বই সবারই কমবেশি পছন্দ, কারও কাব্যগ্রন্থ কারও উপন্যাস। কিন্তু কমিক্স সবারই পছন্দ। কিন্তু বাংলাদেশে কমিক রাইটার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকজন।তার মধ্যে শাহরিয়ার অন্যতম। গত কয়েকদিন ধরে আমি শাহরিয়ার এর লেখা বাবুর পার্ট গুলা দিয়ে আসছি। আমি মোট ৮ টা পার্ট দিয়েছি। আজকের পোস্টে সবগুলা পার্ট একসাথে দিলাম যাদের ভালো লাগবে তারা নিয়ে নিবেন।
এর আগে বাবুর ৬ টা পার্ট দিয়েছি। আজকে দিবো ৭ আর ৮ নাম্বার পার্ট। সবগুলা বাবুর প্রিন্ট করা বইয়ের pdf ফাইল, যেগুলা পাঞ্জেরী পাবলিকেশন্স এর।
বাংলাদেশে পাইরেসি অনেক কম। তাই যেকোন বই এর pdf ফাইল পাওয়া অনেক দূর্লভ। নেট সার্চ করে বই গুলার pdf বাইর করা অনেক কষ্টসাধ্য। তাই কেউ সহজে বই গুলা ডাউনলোডও করতে পারে না। আমি যে আটটা পার্ট শেয়ার করছি তার মধ্যে কয়েকটা বই Banglapdf.net থেকে নেওয়া যদিও অই সাইট থেকে বইগুলার লিংক সরিয়ে দেওয়া হয়েছে। তো অনেক কিছু বলছি বইটার সম্পর্কে কিছু বলে দিই…
বাবু শাহরিয়ার এর লেখা একটি হাস্যকর ফাটাফাটি কমিক বই। এই কমিক এর আসল চরিত্র বাবু। বাবু কলেজের ছাত্র। সে বিভিন্ন ধরণের হাস্যকর ঘটনা ঘটায় আর পাঠক কে আনন্দ দেয়। মজাদার সব ঘটনা ঘটায় বাবু। বাবুর কাহিনি ভিত্তিক কোন কমিক বই নয়। লেখক এক এক দিন এক এক জিনিস লিখে পেপারে ছাপায় আর এগুলাকে কালেক্ট করে পাঞ্জেরী বই বানায়। হাসতে চাইলে বই গুলা নিয়ে নিবেন।
এর আগে ৬ টা পার্ট দিয়েছি। আজকে ৭-৮ পার্ট দুইটা দিবো। এর আগের ৬ টা পার্ট নিতে হলে নিচের থেকে লিংক নিয়ে নিন।
বাবু ১
বাবু ২
বাবু ৩
বাবু ৪
বাবু ৫-৬
_______Informations________
বাবু ৭ আর ৮
পৃষ্ঠা: ৫৩ টি (২ টা তেই)
সাইজ: ৫ এমবি
ধরণ: হাস্যকর