Site icon Trickbd.com

Totalk অ্যাপস থেকে প্রতিদিন ৭৫ থেকে ৮০ টাকা ফ্লাক্সিলোড দিন। একটু বুদ্ধি করলে আনলিমিটেড ফ্লাক্সিলোড নিতে পারবেন। সাথে লাইভ পেমেন্ট প্রুভ দেখানো হলো।

Unnamed












সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Totalk অ্যাপস দিয়ে প্রতিদিন 75 থেকে 80 টাকা ফ্লেক্সি লোড দিতে পারবেন। আর একটু বুদ্ধি খাটিয়ে আনলিমিটেড ফ্লাক্সিলোড প্রতিদিন দিতে পারবেন। অ্যাকাউন্ট খুল্লেই 20 credit পেয়ে যাবেন.

Totalk অ্যাপস থেকে আমি এক মাসে 12000 টাকার বেশি ইনকাম করেছি। অনেকের নিয়মটা শিখেছিলাম তারা এখন ইউটিউবে তে পোস্ট করছে তাই আমি আপনাদের সামান্য কিছু ইনকাম করানোর জন্য ট্রিকবিডিতে পোস্টটি করলাম। এরকম আরও দুইটি ভালো ফ্লাক্সিলোড দেওয়ার এ্যাপস আছে সেগুলো পরবর্তীতে শেয়ার করা হবে। নিচের ট্রিকবিডি হেল্প গ্রুপে সবাই জয়েন হন ওখানে নিউ নিউজ দেওয়া হয়।

আপনারা গ্রামীন সিমে ফ্লেক্সিলোড লোড দিবেন অন্য সিমে হয়তো ফেল আসতে পারে।

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

<N——————————————————————————S

To-Talk ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)



N——————————————————————————-S

 

App Clone Pro ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)



N——————————————————————————-S

**কিভাবে মোবাইল নম্বারে লোড করবেন।**


লাইভ ফ্লাক্সিলোড।


প্রথমে totalk অ্যাপসটির wallet অপশনে গিয়ে নিচের top up অপশনে ক্লিক করুন।

তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।

তারপর দেখবেন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন টাকা অপশন আছে আপনার যেরকম পয়েন্ট আছে সেরকম অপশনে ক্লিক করে নিচে ওকে বাটনে ক্লিক করুন।

তারপর নিচের ওকে বাটনে ক্লিক করুন।

তারপর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন খোলার সময় সেই পাসওয়ার্ডটি দিন। তারপর ওকে বাটনে ক্লিক করুন।

হিস্টরি দেখেন লোড সাকসেসফুল।

তারপর 5 মিনিটের মধ্যে আপনার ফ্লাক্সিলোড চলে আসবে।

N———————————————————————–S

**কিভাবে একাউন্ট করবেন।**



প্রথমে উপরের ডাউনলোড লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করুন। তারপর নিচে রেজিস্টার বাটনে ক্লিক করুন।

তারপর উপর থেকে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার ওই নাম্বারে একটি এসএমএস চলে আসবে এসএমএসে একটি কোড থাকবে কোডটি ওখানে দিয়ে ডান বাটনে ক্লিক করুন।

স্কিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।

wallet অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার 20 ক্রেডিট জমা হয়েছে। একটি নিউ অ্যাকাউন্ট খললে ২০ ক্রেডিট দেই।

স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।

তারপর একটি পাসওয়ার্ড সেট করে নিচের ডান বাটনে ক্লিক করুন।

তারপরে দেখবেন নিচের টপ-আপ অপশন চলে এসেছে।

**কিভাবে পয়েন্ট বাড়াবেন।**



প্রথমে totalk অ্যাপস টি ওপেন করে স্ক্রীনশটএর দেখানো মেসেজ অপশনে ক্লিক করুন।

তারপরে দেখবেন 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ওপরে একটি এড চলে আসবে। এড টিতে ক্লিক করুন। তারপরে কোন ওয়েবসাইট বা প্রে স্টোরে নিয়ে যেতে পারে। সেখানে ৩০ সেকেন্ড দেরি করবেন। তারপর ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন। এখন এই ব্যনার এড সবাই ক্লিক করবেন কারণ ভিডিও এড দেখলে তেমন পয়েন্ট দিচ্ছে না। ব্যনার এড আনলিমিটেড পাওয়ার জন্য যেকোন ভিপিএন ইউএস কানেক্ট করে ভিন্ন ভিন্ন এড ক্লিক করে বেেশি পয়েন্ট ইনকাম করুন।

তারপরে আপনি এক মিনিট wait করবেন মেসেজ অপশনের মধ্যে দেখবেন স্ক্রিনশটে দেখানো এরকম একটি এড আসবে এটা ভিডিও এড। এই ভিডিও অ্যাড এক ঘন্টা পর পর পাওয়া যায়। আনলিমিটেড পাওয়ার জন্য যে কোন ভিপিএন us কানেক্ট করে apps ঢুকবেন তাহলে নিউ নিউ এড পাবেন। এড এর পয়েন্ট আপনার একাউন্টে যুক্ত হবে পরের দিন দুপুর 12 টার পরে।

**কিভাবে আনলিমিটেড পয়েন্ট করে আনলিমিটেড ফ্লাক্সিলোড দিবেন।**



উপরের ডাউনলোড বাটন থেকে এপস কোলন অ্যাপস টি ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করুন। তারপর totalk অ্যাপসটি 8 থেকে 9 টা কোলন করুন।

8 থেকে 9 টা কোলন করা হয়ে গেলে সব কয়টা ইন্সটল করুন। তারপর প্রথম কোলন totalk apps ওপেন করে নিউ নাম্বার দিয়ে একাউন্ট খুলুন। একাউন্ট করলে আপনি বিশ ক্রেডিট পাবেন। তারপর একটি এড এবং একটি ভিডিও এড এ ক্লিক করবেন। তারপরে আপনার কাজ শেষ। তার পরের দিন দ্বিতীয় কোলন অ্যাপস টি ওপেন করে নিউ নাম্বার দিয়ে একাউন্ট করবেন।তারপর একটি এড এবং একটি ভিডিও এড এ ক্লিক করবেন। তার পরের ত্বিতীয় কোলন একাউন্ট করবেন এইভাবে 7 দিন 7 টি একাউন্ট খুলবেন। সাত দিন পর থেকে আপনি নিয়মিত প্রতিদিন 75 থেকে 80 টাকা করে ফ্লাক্সি লোড দিতে পারবেন এই নিয়মে.

N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। [ Modding পর্ব 1 ]

Fb Lite অ্যাপসে নাইট মোড বাটন এড করুন। [ Modding পর্ব 2 ]

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।









যোগাযোগঃ


Facebook– https://facebook.com/nsasns

Messenger– https://m.me/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com


ট্রিকবিডি সকল মেম্বারদের জন্য একটি মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। সবাই জয়েন করুন। সকল প্রকার হেল্প পাবেন। নিচের লিংকে ক্লিক করুন।

Trickbd – Help Group

NS Sabur

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l ভাল লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।