আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন জানি না তবে আল্লাহর রহমতে আমি ভালো আছি?।বেশি কথা বলব না সরাসরি টপিক এ আসি।

আজকের টপিক

আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম শাহরিয়ার জনপ্রিয় কমিক বুক বাবু (৩)

যারা বাবুর আগের part গুলা দেখেন নি তারা নিচের থেকে নিয়ে নিন।
বাবু ১
বাবু ২

বই পরিচিতি


বাবু হচ্ছে এই কমিক্স এর মূল চরিত্র। বাবু ঢাকার ছেলে ইন্টার পার্স্ট ইয়ার এ পড়ে। বাবার নাম আমলা। সাধারণ লাইফে অসাধারণ কাজ করা তার স্বভাব। খায় আর নিশ্চিন্তে ঘুমায়।
বাবু শাহরিয়ার এর আকা। এগুলো পেপারে সাপ্তাহিক বা নিয়মিত ভাবে ছাপানো হত। পরে পাঞ্জেরী পাবলিকেশন্স এগুলার বই বাইর করে তখন থেকে এগুলোর জনপ্রিয়তা বাড়তে থাকে।
এটি ১ম প্রকাশিত হয়েছিলো ১৯৮৫ স্বালে।শাহরিয়ার প্রথম বাবু এঁকেছিলেন ১৯৮৩ স্বালে। The Daily Star এ বাবু সাপ্তাহিক ভাবে প্রকাশিত হত।

বইটির কিছু ছবি দেখে নিন….




নাম : বাবু ৩
পৃষ্ঠা : ৫৪
সাইজ :৫৪.৪ mb

Google Drive Link

14 thoughts on "বই প্রেমিরা নিয়ে নিন শাহরিয়ার এর বাবু part 3"

  1. ইমরুজ Legend Author says:
    ভাইয়া,পোষ্ট একদমই ভালো হয়নি।
    রিভিউ ছাড়া পিডিএফ!
    আরো ভালো করতে চেষ্টা করুন।
    দোয়া রইলো।
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      আগের দুই পার্টে রিভিউ দিছি তো।আর বাবু তো নতুন কোন বই না সবারই ভালো ধারণা আছে এটা নিয়ে তাও তো এর পরিচিতি আমি দিছি
      সবাই তাড়াতাড়ি পোস্ট দিতে বলতেছিলো তাই এত কিছু লেখার সময় পাই নাই।
  2. Bikrom Contributor says:
    এত বড় সাইজের ফাইল দেন কেন? সবাই তো আর wifi চালায় না।
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      অনলাইনে বাবুর যে pdf ফাইল গুলা আছে সবগুলার size বড়।
  3. h4ck3r boy Contributor says:
    valoi…..lage
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      hmm
  4. mshadin363 Contributor says:
    tnx for share
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      wlc
  5. Mmb Contributor says:
    সোমোর মঙ্গলাভিযানের সব গুলো বই হবে?
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      দেখতে হবে
    2. Mmb Contributor says:
      ??

Leave a Reply