হাই কি অবস্থা সবার, আশা করি সবাই ভাল আছেন। আজকে সম্পূর্ণ ভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। আমরা জানি যেখানে 3G নেটওয়ার্ক ঠিকমতো পায় না সেখানে যদি আমরা সেটিং থেকে only 3G করে দেই তাহলে সেখানে 3G বেশ ভালো ভাবেই পায়, কিন্তু একই কাজ আমরা 4G এর বেলায় করতে পারিনা, কারণ কোন এন্ড্রয়েড ডিভাইসে অনলি 4g এই সেটিংটি নেই, তাই যদি বারবার 4g নেটওয়ার্ক ছেড়ে দেয় সেক্ষেত্রে আমরা অনেক বিরক্ত হই। কারণ 4G থেকে থ্রিজি তে আসলে নেটওয়ার্ক ঠিকমতো পায় না। তাই যাদের ফোনে নেটওয়ার্কের সমস্যা আছে বা 4g নেটওয়ার্ক ঠিকমতো পায় না তারা এই ট্রিকটি কাজে লাগান, দেখবেন ভালো ফল পাচ্ছেন, তবে এই ট্রিকটি অনুযায়ী কাজ করলে আপনার সিমে কিন্তু কল, এসএমএস যাবে না, আসবে না।

তবে সেটিং থেকে আবার বন্ধ করে নিলে তবে আবার কল বা এসএমএস যাবে এবং আসবে।
ফোনের সেটিং এ গিয়ে only 3G করে দিলে সেই ফোনটিতে সব সময় 3G থাকে কিন্তু আমরা জোরপূর্বক কোন ফোনে অনলি 4g করতে পারিনা, যদি আপনার সিমে বারবার 4G থেকে 3g মুডে চলে আসে অর্থাৎ বারবার 4g নেটওয়ার্ক ছেড়ে দেয় বা আপনার এলাকায় বা রুমে যদি ভালো নেটওয়ার্ক না পায় তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য

প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপটির মাধ্যমে আমরা আমাদের ফোনে Only 4g চালু করব।
Download App

যে সিমে কাজ করতে চান সেই সিমটি সিম ১ এ রাখুন।
এবার এপটি ওপেন করুন।

Sim/LTE/3G/2G setting এ ক্লিক করুন।

এবার একটু নিচের দিকে গিয়ে Only LTE করে দিন।


ব্যাশ কাজ শেষ, এইবার দেখুন ফলাফল এখন সব জায়গায় ফোরজি নেটওয়ার্ক পাবে, যেখানে আপনি আগে ইন্টারনেট চালাতে পারতেন না সেখানে দেখবেন বেশ ভালোভাবে ইন্টারনেট চলছে। তবে মনে রাখবেন এইভাবে যদি আপনার নেটওয়ার্ক ঠিক করেন তাহলে আপনার সিমে কিন্তু কল যাবে না আসবে না,
যদি আপনারা আবার কল চালু করতে চান সে ক্ষেত্রে আপনি আবার নিচ থেকে ড্রপডাউন থেকে LTE/WCDMA চালু করে নিবেন।

26 thoughts on "এখন আপনার ফোনে সবজায়গায় 4G পাবে।"

  1. Alamgir Islam ✅ Contributor says:
    yeah but phn e presure criate hoy jkhne 4g cavarage kom
  2. Towfiq Contributor says:
    vai kaj kre na to..
  3. Mohammad Contributor says:
    dial *#*#4636#*#* এপ্স ছাড়া LTE অপশন পাবেন।
    1. millatbd Contributor says:
      ata kaj kory…thank you
  4. Tangible Belal Contributor says:
    App sarai kora jai..hudai app install korar drkr ki
  5. Naymur Rahman Durjoy Contributor says:
    Ara vai aita 4G sim chara kaj hoba na?
  6. Assasin Contributor says:
    USSD diya e to hoy
  7. Nirbashito Pothochary Contributor says:
    Gadha Naki Apni.. Zekhane 4g Nai Sekhane Data E On Hobena.. R Eta *#*#4636#*#* Dial Korei Ana Zay..
  8. MD Zakaria Contributor Post Creator says:
    এটা কিছু কিছু ফোনে কাজ করে না, অধিকাংশ ফোনেই কাজ করে,
    যারা বলছেন .. Zekhane 4g Nai Sekhane Data E On Hobena.. বা *#*#4636#*#* Dial Korei Ana Zay..

