বিষয়ঃ গ্রামীনফোন সিম প্রিপেইড থেকে পোস্ট পেইড করা এখন খুব সহজ ৷
প্রিপেইড থেকে কেন পোস্ট পেইড করবেন:
প্রিপেইড সিমে আগে টাকা তুলতে হয় তারপর কথা বলা যায়, টাকা না থাকলে কল যায় না ৷
অন্যদিকে পোস্ট পেইড সিমে টাকা তুলতে হয় না এটা মাসিক ভাবে পরিশোধ করতে হয়ে ৷ উদারণ: ডিস বিল, গ্যাস বিল দেওয়া হয় তেমনি ৷
এখানে তিন মাস প্রযুন্ত টাকা না তুললেও কথা বলতে পারবেন ৷ তারপর টাকা পরিশোধ না করলে সিম ডিএক্টিভিট করে দিবে ৷ সুতরাং টাকা পরিশোধ করতেই হবে ৷
প্রতি মাসে MB ও sms free পাবেন এবং ৫৮ পয়সা মিনিট কথা বলতে পারবেন ৷
প্রতি জিবি নেটে ২০% ছাড় পাবেন ৷
নতুন নতুন ওফার পাবেন ৷
তাছাড়াও স্টার গ্রাহক হতে পারেন ৷
কিভাবে করবোঃ
এটা শুধু মাই জিপি এপস থেকে করা যাবে ৷ অথবা কাস্টোমারকেয়ারে যেতে হবে ৷
আমরা মাই জিপি থেকে পোস্ট পেইড করবোঃ ?
- ওপেন করুন mygp
- লগিন/সাইন আপ করুন
- একাউন্ট ক্লিক করুন
- My plan/আপনার প্যাকেজ এ ক্লিক করুন
- post paid ক্লিক করুন
- নিচের স্ক্রিনসুটের দিকে তাকান
না বুুঝলে কমেন্ট করুন ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com