আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আজকে আপনাদের সামনে বাংলালিংক এর একটা অফার নিয়ে হাজির হয়েছি। আগেই বলে নিচ্ছি অফারটা সবার জন্য না।
বাংলালিংক এ ৩৪৯ টাকায় ৩০ দিন মেয়াদে ৩০ জিবি ইন্টারনেট। যা ব্যবহার করা যাবে রাত দিন ২৪ ঘন্টা। কিন্তু আপনাকে প্রতিদিন ১জিবি করে ব্যবহারের শর্ত দেওয়া হবে। আপনি প্রতিদিন ১জিবি এর বেশি ব্যবহার করতে পারবেন না। আর যদি প্রতিদিন ১জিবি ব্যবহার না করতে পারেন তাহলে অতিরিক্ত ইন্টারনেট টুকু আপনার একাউন্ট থেকে রাত ১২ টায় কেটে নিয়ে পূনরায় ১জিবি বরাদ্দ দেওয়া হবে।
আপনি অফার এর আওতায় আছেন কিনা তা জানতে আপনাকে কষ্ট করে ১২১ এ কল করে জেনে নিতে হবে। কারন এছাড়া আর কোনো অপশন নেই অফার এর আওতায় আছেন কিনা তা জানার জন্য।
তো চলুন দেখায় কিভাবে নিবেন:
অফারটি দুইভাবে নিতে পারেন, আপনি চাইলে ৩৪৯ টাকা রিচার্জ করেও অফারটি নিতে পারেন। আবার কোড ডাইয়াল করেও নিতে পারেন।
প্রথমে আপনার সিমে নির্দিষ্ট পরিমান টাকা রেখে *166*301# এই কোডটা ডাইয়া করুন।

তারপর নিচের মত আসলে 1 লিখে Sent এ ক্লিক করুন।

আর আপনার ইন্টারনেট ব্যালেন্স দেখতে *124*111# এই কোড ডাইয়াল করুন।

তো আর কি, সবাই ভালো থাকুন।
ধন্যবাদ, ট্রিকবিডির সাথেই থাকুন

15 thoughts on "[Not for all user] বাংলালিংক এ ৩৪৯ টাকায় নিয়ে নিন ৩০ জিবি ইন্টারনেট ৩০দিনের জন্য"

  1. Avatar photo Rakhibul Islam Author says:
    Eto taka pabo kotai bhai…
  2. Avatar photo Shaheen Uddoula Author says:
    “আপনি অফার এর আওতায় আছেন কিনা তা জানতে আপনাকে কষ্ট করে ১২১ এ কল করে জেনে নিতে হবে। কারন এছাড়া আর কোনো অপশন নেই অফার এর আওতায় আছেন কিনা তা জানার জন্য।” ~ এ কথা ভুল(পোস্ট এডিট করুন)।
    *166*301# এই নাম্বার ডায়েল করলেই জানা যাবে অফার আছে কি না।
    [১২১ এ ডায়েল করে কষ্ট করার দরকার নেই]
    1. Avatar photo Minhazmm Author Post Creator says:
      এটা ডাইয়াল করলে সবারই দেখাবে। কিন্তু অফার নিতে গেলে আসবেনা। তাই আগে কল করে জেনে নিতে হবে
  3. Avatar photo Mr_Heart Contributor says:
    Vai Call Korar Por Koto koto Press korbo aktu bolben plzz
    1. Avatar photo Minhazmm Author Post Creator says:
      1st 6 press korben. tarpor 1
  4. Avatar photo Mr_Heart Contributor says:
    Vai Call Korar Por Koto koto Press korbo aktu bolben plzz
  5. Avatar photo Mr_Heart Contributor says:
    Vai Call Korar Por Koto koto Press korbo aktu bolben plzz
    1. Avatar photo Minhazmm Author Post Creator says:
      thanks broi
    2. Avatar photo Minhazmm Author Post Creator says:
      thanks bro
  6. Avatar photo Junaid Author says:
    Ok bro….
    Post korar jonno ashonkho dhonnonad
  7. Avatar photo Jakir Hossain Contributor says:
    অফারটা কতদিন থাকবে?
    1. Avatar photo Minhazmm Author Post Creator says:
      seta sothik bolte parina bro. tobe thakbe kisudin maybe
  8. Avatar photo Ashraful Author says:
    Bl e 1 takay 500 mb er code ta jana thakle plz bolen.
  9. Dustu Contributor says:
    এইটা কি এখনো আছে ভাইয়া?

Leave a Reply