Site icon Trickbd.com

TrickBD Legit Or Scam আসুন সত্যটা জেনে নিন

TrickBD Legit Or Scam ? তারা আসলেই Author দের Payment দিয়ে থাকে আসুন আজকেই জেনে নেই মূল বিষয়।

TrickBD Legit Or Scam TrickBD Legit Or Scam এটা নিয়েই চলছে অনেকের মনে কল্পনা জল্পনা।

অনলাইনে আয় করাটা অনেকের স্বপ্ন হয়ে থাকে আর আমরা অনেকেই কাজ করতে আগ্রহী হয়ে থাকি।

আর পেমেন্ট এর সময় কম বেশী সবার মনের ভিতর প্রশ্ন আসতে থাকে টাকা টা কখন আসবে।

আসলেও কি আসবে। কোন সময় আসবে।

আর এটা তখন ঘটে যখন প্রথবার কেউ পেমেন্ট নিতে চলেছে কিংবা যে অনেকবার ধোকার ফাদে পড়েছে।

আর এরকম হওয়াটা স্বাভাবিক।

কারন অনলাইন এমন একটা জিনিস যা যে কোন প্রান্তের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে দিতে পারে।

আর সেই যোগাযোগ থেকে আর্নিং করাটাও এখন স্বাভাবিক।

আর আপনি যার কাজ করবেন তার সাথে আপনার কোন প্রকার পরিচয় নাও থাকতে পারে।

তবে যদি কাজ করতে চান আপনার বিশ্বাস রাখতে হবে। আবার সকল কিছু কে বিশ্বাস করাটাও বোকামী।

তাই বলে এই নয় যে সকল কিছুই ভাওতাবাজীতে চলে।

তবে লক্ষ্য করতে হবে আপনি যার সাথে কাজ করছেন সে এই অনলাইন জগতে কত বছর ধরে টিকে আছে।

যদি তা দীর্ঘ মেয়াদী হয়ে থাকে তবে অবশ্যই তা Legit হওয়ার সম্ভাবনা থাকে।

আর বয়স যত কম হবে তত Scam হওয়ার সম্ভাবনা থাকে।

তবে যেহেতু অন্য কোন বিষয় নিয়ে নয় বরং TrickBD Legit Or Scam নিয়ে কথা চলছে চলুন আসল প্রসঙ্গে আসা যাক।

সবার আগে জেনে নেই ট্রিকবিডির বয়স কত?

আপনি নিজেও চেক করে দেখতে পারেন এখানে ক্লিক করুনঃ

Trickbd Domain age

লজিকঃ

#1

৭ বছর ১২৭ দিন তবে এটা যদি Scam হতো এতোদিনে অনেক রিপোর্ট আসতো ট্রিকবিডির নামে। কিন্তু কই কোন রিপোর্ট পাওয়া যায়নি আজ অবধি।  আর আমি প্রথম TrickBD Legit Or Scam নিয়ে আর্টিকেল পাবলিশ করছি।

#2

সাইটের জনপ্রিয়তা কেমন তা বের করতে হবে। কারন যদি তা Scam হয় তা বেশী দিন টিকে থাকে না।

আর যদি টিকেও থাকে তার জনপ্রিয়তা থাকে না।

Trickbd alexa

আর এখানে তো দেখা যাচ্ছে Alexa Rank অনুযায়ী

World Rank = 56,404

BD Rank= 277

India = 76,921

United States = 228,371

তাহলে প্রথমত এতো ভালো Rank এ থাকা সাইট নিয়ে কিছু বলার আগেও আমার একটু ভেবে নেওয়া উচিত ছিলো।

যাই হোক ভুল যেহেতু করে ফেলেছি সত্য উম্মোচন করেই শেষ করবো।

 

#3

কত বছর ধরে Payment করছে তা জানা দরকার। যেমন সবাই জানি ২০১৮ থেকে অফিশিয়াল ভাবে Author দের একটা সম্মানি দেওয়া শুরু করে TrickBD.

