সার্ভে কাজ কি ? বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি অনলাইন ভিত্তিক আয়ের উৎস হলো এই সার্ভে কাজ। 

সার্ভে কাজ কি

 
সার্ভে কাজ কিঃ আশা করি আপনি দোকান কিংবা শপিংমল অথবা অনলাইন সাইট থেকে প্রোডাক্ট কিনেছেন। অথবা প্রতিমাসেই কিনে যাচ্ছেন।  এখন আপনাকে যদি আপনার বলা হয় যে তাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করবে আপনাকে তার উত্তর দিতে হবে।
আপনি হয়তো বলবেন যে আপনার সময় নেই আপনি অনেক ব্যস্ত কিংবা অন্য কিছু হয়তো কেউ রাজী হয়েও যেতে পারেন।
কিন্তু আপনাকে যদি বলা হয় যে তারা আপনাকে তাদের প্রডাক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করবে আর আপনি যদি তার উত্তর দেন তবে আপনাকে তারা তার জন্য অর্থ প্রদান করবে। তাহলে আমি শিউর বেশীরভাগ মানুষ এই জরিপে অংশগ্রহন করবে।

 

ঠিক তেমনি ভাবে আপনাকে এরকম আরো অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে চলুন আমি আরো কিছু উদাহরন আপনাদের দেই।
ব্যাংকে একাউন্ট নিয়ে প্রশ্ন করতে পারে যেমন আপনি মাসে কত টাকা খরচ করেন কত টাকা ইনভেস্ট করেন কিংবা আপনি কি কি সার্ভিস গ্রহন করে থাকেন – যেমন ধরুন হতে পারে সেটা নেটফ্লিক্স প্রিমিয়াম মেম্বারশীপ কিংবা অ্যামাজন অথবা অন্য কিছু। হতে পারে সেটা আপনি কি মোবাইল অপারেটর ব্যবহার করেন কিংবা কত টাকা মাসে বিল দেন এই ধরনের।
অথবা আপনাকে সার্ভে কাজ টিতে আরো প্রশ্ন করা হতে পারে যে আপনি বছরে কতবার ভ্রমন করেন। ভ্রমন ,হোটেল, গাড়ি ব্যবহার পর্যন্ত সব ধরনের প্রশ্নই থাকতে পারে। এছাড়াও কোন বিমানবন্দর ব্যবহার করেন কিংবা আর কি কি সার্ভিস গ্রহন করে থাকেন এই সব বিষয় গুলো এর ভিতর অন্তর্ভুক্ত।
 
অথবা জিজ্ঞাসা করবে রাজনীতি, ইনভেস্ট, খেলাধুলা, সেলিব্রেটি, চিকিৎসা, আর্ট, ভিডিও, গেমস কিংবা আপনি দৈনান্দিক জীবনে যা করেন তা নিয়েই মূলত প্রশ্ন করা হয়ে থাকে। আর এই সকল প্রশ্নের উওর দেওয়ার জন্য তারা মোটা অংকের অর্থ প্রদান করে থাকে।
 

 

প্রতিটি সার্ভে ১ মিনিট থেকে শুরু করে ৬০+ মিনিট পর্যন্ত হয়ে থাকে যত বড় সার্ভে তত বেশী পয়েন্ট বা অর্থ আপনাকে প্রদান করা হবে।
আপনি একটি সার্ভে পূরন করার মাধ্যমে পেতে পারেন সর্বোচ্চ ৭ ডলার কিংবা আরো বেশী তবে সর্বনিম্ন পয়েন্ট এর সার্ভেও রয়েছে সব সময় যে বেশী পয়েন্ট এর সার্ভে আসবে তা কিন্তু ঠিক নয়। 

 

 
এই সার্ভে কাজ করে যে কেউ ৩-৪ ঘন্টার মধ্যে ৫ ডলার নিমিষেই আয় করতে সক্ষম হবে। আর যদি আপনার ইংরেজি সম্পর্কে ভালো ধারনা থাকে তবে ১০০-৩০০+ ডলার আয় করা আপনার জন্য কোন সমস্যাই মনে হবেনা মাসে।
 
কি আপনিও ভাবছেন নাকি কাজ করার কথা তবে বলে নেই বাংলাদেশ এ এরকম কোন ভালো প্লাটফর্ম নাই আর যেগুলো আছে সেগুলো থেকে আপনার ৫ ডলার আয় করতে গিয়ে উলটা ১০ ডলার খরচ হয়ে যাবে।

 

 সার্ভে কাজ  কিভাবে করবেন?

