ভাল্লাগেনা বইটি প্রিয় আয়মান ভাই ও আন্তিক ভাই লিখেছেন ।
বইটিতে সব অসাধারণ কথা বলা হয়েছে ।
যারা কাজ করতে গিয়ে বলে, আজ থাক কাল করবো আজ ভাল্লাগেনা, আবার কাল বলে আজ থাক কাল সব করে কেল্লা ফতে করে ফেলবো ।
কিন্তু আর করা হয়না, তাই আপনাকে বছর শেষে অন্যর কাজ দেখে আফসোস করতে হয়, তখন বলেন আহারে অমুকের বুদ্ধি তো আমার চেয়ে কম আর ও এটা করে সফল হয়ে গেলো আর আমি কি করলাম!!!!

কি এইরকম আফসোস করছেন কি কখনো?

বইটির হার্ড কপির মূল্য মাত্র ৩০০ টাকা, আপনার কাছে কি মাত্র ৩০০ টাকা নেই?
কতো টাকা তো অযথা নষ্ট করেন, নিজ জীবন ভাল্লাগেনা এই ব্যাধি দুর করার জন্য মাত্র সামান্য টাকা দিয়ে একটি ভ্যাকসিন নিয়ে নিন মস্তিস্কে তাহলে আর ভাল্লাগে না এই ব্যাধি মাথায় থাকবেনা।

বইটির প্রথম প্রকাশঃ ২০১৯ সালে
বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ৬৪টি

বইয়ের সূচিপত্র দেখুন

ভূমিকা

ভাল্লাগে না ’ র ইতিকথা ভাল্লাগে না !

কালকে করব ।

কী করলাম জীবনে ?

পারব না ।

লােকে কী বলবে ?

কপালে নাই !

তাে কী হইসে আমার কী দোষ ?

এই দেশের কিচ্ছু হবে না !

ফেসবুকে আমি হিট !

তুই আমাকে চিনস ?

টেনশনে আছি সময়ই তাে পাই না

টাকা ছাড়া সম্ভব না !

মামা ছাড়া চাকরি নাই !

এখন আমি কী করব

মন বসে না কাজে

ও তাে মেধাবী !

বন্ধুরা সব সাপ !

আমি এমনই !

ব্যর্থতার সব ফর্মুলা একসঙ্গে

ভাল্লাগেনা বইটির কিছু স্কিনসট




আবারও বলছি ভাই বইটি কেনার সমার্থ থাকলে বইটি কিনে পড়ুন, রকমারিতে পাবেন।

আর যাদের বইটির কেনার টাকা নাই, তারা বইটির পিডিএফ ডাউনলোড করুন ভাল্লাগে না পিডিএফ বই

[b]আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

17 thoughts on "ভাল্লাগে না, পিডিএফ বই (যাদের কোনো কাজে মন বসে না, বা কাজ করতে ভাল্লাগে না, তারা বইটি পড়বেন"

  1. YASIR-YCS Author says:
    বইটিকি আপনি স্কেন করেছেন?
    1. স্বপ্ন Author Post Creator says:
      বুঝলাম না।
    2. YASIR-YCS Author says:
      এটি পিডিএফ কি আপনি বানিয়েছেন?
    3. স্বপ্ন Author Post Creator says:
      সেটাকে কি স্কেন বলে যাইহোক, আমি তৈরী করি নি।
    4. YASIR-YCS Author says:
      স্কেন করেই ত Pdf বানাই তাই না। যাই হোক ওয়াটারমার্ক কি শুধু ছবিগুলোতে আছে নাকি Pdf এ ও আছে?
    1. স্বপ্ন Author Post Creator says:
      ?
    2. স্বপ্ন Author Post Creator says:
      ?
    3. স্বপ্ন Author Post Creator says:
      ?
  2. Shafin19 Contributor says:
    ভাইয়া পারলে চমক হাসানের নিমিখ পানে বই দুইটার pdf ফাইল টা থাকলে কেউ দিয়েন।কারো কাছে বইটির ফাইল টা থাকে তো লিনক টা দিয়েন প্লিজ।
  3. Trickbd Support Moderator says:
    ডাইরেক্ট ডাউনলোড লিংক দেয়া বাধ্যতামূলক।
    আর সবজায়গায় ওয়াটারমার্ক পরিমার্জনীয়।
  4. Trickbd Support Moderator says:
    এই পোস্টটি কপি পোস্ট হিসেবে গণ্য হবে।
    অন্য সাইট থেকে কপি করা এবং রাইটার ভেরিফিকেশন নেই।
    ওয়ার্নিং
    1. স্বপ্ন Author Post Creator says:
      দেখুন স্যার, নিজের হাতে লেখা পোস্ট টি, আপনি যে সাইটা অন্যর ভাবছেন ওটা আমারই।
      নিজের সাইটের লেখা যদি, শেয়ার করা ভুল হয় তাহলে আর কি করার আছে।

      আর ডাউনলোড লিংক?
      স্যার ডাউনলোড লিংক যারা পোস্ট করে তাদের একজনেও কি ডাইরেক্ট লিংক দেয়, সবাই ই রিডাইরেক্ট লিংক দেয়, আর কমেন্টে অনেক কন্টিবিউটর ই স্পাম করতেছে, তবে আমার বেলায় কি পাপ?

    2. Trickbd Support Moderator says:
      তাদের সবাইকে ওয়ার্নিং আর ব্যান করা হচ্ছে।
      নীতিমালা না মানলে একশন নেয়া হবেই।
      অন্যকেউ করছে বলে নিজেও করলে তো আর হবেনা।
      দিনশেষে সবাই নোটিশ পায়।
    3. Support Team,
      নিচের কমেন্ট টাই দেখুন ????????
  5. Abdus Sobhan Author says:
    pls update link i want it

Leave a Reply