Site icon Trickbd.com

ভেরিফাইড পেপাল খুলবেন যেভাবে এবং Go2Bank থেকে টাকা ট্রান্সফার করার নিয়ম (পর্ব -৩ )

ভেরিফাইড পেপাল খুলতে চাচ্ছেন কিন্তু হচ্ছেনা তাহলে আর্টিকেল টি আপনার জন্য চলুন শুরু করা যাকঃ-

সিরিজের গত দুই পর্বে সার্ভে কাজ নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখেন নি তারা দেখে নিবেন কষ্ট করে। 

সার্ভে কাজ কি ? সুবিধা ও অসুবিধা এবং নিয়ম সাথে মাসে আয় করুন 8K থেকে 24K BDT
সার্ভে কাজ করে মাসে 8K থেকে 24K পর্যন্ত আয় করুন খুব সহজেই SurveyJunkie.Com A To Z – ( পর্ব-২ )
 
সার্ভে কাজের ব্যাপারে নতুন আপডেট আসছে যারা জাংকি নিয়ে অনেক সমস্যায় পড়েছেন তাদের জন্য এমন কিছু সাইট নিয়ে প্রুফ সহ আলোচনা করবো যেগুলোতে আপনার কোন প্রকার ব্যাংক , এস এস এন এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন দরকার হবে না।
 
অলরেডি যারা জয়েন হয়েছিলেন তাদের জানার কথা আর যারা এখনো জানেন না তারা ট্রিকবিডিতে চোখ রাখুন প্রতিদিন।

Verified Paypal

প্রথমত আপনাকে পেপাল খুলতে হলে যে সকল বিষয় গুলো সংগ্রহ করতে হবে চলুন একনজরে দেখে নেওয়া যাকঃ-
  1. USA Mobile Number
  2. SSN
  3. Gmail
  4. Internet Connection With Browser  
  5. Go2Bank

 

USA Mobile Number

 
আপনি চাইলে ওয়ান টাইম নাম্বার ভেরিফিকেশন করেও পেপাল একাউন্ট খুলতে পারবেন ২য় পর্বে এ নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে সমস্যা হবে টেম্পোরারি নাম্বার দিয়ে খুললে আপনি যখন নাম্বার ভেরিফিকেশন এর ফাদে পড়বেন তখন  সব শেষ।
এত কষ্ট না করে জাস্ট ৯০-২০০ টাকার মধ্যে একটি Google Voice নাম্বার ক্রয় করে নিবেন কারো কাছে থেকে।
এর সুবিধা হবে আপনি লাইফ টাইম একটি ইউএসএ নাম্বার চালাতে পারবেন এবং যে কোন সময় ২ স্টেপ ভুল বশত চালু হয়ে গেলেও ভেরিফাই করে লগিন করতে পারবেন।
 
আর যদি আপনি নিজেই বানাতে চান তবে নিচের লিংকে চলে যান এবং যে কোন ইউএসএ রিয়েল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন ব্যস আপনার লাইফ টাইম নাম্বার রেডি।
 
https://voice.google.com/
 
 

SSN

এটা কোথায় পাওয়া যাবে তা নিয়ে আমি বিস্তারিত ধারনা দিয়ে দিয়েছি ২য় পর্বে । আর এখানে কোন প্রকার ফেক এড্রেস দিয়ে কাজ হবে না সো যদি সম্ভব হয় ১০০-১৫০ টাকার মধ্যে একটি ফ্রেশ Social Security Number সহ তথ্য কিনে নিন।
 
আর আশা করি বাদ বাকী যা লাগবে তা আপনাদের কাছে আছে।
 
প্রথমে আপনি https://www.paypal.com/us  এই লিংকে প্রবেশ করুন।
 
 সাইন আপ বাটনে ক্লিক করুন।
এবার পার্সোনাল একাউন্ট নির্বাচন করে দিন
এবার আপনার গুগল ভয়েস নাম্বার টি বসান।
গুগল ভয়েসে প্রেরিত কোড টি দিয়ে ভেরিফাই করে ফেলুন
এবার জিমেইল , নাম এবং পাসওয়ার্ড বসিয়ে ফেলুন এবং নেক্সটে চলে যান।
আপনার এড্রেস টি বসিয়ে ফেলুন।
এবার লিংক কার্ড আসলে আপনার Go2Bank এর ডেবিট কার্ড টি যুক্ত করে দিবেন।
আর হ্যা অবশ্যই মেইল কনফার্ম করে নিবেন।
এবার হচ্ছে মূল কাজ আপনার পেপাল থেকে ওয়ালেট অপশনে চলে যান
লিংক ব্যাংক ফিচারে ক্লিক করুন।
এবার ম্যানুয়ালী বসাতে হবে কারন Go2Bank লিস্টে নেই। তাই আপনার ব্যাংক থেকে রাউটিং নাম্বার এবং একাউন্ট নাম্বার টি কপি করে এখানে বসাতে হবে।
আপনার ব্যাংকে লগিন করলে ASAP Direct Desposit মেনু তে ক্লিক করুন তাহলে আপনি রাউটিং নাম্বার এবং একাউন্ট নাম্বার পেয়ে যাবেন।
 