যদিও বলেছি সার্ভে বাংলাদেশের জন্য প্রযোজ্য না তাই বলে কিন্তু এটা ভাববেন না যে  বাংলাদেশ থেকে  কাজ করা সম্ভব না। অবশ্যই সম্ভব কিন্তু এর জন্য আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে এবং কিছু খরচের ব্যাপার ও রয়েছে।
তবে আমি বলবো যা খরচ হবে তা আপনি ৫-৭ দিনের মধ্যে উঠিয়ে ফেলতে পারবেন এবং বাকী ২৩ দিন যা আয় করবেন তা সম্পূর্ণ খরচ উঠার পর প্রফিট হিসাবে থাকবে আপনার কাছে।
 

 

সার্ভে কাজ করার জন্য যা প্রয়োজনঃ

  1.  রেসিডেন্সিয়াল আইপি কিংবা ভিপিএস – সর্বনিম্ন খরচ ১০০০ টাকা থেকে শুরু করে ৩০০০+ টাকা
  2. মোবাইল কিংবা পিসি – আশা করি এটা সবার কাছেই আছে যে কোন একটি কিংবা দুটোই
  3. একটি ভেরিফাই করা আমেরিকার ব্যাংক একাউন্ট এবং ডেবিট কার্ড 
  4. ইউএসএ নাম্বার ভেরিফিকেশন ওয়ান টাইম নন ভিওআইপি
  5. ইংরেজীতে দক্ষ হলে তো কথাই নাই। 
মোটামুটি এ কয়টি জিনিস যদি আপনি ব্যবস্থা করতে পারেন তবে আপনি সার্ভে কাজে অংশগ্রহন করতে পারবেন।
 
 

সার্ভে কাজের সুবিধাঃ

সুবিধা না থাকলে কি কেউ কাজ করে নাকি? এখানে সুবিধা হলো আপনি কিছু প্রশ্নের উত্তর প্রদান করার জন্য পাবেন ডলার। সার্ভে কাজ করার জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে এবং সাইট অনুসারে তাদের পলিসি ভিন্ন।
মোট কথা আপনি ঘরে বসে সহজেই আয় করতে পারবেন এবং ১০০% ট্রাস্টেড।
আপনি গিফট কার্ড, পেপাল, ব্যাংক ট্রান্সফার , ভার্চুয়াল ভিসা কার্ড ইত্যাদি সিস্টেমে আপনার পেমেন্ট কালেক্ট করতে পারবেন।
এবং আপনি চাইলে আপনার রি-ওয়ার্ড সেল করে কিংবা সরাসরি ডলার কে টাকায় ও কনভার্ট করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। 
 
 

সার্ভে কাজের অসুবিধাঃ

সব কিছুতেই সুবিধা এবং অসুবিধা বিরাজমান। সার্ভে কাজেও রয়েছে নানান অসুবিধা তবুও কিন্তু থেমে থাকছেনা কেউ।
তবে চলুন জেনে নেই কিছু অসুবিধা গুলোঃ-
 
প্রথমত আপনাকে একটি ইউএসএ ভেরিফাইড ব্যাংক কিংবা পেপাল একাউন্ট যোগাড় করতে হবে।
আপনাকে ওয়ান টাইম ভেরিফিকেশন প্রসেস এর মাধ্যমে আইডি ভেরিফাই করতে হবে।
অতিরিক্ত ভুল উত্তরের জন্য আপনার একাউন্ট টি ব্যান হতে পারে।
আপনাকে রাত ১২ টা থেকে সকাল ৮ পর্যন্ত এই টাইমে কাজ করতে হবে। যদি দিনের বেলায় সার্ভে পূরন করেন তবে আইডির সমস্যা হতে পারে।
যদি কোন কারনে আইডি নষ্ট হয়ে যায় কিংবা ব্যান হয়ে যায় তবে আপনাকে ব্যাংক এবং পেপাল দুটোই পরিবর্তন করতে হবে।
আপনাকে সব সমইয় চেক করতে হবে আপনার আইপি এবং ডিএনএস ১০০% ইউএসএ এর লোকেশন হয়েছে কিনা।
জাস্ট এসব জিনিস গুলো যদি এড়িয়ে চলা যায় তবে আপনি নিশ্চিন্তে কাজ করে যেতে পারবেন।
আর হ্যা আইপি কিনে কাজ করাটাও আসলে অসুবিধা কিন্তু এটা ছাড়া আপনি অনেক সার্ভে সাইটে প্রবেশ ও করতে পারবেন না।
তাহলে মূলত এই ছিলো সার্ভে কাজের সম্পর্কে বিস্তারিত।

