Site icon Trickbd.com

ইউটিউব চ্যানেল থেকে আয় করার দুটি সেরা উপায় (সবসময়ের জন্য)

Unnamed

অনকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয়
নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম করবেন । সম্পূণ পোস্টটি পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন । আশা করি সকলে বুঝতে পারবেন এবং সম্পূণ পোস্টটি পড়বেন ।

ইউটিউব থেকে ইনকাম করার উপায় সমূহ :-

ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে । আর ইউটিউব চ্যানেলে প্রচুর “subscribe” থাকতে হবে । প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে ।প্রতিদিনের ভিডিওতে লাইক,ভিউজ,কমেন্ট বাড়াতে হবে । তাহলে আপনি সহজেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন । আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও অবশ্যয় কপি মুক্ত হতে হবে । কোন ফেসবুকের ভিডিও,ইউটিউবের ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিলে তা কপি হয়ে যাবে এবং গুগল কপি ধরবে । ইউটিউব থেকে ২টি উপায়ে ইনকাম করার ট্রিক বলব আজকের পোস্টে । এই দুটি উপায় হলো :-গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় এবং পন্য বিক্রি করে টাকা আয় । এই দুটি উপায়েই বেশির ভাগ ইউটিউবাররা ইনকাম করে থাকে । এ ব্যাপারে বিস্তারিত নিচে দেওয়া হলো :-

পন্য বিক্রিয় করে ইউটিউব থেকে আয় :-

ইউটিউব থেকে ইনকামের একটি উপায় হলো পন্য বিক্রি করে আয় । এটির প্রচলন খুবই কম । যেমন আপনি ইউটিউবের ভিডিওতে কোন পন্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন এবং তা কেনার জন্য যোগাযোগের ঠিকানা দিলেন । এতে করে যদি কেউ পন্যটি কিনতে চায় তবে তা আপনি সহজে বিক্রি করে দিতে পারবেন । এতে আপনার লাভও থাকতে পারে । এছাড়া অন্যের পন্যও এভাবে বিক্রি করে দিতে পারবেন । তবে এতে পন্য বিক্রি হতেও পারে আবার নাও হতে পারে কারণ সবার পন্যটি পছন্দ নাও হতে পারে । তাই বিশ্বাসের সাথে এবং মানবতার সাথে কাজটি করতে হবে ।

গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম :-

ইউটিউব থেকে টাকা আয় করার সবোৎকৃষ্ট উপায় হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় । গুগল এডসেন্সের মাধ্যমেই আমাদের দেশের বেশির ভাগ লোক ইনকাম করে থেকে । গুগল যখন ইউটিউবকে কিনে নেয় তখন এই সিস্টেম চালু করা হয় । এখনও এই ব্যাবস্থাটি চালু রয়েছে । গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন । এতে আপনার বেশি কষ্টও হবে না আর লসও হবে না । গুগল থেকে ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স নিতে আপনার করণীয় কিন্তু কম নয় । কপি মুক্ত ভিডিও এবং সাইটের ভিজিটর বাড়ানোর কোন বিকল্প নেই । গুগল অ্যাডসেন্সের থেকে টাকা ইনকাম হবে গুগল থেকে দেওয়া এডের ক্লিকের মাধ্যমে এবং এডে ভিউয়ের মাধ্যমে । ইউটিউব থেকে ইনকামের টাকা আপনারা গুগলে এডসেন্স একাউন্টে জমা হবে । ১০ডলার হলে আপনি টাকা ব্যাংক একাউন্টে নিতে পারবেন । ১০০ ডলার হলে অটোমেটিক আপনার ব্যাক একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে ।

তো জেনে গেলেন ইউটিউব থেকে ইনকাম করার টিপসটি । আশা করি আপনার পোস্টটি ভালো লেগেছে । আপনার ভালো লাগলে কমেন্ট করবেন ।