ভাল্লাগেনা বইটি প্রিয় আয়মান ভাই ও আন্তিক ভাই লিখেছেন ।
বইটিতে সব অসাধারণ কথা বলা হয়েছে ।
যারা কাজ করতে গিয়ে বলে, আজ থাক কাল করবো আজ ভাল্লাগেনা, আবার কাল বলে আজ থাক কাল সব করে কেল্লা ফতে করে ফেলবো ।
কিন্তু আর করা হয়না, তাই আপনাকে বছর শেষে অন্যর কাজ দেখে আফসোস করতে হয়, তখন বলেন আহারে অমুকের বুদ্ধি তো আমার চেয়ে কম আর ও এটা করে সফল হয়ে গেলো আর আমি কি করলাম!!!!
কি এইরকম আফসোস করছেন কি কখনো?
বইটির হার্ড কপির মূল্য মাত্র ৩০০ টাকা, আপনার কাছে কি মাত্র ৩০০ টাকা নেই?
কতো টাকা তো অযথা নষ্ট করেন, নিজ জীবন ভাল্লাগেনা এই ব্যাধি দুর করার জন্য মাত্র সামান্য টাকা দিয়ে একটি ভ্যাকসিন নিয়ে নিন মস্তিস্কে তাহলে আর ভাল্লাগে না এই ব্যাধি মাথায় থাকবেনা।
বইটির প্রথম প্রকাশঃ ২০১৯ সালে
বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ৬৪টি
বইয়ের সূচিপত্র দেখুন
ভূমিকা
ভাল্লাগে না ’ র ইতিকথা ভাল্লাগে না !
কালকে করব ।
কী করলাম জীবনে ?
পারব না ।
লােকে কী বলবে ?
কপালে নাই !
তাে কী হইসে আমার কী দোষ ?
এই দেশের কিচ্ছু হবে না !
ফেসবুকে আমি হিট !
তুই আমাকে চিনস ?
টেনশনে আছি সময়ই তাে পাই না
টাকা ছাড়া সম্ভব না !
মামা ছাড়া চাকরি নাই !
এখন আমি কী করব
মন বসে না কাজে
ও তাে মেধাবী !
বন্ধুরা সব সাপ !
আমি এমনই !
ব্যর্থতার সব ফর্মুলা একসঙ্গে
আবারও বলছি ভাই বইটি কেনার সমার্থ থাকলে বইটি কিনে পড়ুন, রকমারিতে পাবেন।
আর যাদের বইটির কেনার টাকা নাই, তারা বইটির পিডিএফ ডাউনলোড করুন ভাল্লাগে না পিডিএফ বই
[b]আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com