উপসংহারঃ

দীর্ঘ ৫-৬ মাস পর লিখতে বসলাম তাই কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভেবেছিলাম কিভাবে কাজ করতে হয় এবং কোন কোন সাইট সবথেকে ভালো এবং পেমেন্ট থেকে শুরু করে আদি থেকে অন্ত। কিন্তু সমস্যা হলো ট্রিকবিডি তে আর্নিং পোষ্ট এর উপর রয়েছে কড়া নির্দেশনা তাই শেয়ার করতে গিয়েও জাস্ট সার্ভে কাজের ধারনা পর্যন্ত দিয়ে থেমে যেতে হয়েছে।
তবে আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন তবে আমি আইডিও তোয়াক্কা না করে সম্পূর্ণ ১০০ পর্বের সিরিজ শেয়ার করবো। যেখানে থাকবে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট – গেম এন্ড এপ মেকিং, সার্ভে , এ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং এসএইও করে কিভাবে টাকা আয় করা যায় তা আপনাদের আমি গাইড করবো এন্ড পার্সোনালি ফ্রি তে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো।
তবে আজকে যেহেতু সার্ভে নিয়ে আর্টিকেল প্রকাশ করলাম তবে চলুন কিছু পেমেন্ট প্রুফ দেখে নেওয়া যাক।
এবং ট্রিকবিডি টিমের কাছে আমার আবেদন রইলো ট্রিকবিডিতে আর্নিং পোষ্ট পাবলিশ করার অনুমতি দেওয়ার জন্য তাহলে আমি যেসব কাজ করে আয় করছি আমি চেষ্টা করবো সে সকল কাজ গুলো ট্রিকবিডিতে শেয়ার করার জন্য।
আমি আপনাদের টাকা দিয়ে উপকার করতে পারবোনা হয়তো কিন্তু এমন কিছু শিখিয়ে দিতে পারবো যার কারনে আর পকেট ফাকা থাকবেনা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এটা ছিলো জাস্ট একটা সাইটে পেমেন্ট প্রুফ  আমি জানি হয়তো এটা অনেক সামান্য কিন্তু যারা বেকার বসে আছে তাদের জন্য কিন্তু সামান্য বললে ভুল হবে।
আর আপনি মাত্র ৪ ঘন্টা কাজ করলে সহজেই ৫ ডলার আয় করতে পারবেন।
অনেকেই আছেন যারা আইপি কিনে কাজ করতে পারবেন না তাদের জন্য আমি একটি গ্রুপ তৈরী করেছি যেখানে আমি কাজ করার জন্য ১ ঘন্টা পর পর কিছু আইপি শেয়ার করে থাকি আপনারা চাইলে জাস্ট ফ্রি আইপি আমাকে লাগবে আমাকে ম্যাসেজ দিলে আমি আপনাকে ১ ঘন্টার আইপি দিবো যতবার আপনি নিতে চান।
সো চাইলে আমার গ্রুপ থেকে ঘুরে আসতে পারো সার্ভে কাজ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আর ট্রিকবিডি থেকে অনুমতি পেলে অবশ্যই  ট্রিকবিডিতে আর্টিকেল শেয়ার করা হবে।
তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মত বিদায় নিচ্ছি।
দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন।

60 thoughts on "সার্ভে কাজ কি ? সুবিধা ও অসুবিধা এবং নিয়ম সাথে মাসে আয় করুন 8K থেকে 24K BDT"