তাহলে ব্যাংকের তথ্য বসিয়ে দিয়ে Agree And Link বাটনে ক্লিক করে দিন।
এবার পেপাল আপনার ব্যাংকে ক্ষুদ্র দুইটি ডিপোজিট পাঠাবে ৩-৭ দিনের মধ্যে।
আপনার যদি ব্যাংকে পেপাল থেকে কোন প্রকার ডিপোজিট হয় তবে পেপালে লগিন করে ওয়ালেট অপশনে এসে কনফার্ম ব্যাংক করে দিবেন।
 
এবার আপনাকে বসাতে হবে পেপাল প্রথম কত পাঠিয়েছে এবং ২য় বারে কত পাঠিয়েছে।
উপরের ব্যাংকের চিত্রটি দেখুন।
আপনাকে সঠিকভাবে ডিপোজিট গুলো ঘরে বসিয়ে কনফার্ম করে দিতে হবে।
 
এবার আশা করি আপনার পেপাল ডিপোজিট প্রয়োজন হবে তাই আনলক পেপাল ক্যাশ প্লাস একাউন্ট টি ওপেন করে নিন ।
সব কিছু দেখা হয়ে গেলে Continue করে দিন। 
 
এবার আপনার SSN এর তথ্য এখানে দিন।
ব্যস হয়ে গেলো আপনার ক্যাশ প্লাস একাউন্ট।
আর যদি ব্যাংক ভেরিফাই করে ফেলেন তবে তো আপনি ফুল ভেরিফাই করতে সফল হয়ে গেছেন।
যদিও বাংলাদেশের আইপি দিয়ে কাজ করা যায় তবে সাজেশন করবো আমেরিকান রেসিডেন্সিয়াল পার্সোনাল আইপি ব্যবহার করার যদি একটানা অনেক দিন চালাতে চান।
 
কি ভাইজান সোজা না জিনিস টা তাহলে কেন ক্রয় করবেন ভেরিফাই করা পেপাল হাজার কিংবা তার বেশী দিয়ে নিজেই তৈরী করে ফেলুন নিজের একাউন্ট এবং ফুল ভেরিফাই করে নিন।
 
উপসংহারঃ
আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার সাথে কাজ করার আগ্রহ নিয়ে গিয়েছেন অনেকেই সফল হয়েছেন অনেকে হন নাই। 
তবে যারা চেষ্টা করে সফল হয়েছেন এবং ৫-২০ ডলার + আয় করতে সক্ষম হয়েছেন তাদের অনেকেই ডলার ট্রান্সফার করবেন কিভাবে তা জানতে চেয়েছিলেন কিন্তু আমি তখন কোন উত্তর দেই নাই।
 
কারন হলো আমি Wise/Remitly/Worldremitly ইত্যাদি সাইট ব্যবহার করে সরাসরি টাকা আনা যায় কিনা তা নিয়ে রিসার্চ করছিলাম কারন ধরে নিন আপনি কিছুটা হলেও আয় করেছেন। 
কিন্তু সেটা যদি কোন ভাবে ভুল পথে গিয়ে মার যায় সেক্ষেত্রে আমার দোষ হবে
 সো আমি উপরের ৩ টা দিয়ে চেষ্টা করলাম অলরেডি পেমেন্ট করার কয়েকঘন্টা পর একাউন্ট ব্লক করে দেয় এবং কিছুটা লস ও হয়েছে রিসার্চ করতে গিয়ে তারপরেও যদি ভালো কোন আইডিয়া দেওয়া যায় ( go2Bank Declined)।  তাই অপেক্ষা করিয়েছিলাম আজকে সব সমাধান লিখে দেওয়ার মত সময় হয়ে ঊঠে নাই তবে নিচের ভিডিও টি দেখলে শেষ পর্যন্ত সব ক্লিয়ার হয়ে যাবে।
পেপাল খোলা থেকে শুরু করে পেপাল দিয়ে টাকা ট্রান্সফার কিভাবে করবেন ভিডিও তে আলোচনা করেছি যারা ডলার গুলো ট্রান্সফার কিংবা সেল করতে পারছেন না তারা এই ভিডিওতে দেখানো  পদ্ধতি অবলম্বন করুন।

 

যারা এখনো কাজটি শিখার চেষ্টা করেন নাই তারা চাইলে আমাদে গ্রুপ থেকে ফ্রি আইপি দিয়ে কাজ টি শিখে নিতে পারেন।
যদি মনে হয় কাজটি আপনার জন্য পারফেক্ট তবেই করুন।
আর ব্যান নিয়ে অনেক সমস্যা রয়েছে সব থেকে বেটার সমাধান যেটা আছে সেটা হলো RDP দিয়ে কাজ করা আর তা অবশ্যই রেসিডেন্সিয়াল হতে হবে ডাটা সেন্টারের আইপি হলে চলবেনা।
যদি চান আমাদের গ্রুপে জয়েন হতে পারেন।
লিংক 
 
 
অল্টার ফান 
 
 
Exit mobile version