Site icon Trickbd.com

বিকাশ থেকে নির্দিষ্ট অনলাইন শপ এ পেমেন্ট করলে ১০% ক্যাশব্যাক অফার, সকল গ্রাহক এই অফার উপভোগ করতে পারবে।

শুরু হলো ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব! পছন্দের সব অনলাইন শপ থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নির্দিষ্ট অনলাইন শপ থেকে যেকোনো কেনাকাটায় অ্যাপ থেকে অথবা অনলাইনে পেমেন্ট বিকাশ করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রতিদিন সর্বোচ্চ ২০০ টাকা এবং অফার চলাকালীন সর্বমোট ১০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন

অফারটি চলবে ১০ অক্টোবর ২০২০ থেকে ২০ অক্টোবর ২০২০ পর্যন্ত।

অনলাইন শপঃ

  1. Chaldal
  2. Rokomari
  3. Ajker Deal
  4. priyoshop
  5. Pickaboo
  6. ThemallBD
  7. Banglashoppers
  8. Stylinecollection
  9. Xtragift
  10. Diabetesstore
  11. Leisfita
  12. BDshop
  13. Khaasfood
  14. Othoba

অফারের বিস্তারিত:

Airtel সিমে ফ্রি ১ জিবি নিয়ে নিন সবাই।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