তবে গত দুই বছরে কি কেউ পেমেন্ট পায় নাই। আর যদি পেয়ে না থাকে তবে অবশ্যই এর মধে কোন তথ্য পাওয়া যেত।

যেহেতু গত দুই বছরে Fake বা গুজব কিছুই শুনতে পাওয়া যায় নাই তবে এটা অবশ্যই পেমেন্ট করে।

তাই সবার আগে Fake কিনা জানার জন্য Payment নিয়েছে বা অনেক আর্টিকেল লিখেছে এমন কারো সাথে যোগাযোগ দরকার। তাহলেই জানা যাবে।

 

এবার চলুন আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাকঃ

আমরা সবাই জানি যে ট্রিকবিডির আর্ন আসে Adsense থেকে।

Adsense

আর Adsense Payment 21 and 26 প্রসেসিং শুরু হয় আর তা হাতে আসতে ৪-১০ অথবা ১৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ( I am Noob ভুল হলে জানাবেন)

এবার তাহলে মাথায় রাখতে হবে যে TrickBD Payment পাওয়ার পর আপনাকে আমাকে পেমেন্ট করবে।

আপনি কি ভাবছেন এখানেই শেষ আমাদের কিছু গছিয়ে দিয়ে তারা অনেক লাভ করছে তাহলে ভুল ভাবছেন।

তাদের Domain বাদ দিলাম Hosting এর পিছনেই অনেক খরচ পড়ে যায়।

তারপর সাইটের পিছনে আরো থাকে বাড়তি খরচ।

আর পাশাপাশি ট্রিকবিডিতে Author সংখ্যা অনেক সবাইকেই তারা পেমেন্ট করে থাকে।

আর একবার ভেবে দেখুন এতজন Author দের তারা কিভাবে চালিয়ে নিয়ে যায় এই একটি মাত্র ওয়েবসাইট থেকে।

তাহলে তাদের কতই বা আর লাভ হয় নিজেই ভাবুন।

তারপরেও এই TrickBD এর মত প্লাটফর্ম আছে বলেই আপনাকে আমাকে উৎসাহিত কিংবা বাহ বাহ দিয়ে যাচ্ছে সাথে সম্মানি।

তো একটা কথাই বলবো “ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা”।

তাই বলে কাউকে দোষ দিচ্ছি ভাবলে ভুল ভাববেন কারন ভুল থেকেই আমরা শিখে থাকি।

 

আমার নিজস্ব মতামতঃ

TrickBD 100% Payment করে থাকে। তবে তা মাঝে মাঝে একটু বেশী সময় নেয়।

আর মাঝে মাঝে তা খুব তাড়াতাড়ি চলে আসে।

যেমন আমি একবার ৬ মাস পর পেমেন্ট পেয়েছি আর বাকি গুলো ১৫-৩০ দিনের মধ্যেই তারা পাঠিয়ে দিয়েছে।

আর একটা কথা পার্সোনাল হলেও না বললেই নয়।

একবার আমি রানা ভাইয়াকে মেইল দিয়ে জানিয়েছিলাম যে ভাই আমার তো টাকা দরকার ৫০০ পূরন হয় নাই আর যা হয়েছে যদি এই মুহূর্তে এটা পেতাম উপকার হতো।

তিনি আমাকে নিজে থেকেই পাঠিয়ে ছিলেন + আমি একাউন্ট থেকে কাটতে বলেছিলাম তাও সে করেনি।

তাকে পাঠাতে চাইলে তিনি কোন তথ্য দেননি যার মাধ্যমে তাকে টাকা পাঠানো যেত।

এর থেকে বোঝা যায় Admin সাইট ব্যতীত তার Author দের আপদে বিপদে দৌড়ে আসে।

 

আমার পেমেন্ট প্রুফঃ

 

আমি ট্রিকবিডির Author ছাড়া আর কিছুই নই। তারপরেও অনেক কিছু বোঝানোর উদ্দেশ্যে আর্টিকেল টি তৈরী করেছি।

তাই যদি কোন প্রকার ভুল কিছু বলে থাকি তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাতে পারেন কিছু সংশোধন করার দরকার হলে।

সবশেষে বলতে চাই TrickBD প্রথম থেকেই Legit রয়েছে আশা করি তা আগামীতেও থাকবে।

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

 

লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )

Web| Page | Group

Exit mobile version