  1. Sk Shipon Author says:
    facebook link den plz
    1. Cyber_Prince Author Post Creator says:
      Facebook Link Updated Check Post Again Dear
  2. Abdus Sobhan Author says:
    Hlw dear
    Good to see you back ??
    1. Cyber_Prince Author Post Creator says:
      Thank You My Dear Brother
  3. Abdus Sobhan Author says:
    Group link thik nei bro edit it
    1. Cyber_Prince Author Post Creator says:
      ok bro
  4. 2Xa4A Author says:
    Ip diye ki hobe jekhane PayPal/Usa number naai?
    1. Cyber_Prince Author Post Creator says:
      But I can help you
  5. YASIR-YCS Author says:
    Isn’t it 100 percent haram?
    1. Cyber_Prince Author Post Creator says:
      Vai Vector Make Kora O Haram And Adsense Earn Also Haram And Onek Kisui Kintu Haram But Ei Lockdown E Jara Kaj Na Peye Kosto Korche Tader Motamot Ki Hobe I Don’t Know.

      But Ami Kauke Force Korbo Na Keu Jodi Mone Kore Je Se Kaj Korbe Ami Ta Ke Help Korbo.

    2. YASIR-YCS Author says:
      আগে না জেনে এইসব করতাম ভাই?। Self ক্লিক, এডসেন্স, আরো যা যা আছে। একটু বুঝার পর থেকে নিজে করি না কাউকে করতে ও দেই না?
  6. reaz101 Contributor says:
    আসি ইংরেজিতে দক্ষ নাহ
    আর usa ডেবিট ক্রেডিট কার্ড কোথায় পাবো
    1. Cyber_Prince Author Post Creator says:
      সব আমি ব্যবস্থা করে দিবো কিংবা উপায় বলে দিবো যদি ট্রিকবিডি কর্তৃপক্ষ অনুমতি দেয় আমাকে সিরিজ কন্টিনিউ করার।
  7. 2Xa4A Author says:
    I want to work with your free ip.
    But I don’t have usa number/debit/credit card.
    How can i get that? Any tricks?
    1. Cyber_Prince Author Post Creator says:
      ট্রিকবিডির সাথেই থাকুন আমি A To Z সকল প্রসেস শেয়ার করে দিবো ভাইজান
  8. iT LeArNeR Contributor says:
    Boss, ami to vebechilam apni ar back asben na… But apni back aslen?… Thank you boss, take love?❤️❤️❤️…
    Ar obviously apni series continue koren vai… Servey er kaj onekei shikte cay, kintu kunu perfect guideline pay na… Ja pay seta holo premium course… Apni plz series ta continue koren❤️❤️❤️
    1. Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ভাইয়া ভালোবাসা নিবেন।
      Just Waiting For Trickbd Team’s Permission
  9. Shakib Expert Author says:
    USA Number 2nd Line Theke Pabo, but credit card real pawa tough hobe na?

    By the way, Thanks For the post….. Hopefully, Trickbd support team give you permission to continue this series

    1. Cyber_Prince Author Post Creator says:
      2nd line = Banned / Ja Lagbe Ami Manage Kore Dite Parbo Ebong All Trick Share Korbo Trickbd Team Permission Dile
    2. Shakib Expert Author says:
      oh ok !!!
  10. ꜰᴀɪʀʟᴇꜱꜱ࿐ Contributor says:
    আমি করতে চাই সারভে এর কাজ কিন্তু আমার তো Usa কার্ড নাই আর পেপাল ও নাই তাছাড়া এগুলা শেখার জন্য তো গাইডলাইন লাগবে আমাকে গাইড কে করবে ?
    1. Cyber_Prince Author Post Creator says:
      আমি করবো চিন্তা করেন কেন ভাইজান আমি আছি তো
  11. Md Raisul Islam Contributor says:
    আসসালামু আলাইকুম
    কেমন আছেন? অনেক দিন পর আপনার দেখা পেলাম
  12. Md Raisul Islam Contributor says:
    Assalamu Alikum
    Kmon aschen? Onek din por apnake deklam. Apnake abar akane dekhe khub kushi holam.

    Amar kotha ki apner mone ache?

