আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
বাংলালিংক এ ৩৪৯ টাকায় ৩০ দিন মেয়াদে ৩০ জিবি ইন্টারনেট। যা ব্যবহার করা যাবে রাত দিন ২৪ ঘন্টা। কিন্তু আপনাকে প্রতিদিন ১জিবি করে ব্যবহারের শর্ত দেওয়া হবে। আপনি প্রতিদিন ১জিবি এর বেশি ব্যবহার করতে পারবেন না। আর যদি প্রতিদিন ১জিবি ব্যবহার না করতে পারেন তাহলে অতিরিক্ত ইন্টারনেট টুকু আপনার একাউন্ট থেকে রাত ১২ টায় কেটে নিয়ে পূনরায় ১জিবি বরাদ্দ দেওয়া হবে।
আপনি অফার এর আওতায় আছেন কিনা তা জানতে আপনাকে কষ্ট করে ১২১ এ কল করে জেনে নিতে হবে। কারন এছাড়া আর কোনো অপশন নেই অফার এর আওতায় আছেন কিনা তা জানার জন্য।
তো চলুন দেখায় কিভাবে নিবেন:
অফারটি দুইভাবে নিতে পারেন, আপনি চাইলে ৩৪৯ টাকা রিচার্জ করেও অফারটি নিতে পারেন। আবার কোড ডাইয়াল করেও নিতে পারেন।
প্রথমে আপনার সিমে নির্দিষ্ট পরিমান টাকা রেখে *166*301# এই কোডটা ডাইয়া করুন।
আর আপনার ইন্টারনেট ব্যালেন্স দেখতে *124*111# এই কোড ডাইয়াল করুন।
তো আর কি, সবাই ভালো থাকুন।
ধন্যবাদ, ট্রিকবিডির সাথেই থাকুন