    তাদের বলছি এইকোড ডায়াল করে বেশিরভাগ ফোনেই আসে না,
    এবং আমার রুমে আমি আগে ইন্টারনেট চালাতেই পারতাম না তারপর আমার এক বন্ধু এই অ্যাপসটির কথা বলে, তারপর আমি এই অ্যাপস টি দিয়ে ফোরজি চালু করি, মাশাল্লাহ এখন আমার রুমে ফোরজি পায় সব সময় এবং বেশ ভালোভাবেই এখন ইন্টারনেট চালাতে পারি।
    তাই আপনাদের সাথে এটি শেয়ার করলাম।

  9. md shohel khan Subscriber says:
    একাউন্ট খুললেই ৫০ টাকা। যা সাথে সাথে উঠিয়ে নিতে পারবেন বিকাশ/নগদ/রিচার্জ এ।

    ? প্রতিদিন ৫০ টাকা করে ইনকাম। মাত্র ৫ মিনিট কাজ করতে হবে ?

    একাউন্ট খুললে আপনি পাবেন ১০ টা টুকেন। যার মূল্য ৫০ টাকা। যা আমাকে সেল দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে কয়েনবেস/বিটকয়েন/বিকাশে নিতে পারবেন।2 মিনিট কাজ করে সাথে সাথে ৫০ টাকা রির্চাজ অথবা বিকাশে নিতে পারবেন প্রথমে করে সরাসরি প্লে ষ্টোরে নিয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে একাউন্ট রেজিষ্ট্রেশন করুন
    তার পর এই ভাবে দেখানো নিয়মে ১০ লেভেল এ যান যা মন চাই সেটাই দিন কোন সমস্যা নাই

    ১০০% ট্রাস্টেড। একাউন্ট খুলুন নিচের লিংকে Download

    https://realresearch.page.link/YhNwn6HtrCzgnpHi8

    No add fee, no invest, no kyc, no risk

  10. R24 Contributor says:
    post creator vai er mobile networking somporke kono idea e nai. 1st of all apnake coverage alakay thakte hobe. coverage area kisu place ace jekhane network fequence kom. r mobile automatic mood a higher fequence net tai connect kre…. so tai apni auto na kre manual krle net ta chenge hte parena…
    1. ShaRiar IMRAN Contributor says:
      Right Vai
    2. MD Zakaria Contributor Post Creator says:
      Haha,, I have lot of experience abour that,
  11. Saimon Islam Contributor says:
    Only 4G chalo thakla apner fona call asba na mona rakben ay bishoy ta …………….
  12. Sakibur Rahman Contributor says:
    এখানে LTE Only করে দিলে, যখন কেউ কল দিবে নাম্বার বিজি বলবে আর আপনিও কাউকে কল দিতে পারবেন না?
    1. MD Zakaria Contributor Post Creator says:
      I mention it on post
  13. mrmizan Contributor says:
    এটা এ্যাক্টিভ করলে আপনার সিমে কল দিলে বন্ধ দেখাবে।
  14. Rifat Author says:
    আমি ভাবতাম এইটা সবাই জানে !!!
  15. Shojol Islam Contributor says:
    Amar phona kag hoy na
  16. imriyad Contributor says:
    https://play.google.com/store/apps/details?id=com.kliksob.forgswitch – ad free and lite size (46kb)

    make a try and thank me later ?

Leave a Reply