  13. ERROR_420®NOT_FOUND Contributor says:
    That’s a very helpful post vaiya,,continue this series,,,Go Ahead vaiya
    1. Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।
  14. Tabein Contributor says:
    ভাই আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে। কিন্তু সব কিছু করার জন্য একজন গাইডলাইন দরকার, সেই রকম একজন মানুষ দরকার।
    1. Cyber_Prince Author Post Creator says:
      চেষ্টা করবো ফ্রিতে গাইড করার ইনশাআল্লাহ
  15. Md Alamin Khan Contributor says:
    প্লীজ হেল্প মি। আমার ব্লগ সাইটে এডসেন্স এড করেছি কিন্তু এড শো হচ্ছে না কেন সমাধান দিবেন কেউ??
    Sitelink – http://www.ajkernews24.club
  16. saju ahmed Contributor says:
    Go ahead bro,,onek din por deka pelam..fb link please?
    1. Cyber_Prince Author Post Creator says:
      Check Post Link Vaiya
  17. saju ahmed Contributor says:
    bai..apnake fr req dia message dica ektu seen koiren
    1. Cyber_Prince Author Post Creator says:
      Thank You Vaijan
  18. Tiger Champ Contributor says:
    Vaiya us PayPal/bank account kivabe korbo???
    1. Cyber_Prince Author Post Creator says:
      You Can Buy Or Wait For Trick
    2. Tiger Champ Contributor says:
      I’m currently waiting ??
  19. sazu Contributor says:
    Group a add hoyesi ,server kaj korbo
  20. Shajjatul Islam Contributor says:
    Waiting for next post bro ♥️♥️
  21. Romantik... Contributor says:
    Ami jantam na j, ata apnar post janle aro aghei dekhtam. Bye the way, darun post.
    1. Cyber_Prince Author Post Creator says:
      Thank You My Dear Brother
  22. Jahid Hasan Contributor says:
    Residential IP kivabe kinbo
    jodi ekta Post korten vai
  23. A2 Contributor says:
    Vaia apni share koren A-Z.
    Jodi trickbd te share korte nishet kore taile vaia apni ekta messenger group koren amader jonno….
    Amra sobai sikhte chai….
    R apnar guideline chai please vaiya
  24. Mohosin ali Contributor says:
    Next post chai bro
  25. AL-HADI ✅ Contributor says:
    Continue your good post
  26. Mozila Author says:
    আমি করতাম। কিন্তু যার কাছ থেকে ভিপিএস নিয়েছিলাম। ঐ হারামজাদা (মাফ করবেন) ভিপিএস 75$ সহ আইডি হাতিয়ে নেয়। তাই এখন এসবে আর আগ্রহ নাই। তবে এক সপ্তাহ কাজ করলে যে কেউ এই কাজে পারদর্শি হয়ে উঠবে
  27. Noman1122 Contributor says:
    Survey income haram
  28. muhammad shuvo Contributor says:
    Mobile Or Laptop or Wi-fi 2 Tai Ase Kaj Suro Kore Chi Vi
  29. Md Himul Contributor says:
    ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনি ট্রিকবিডি টিমকে মেইল করেন অনুমতি দেওয়ার জন্য। আশাবাদী সবার কথা চিন্তা করে ট্রিকবিডি অনুমতি দিবে।

    আবারও ধন্যবাদ।

  30. SagorSrkian Author says:
    Nice post. SSN sell koro bro?
  31. Haque Battery Contributor says:
    Esob onek jhamela
  32. wolf Contributor says:
    dogecoin sell deyar trusted way den please.
  33. Alamgir Islam ✅ Contributor says:
    Trickbd support team give you permission to continue this series
  34. Md Jahid Contributor says:
    সাইবার প্রিন্স মানেই জোস! আপনাকে অনেক মিস করছিলাম রেগুলার আপনার কথা ভাবতাম, আপনার একটা পোষ্ট ও আমার কখনো বোরি্ং লাগে নি আপনি আবার ট্রিকবিডিতে লিখতে এসেছেন দেখে আমি অনেক খুশি আজ, ওয়েষ্টলি!
    1. Cyber_Prince Author Post Creator says:
      ভালোবাসা নিবেন আর এভাবেই পাশে থাকবেন ভাইয়া জাজাকাল্লাহ খায়রান।
  35. abirh104 Contributor says:
    আপনার ফেসবুক আইডিটা দেন
  36. mizan5545 Contributor says:
    Vhai Ami kaj ta korthe chai
    1. Cyber_Prince Author Post Creator says:
      ভাই আমি পুরো গাইড লাইন লিখছি সেটা শেয়ার করবো আগামিমাসে কিন্তু পার্সোনালি সাপোর্ট সম্ভব না ভাইয়া

Leave a Reply