Site icon Trickbd.com

এখন আপনার ফোনে সবজায়গায় 4G পাবে।

Unnamed

হাই কি অবস্থা সবার, আশা করি সবাই ভাল আছেন। আজকে সম্পূর্ণ ভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। আমরা জানি যেখানে 3G নেটওয়ার্ক ঠিকমতো পায় না সেখানে যদি আমরা সেটিং থেকে only 3G করে দেই তাহলে সেখানে 3G বেশ ভালো ভাবেই পায়, কিন্তু একই কাজ আমরা 4G এর বেলায় করতে পারিনা, কারণ কোন এন্ড্রয়েড ডিভাইসে অনলি 4g এই সেটিংটি নেই, তাই যদি বারবার 4g নেটওয়ার্ক ছেড়ে দেয় সেক্ষেত্রে আমরা অনেক বিরক্ত হই। কারণ 4G থেকে থ্রিজি তে আসলে নেটওয়ার্ক ঠিকমতো পায় না। তাই যাদের ফোনে নেটওয়ার্কের সমস্যা আছে বা 4g নেটওয়ার্ক ঠিকমতো পায় না তারা এই ট্রিকটি কাজে লাগান, দেখবেন ভালো ফল পাচ্ছেন, তবে এই ট্রিকটি অনুযায়ী কাজ করলে আপনার সিমে কিন্তু কল, এসএমএস যাবে না, আসবে না।

তবে সেটিং থেকে আবার বন্ধ করে নিলে তবে আবার কল বা এসএমএস যাবে এবং আসবে।
ফোনের সেটিং এ গিয়ে only 3G করে দিলে সেই ফোনটিতে সব সময় 3G থাকে কিন্তু আমরা জোরপূর্বক কোন ফোনে অনলি 4g করতে পারিনা, যদি আপনার সিমে বারবার 4G থেকে 3g মুডে চলে আসে অর্থাৎ বারবার 4g নেটওয়ার্ক ছেড়ে দেয় বা আপনার এলাকায় বা রুমে যদি ভালো নেটওয়ার্ক না পায় তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য

প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপটির মাধ্যমে আমরা আমাদের ফোনে Only 4g চালু করব।
Download App

যে সিমে কাজ করতে চান সেই সিমটি সিম ১ এ রাখুন।
এবার এপটি ওপেন করুন।

Sim/LTE/3G/2G setting এ ক্লিক করুন।

এবার একটু নিচের দিকে গিয়ে Only LTE করে দিন।


ব্যাশ কাজ শেষ, এইবার দেখুন ফলাফল এখন সব জায়গায় ফোরজি নেটওয়ার্ক পাবে, যেখানে আপনি আগে ইন্টারনেট চালাতে পারতেন না সেখানে দেখবেন বেশ ভালোভাবে ইন্টারনেট চলছে। তবে মনে রাখবেন এইভাবে যদি আপনার নেটওয়ার্ক ঠিক করেন তাহলে আপনার সিমে কিন্তু কল যাবে না আসবে না,
যদি আপনারা আবার কল চালু করতে চান সে ক্ষেত্রে আপনি আবার নিচ থেকে ড্রপডাউন থেকে LTE/WCDMA চালু করে নিবেন।