আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন জানি না তবে আল্লাহর রহমতে আমি ভালো আছি?।বেশি কথা বলব না সরাসরি টপিক এ আসি।
আজকের টপিক
আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম শাহরিয়ার জনপ্রিয় কমিক বুক বাবু (৩)।
যারা বাবুর আগের part গুলা দেখেন নি তারা নিচের থেকে নিয়ে নিন।
বাবু ১
বাবু ২
বই পরিচিতি
বাবু হচ্ছে এই কমিক্স এর মূল চরিত্র। বাবু ঢাকার ছেলে ইন্টার পার্স্ট ইয়ার এ পড়ে। বাবার নাম আমলা। সাধারণ লাইফে অসাধারণ কাজ করা তার স্বভাব। খায় আর নিশ্চিন্তে ঘুমায়।
বাবু শাহরিয়ার এর আকা। এগুলো পেপারে সাপ্তাহিক বা নিয়মিত ভাবে ছাপানো হত। পরে পাঞ্জেরী পাবলিকেশন্স এগুলার বই বাইর করে তখন থেকে এগুলোর জনপ্রিয়তা বাড়তে থাকে।
এটি ১ম প্রকাশিত হয়েছিলো ১৯৮৫ স্বালে।শাহরিয়ার প্রথম বাবু এঁকেছিলেন ১৯৮৩ স্বালে। The Daily Star এ বাবু সাপ্তাহিক ভাবে প্রকাশিত হত।
রিভিউ ছাড়া পিডিএফ!
আরো ভালো করতে চেষ্টা করুন।
দোয়া রইলো।
সবাই তাড়াতাড়ি পোস্ট দিতে বলতেছিলো তাই এত কিছু লেখার সময় পাই নাই।