contributor says:
    Akhon ki spin paoya jay reffer kore

Leave a Reply