বন্ধ টেলিটক সিম চালু করলেই ফাটাফাটি অফার। বন্ধ টেলিটক সিমটি চালু করে  ১৯ টাকা রিচার্জে পাচ্ছেনঃ

২ জিবি ডাটা ফ্রি (মেয়াদ ৭ দিন)

২০ মিনিট ভয়েস ফ্রি, যেকোন অপারেটরে (মেয়াদ ৩ দিন)

৪৫ পয়সা/মিনিট কলরেট, যেকোন অপারেটরে (মেয়াদ ৩০ দিন)

এখানেই অফার শেষ না আরো আছে ১২ মাসে ২৪জিবি ইন্টারনেট ডাটা ফ্রি

বন্ধ সিম অফার বিস্তারিত তথ্যাবলীঃ

★ প্রথমে আগে জেনে নিন আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতাভূক্ত কিনা তা জানতে যেকোন টেলিটক নম্বর থেকে আপনার মোবাইল নম্বরটি লিখে SMS করুন 112 নম্বরে (চার্জ ফ্রি)।

★ বন্ধ সিমের অফার গুলি উপভোগ করার জন্য গ্রাহককে সর্ব প্রথম ১৯ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জকৃত ১৯ টাকা গ্রাহকের মূল একাউন্ট ব্যালেন্সে যোগ হবে সাথে গ্রাহক ২০ মিনিট ফ্রি ভয়েস (মেয়াদ ৩ দিন), ২জিবি ফ্রি ডাটা (মেয়াদ ৭ দিন) এবং ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা (মেয়াদ ৩০ দিন) উপভোগ করবেন।

★ বন্ধ সিমের আওতাভূক্ত গ্রাহক প্রতিমাসে ২২ টাকা রিচার্জে একবার (১২ মাসে সর্বোচ্চ ১২ বার) ২ জিবি ফ্রি ডাটা (মেয়াদ ৭ দিন) এবং ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা (মেয়াদ ৩০ দিন) উপভোগ করবে এবং রিচার্জকৃত ২২ টাকা গ্রাহকের মূল একাউন্ট ব্যালেন্সে যোগ হবে।

বিকাশ একাউন্ট আছে কিন্তু কোনো দিন বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়া ফ্রি তে ২০ টাকা নিয়ে নিন।

 

আমাদের একটা রুমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই Add হবেন

 

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

 

নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন!

ধন্যবাদ

10 thoughts on "টেলিটক এর বন্ধ সিমে অফার -বন্ধ টেলিটক সিম চালু করলেই ২৪ জিবি ইন্টারনেট ফ্রি (শর্ত প্রযোজ্য) সাথে আরো অনেক অফার!!"

  1. Md Al-Amin Contributor says:
    টাইটেল দেওয়া ২৪ জিবি ফ্রী, ভিতরে ঢুকে দেখি ২ জিবি!
    1. Md Al-Amin Contributor says:
      ওহ ১২ মাসে পাবে,,
    2. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      টাইটেল এ দেখেন শর্ত প্রযোজ্য লেখা আছে
  2. MD FAYSAL Contributor says:
    i am teletalk user 89 tk 8gb 15 din all time
    1. Nishat Roni Contributor says:
      Vai, kivabe???
  3. Deyna vai…2gb e dey sudhu…amr 2 ta sim e try korchilam koyekmash agei…erpor 2/3 mash wait koreu r kono gb paini
  4. shaifullah Contributor says:
    Network kemon

Leave a Reply