বিষয়ঃ গ্রামীনফোন সিম প্রিপেইড থেকে পোস্ট পেইড করা এখন খুব সহজ ৷

 

প্রিপেইড থেকে কেন পোস্ট পেইড করবেন: 

 

প্রিপেইড সিমে আগে টাকা তুলতে হয় তারপর কথা বলা যায়, টাকা না থাকলে কল যায় না ৷

অন্যদিকে পোস্ট পেইড সিমে টাকা তুলতে হয় না এটা মাসিক ভাবে পরিশোধ করতে হয়ে ৷ উদারণ: ডিস বিল, গ্যাস বিল দেওয়া হয় তেমনি ৷ 

এখানে তিন মাস প্রযুন্ত টাকা না তুললেও কথা বলতে পারবেন ৷ তারপর টাকা পরিশোধ না করলে সিম ডিএক্টিভিট করে দিবে ৷ সুতরাং টাকা পরিশোধ করতেই হবে ৷

 

প্রতি মাসে MB ও sms  free পাবেন এবং ৫৮ পয়সা মিনিট কথা বলতে পারবেন ৷

প্রতি জিবি নেটে ২০% ছাড় পাবেন ৷

নতুন নতুন ওফার পাবেন ৷

তাছাড়াও স্টার গ্রাহক  হতে পারেন ৷

কিভাবে করবোঃ 

এটা শুধু মাই জিপি এপস থেকে করা যাবে ৷ অথবা কাস্টোমারকেয়ারে যেতে হবে ৷

 

মরা মাই জিপি থেকে পোস্ট পেইড করবোঃ ? 

  1. ওপেন করুন mygp
  2. লগিন/সাইন আপ করুন
  3. একাউন্ট ক্লিক করুন
  4. My plan/আপনার প্যাকেজ এ ক্লিক করুন 
  5. post paid ক্লিক করুন

    এখান থেকে যে কোন একটি প্যাকেজ কিনতে পারবেন ৷

  6. নিচের স্ক্রিনসুটের দিকে তাকান 

না বুুঝলে কমেন্ট করুন ৷


 যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

15 thoughts on "গ্রামীনফোন সিম প্রিপেইড থেকে পোস্ট পেইড করা এখন খুব সহজ ৷"

  1. 420+Not_Found Contributor says:
    First time offer sell korte ki tk lagbe vai
    1. sopon Author Post Creator says:
      Na.. but pore dite hobe
  2. mhchaqladar Contributor says:
    Dhur Mia ajaira post koren Ken?
  3. King Author says:
    — এটাই ই খরচ বেশি ব্র?
    1. sopon Author Post Creator says:
      জারা ঢাকায় চাকরি/প্রেম করে তাদের জন্য বিশাল ওফার ৷
    1. sopon Author Post Creator says:
      Sorry. Niom nei..
  4. Tito Contributor says:
    Vai Apnar i to Baki Ache =675.91 Taka

    Apnar SIM to bondho hoy nai..

    1. sopon Author Post Creator says:
      Hmm..
  5. Arif Contributor says:
    Vai boro pack e migrate korle beshi limit paben
    1. sopon Author Post Creator says:
      Hmm
  6. H.+M.+Mozammal+Hoque Contributor says:
    Vai.
    599 er tk er migrate korle ki daily 2gb use korte parbo?
    Naki pura mashe 2gb?
    Konta?
    And diye janaben
    1. sopon Author Post Creator says:
      Pura mas
  7. md mishu Contributor says:
    ভাই আমার মন বলে আপনি বিষয়টা বোঝাতে পারেননি না হয় কেউ বুঝতে পারেনি আমিও বুঝতে পারিনি যাইহোক
    বিষয় হচ্ছে ভাই আমি প্রতি মাসে কত মিনিট কথা বলতে পারব আর আর প্রতিমাসে কত জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারব আর প্রতিমাসে আমার চার্জ কত আসতে পারে নাকি আমি যতটুক খরচ করব সেই হিসেবে চার্জ কাটবে আপনি একটু বুঝিয়ে বলবেন ভাই
    1. sopon Author Post Creator says:
      Joto khusi.. no limit.

Leave a Reply