শুরু হলো ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব! পছন্দের সব অনলাইন শপ থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নির্দিষ্ট অনলাইন শপ থেকে যেকোনো কেনাকাটায় অ্যাপ থেকে অথবা অনলাইনে পেমেন্ট বিকাশ করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রতিদিন সর্বোচ্চ ২০০ টাকা এবং অফার চলাকালীন সর্বমোট ১০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন

অফারটি চলবে ১০ অক্টোবর ২০২০ থেকে ২০ অক্টোবর ২০২০ পর্যন্ত।

অনলাইন শপঃ

  1. Chaldal
  2. Rokomari
  3. Ajker Deal
  4. priyoshop
  5. Pickaboo
  6. ThemallBD
  7. Banglashoppers
  8. Stylinecollection
  9. Xtragift
  10. Diabetesstore
  11. Leisfita
  12. BDshop
  13. Khaasfood
  14. Othoba

অফারের বিস্তারিত:

  • অ্যাপ অথবা অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট বিকাশ করলে ক্যাশব্যাক পাওয়া যাবে
  • গ্রাহকের বিকাশ একাউন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে
  • সক্রিয় একাউন্ট এবং একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে পেমেন্ট বিকাশ করার মাধ্যমে অফারটি নেওয়া যাবে
  • ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন সচল থাকতে হবে

Airtel সিমে ফ্রি ১ জিবি নিয়ে নিন সবাই।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ

 

4 thoughts on "বিকাশ থেকে নির্দিষ্ট অনলাইন শপ এ পেমেন্ট করলে ১০% ক্যাশব্যাক অফার, সকল গ্রাহক এই অফার উপভোগ করতে পারবে।"

  1. atikraz Contributor says:
    আমাদের দোকানেও বিকাস পেমেন্ট সিস্টেম আছে।
    তো সেক্ষেত্রে কি এই ক্যাশব্যাক প্রযোজ্য হবে?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      না। নির্দিষ্ট অনলাইন শপে পাওয়া যাবে
      Chaldal
      Rokomari
      Ajker Deal
      priyoshop
      Pickaboo
      ThemallBD
      Banglashoppers

      Stylinecollection
      Xtragift
      Diabetesstore
      Leisfita
      BDshop
      Khaasfood
      Othoba

  2. Husain Contributor says:
    DARAZ ASE NAKI?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      না নেই

Leave a Reply